অনুসরণকারী
সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
অস্তরাগ অন্তিম পর্ব
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
অস্তরাগ ত্রয়োবিংশ পর্ব
রজতাভ অভীকের দিকে তাকিয়ে হেসে বললেন, “তারপর আর কি? বাপ-মেয়েতে নতুন করে জীবনযাপন শুরু করলাম। ঊর্মির মারা যাবার তেরোদিন পর পারলৌকিক কাজ সেরে ঠিক করলাম যে কারনে ঊর্মি আমার উপর অভিমান করে চলে গেছে সেই স্মৃতিস্বরূপ চিঠিগুলোর কোনো চিহ্ন আমি রাখবো না। সুজাতা যখন নিজেই সব সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছে তখন আমিও আর কোনো সম্পর্ক রাখবো না। ঠিক করলাম সুজাতাদের সাথে থাকা আমাদের সব স্মৃতি মুছে দেব। সেই মতো একদিন আমাদের সব ছবি, চিঠি খুঁজে বের করে পুড়িয়ে দিলাম আমি। শুধু পোড়ালাম না ঊর্মির ডাইরিগুলো। কারন ওগুলো ছিল আমার ঊর্মির শেষ স্মৃতি। ঠিক করলাম যে ডাইরির পাতায় সুজাতার উল্লেখ থাকবে সেই পাতাগুলো বাদ দিয়ে ডাইরিগুলো তুলে দেবো ঐশীর হাতে। আমাদের জীবনে যে সুজাতাদের কোনো অস্তিত্ব ছিল তা কিছুতেই জানতে দেব না ঐশীকে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। নিয়তি আবার আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। যেকারনে আমি আর সুজাতা পরস্পরের থেকে দুরে সরে গিয়েছিলাম ঠিক সেই কারনে আমরা পরস্পরের সামনে চলে এলাম। আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের অতীতের ছায়া তোমাদের উপর না পড়ুক। অথচ দেখো ঠিক তাই হল। তোমাদের চারহাত এক হয়ে গেল। ঊর্মির এই ডাইরিটা তোমরা কোথা থেকে পেলে জানি না। কিন্তু ডাইরি পড়ে তোমরা যতটুকু জেনেছ তা অর্ধেক সত্যি। বাকিটুকু শোনার পরেও যদি তোমাদের মনে হয় আমরা অপরাধী তাহলে তোমরা যা শাস্তি দেবে মাথা পেতে নেব। শুধু দুটো কথাই বলার আছে। প্রথমত ঐ মানুষটার সাথে আমার কোনো অবৈধ্য সম্পর্ক নেই। কোনো কালেই ছিল না। যা ছিল তা সম্পূর্ণ বন্ধুত্বের সম্পর্ক। আর এই সম্পর্ককে যদি তোমরা নোংরা মনে করো তাহলে আমার কিছু করার নেই। কিন্তু ঐ মানুষটাকে তোমরা কিছু বলো না। ঐ মানুষটার কোনো দোষ নেই। ও সম্পূর্ণ নির্দোষ।”
কিছুক্ষণ থেমে রজতাভ আবার বলতে শুরু করেন,“সেদিনের পর প্রায় তেইশটা বছর কেটে গেছে। তোমার মায়ের সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। আমিও কোনো চেষ্টা করিনি কারন সেটা করলে তোমার মায়ের সাথে যে বন্ধুত্বের সম্পর্কটা তৈরি হয়েছিল সেটাকে অশ্রদ্ধা করা হত। যেখানে সুজাতা নিজেই সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল সেখানে যদি আমি এগোতাম তাহলে তোমার মা সমস্ত সমাজের কাছে ছোটো হয়ে যেত। এমনিতেও সে সময়টায় একজন পুরুষ ও আরেকজন স্ত্রীর নিখাদ বন্ধুত্বকে সমাজ ভালো চোখে দেখত না। এখনও দেখে না। তার উপর একজন বিবাহিত অপরজন সদ্য বিপত্নীক। তাই সব দিক ভেবে তোমার মায়ের সিদ্ধান্ত কে সম্মান দিয়ে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম আর দেখা হবে না আমাদের। কিন্তু আমাদের ভাগ্য আবার পরস্পরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল। তোমার সাথে ঐশীর আলাপ,পরে বন্ধুত্ব হয়ে গেল। ধীরে ধীরে সে সম্পর্ক প্রেমে গড়াল এবং সেদিন কফিশপে সুজাতার সাথে আবার দেখা হয়ে যাবার পর আবিস্কার করলাম তুমি আমাদের সুজাতার ছেলে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না তবে এতগুলো বছর পর সেদিনই আবার দেখা হল আমাদের। আর আমি দেখলাম এতবছর পরেও সুজাতা ঠিক আগের মতোই আছে। সেই হাসিখুশি, প্রাণোচ্ছল, তবে সেই প্রগলভতা আর নেই। বরং একটা শান্তভাব এসেছে। ঐদিন ঐশীকে যেভাবে সুজাতা প্রথম দেখাতেই আপন করে নিল বিশ্বাস করো সেদিন মনে একটা প্রশান্তি অনুভব করেছিলাম। কারণ আমি বুঝেছিলাম আমার মেয়ে শাশুড়ি নয় আবার ওর মাকে পেতে চলেছে। কাল যদি আমি মরেও যাই আমার মেয়েটাকে সামলানোর মতো দুজন মানুষ থাকবে। যাদের একজনের সাথে একসময় আমার আত্মার সম্পর্ক ছিল। সেদিনই ঠিক করলাম যে করেই হোক তোমাদের চার হাত এক করতে হবেই। সেই মতো আমি প্রস্তাব রাখলাম সুজাতার কাছে। ভেবেছিলাম সুজাতা হয়তো রাজি হবে না এ প্রস্তাবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সুজাতা রাজি হল। তারপরের ঘটনা তো তোমাদের জানা।”
কথাগুলো বলে একটু থামলেন রজতাভ। গোটা ঘরে তখন নিস্তব্ধতা বিরাজ করছে। শুধু আর সুজাতার ফোপানোর শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। অভীক গম্ভীর মুখ করে মেঝের দিকে তাকিয়ে স্থির হয়ে বসে আছে। ঐশীর অবস্থাও তথৈবচ। কিছুক্ষণ পর অভীকের দিকে তাকিয়ে রজতাভ বলেন, “সবটা জানার পরেও যদি তোমাদের বিচারে আমরা দোষী হই তাহলে আমার কিছু বলার নেই। শুধু কটা প্রশ্ন আছে। তোমাদের জেনারেশন বেশ ম্যাচিওর আর স্মার্ট। আমাদের থেকে তোমরা অনেকটা ক্যাজুয়াল। তোমরা এখন বড় হয়েছ, বিয়ে করে সদ্য দাম্পত্য জীবনে পা দিয়েছ। আশা করি প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে আছে। তোমাদের কী মনে হয়,দুজন মানুষের মধ্যে কী নিখাদ বন্ধুত্বের সম্পর্ক তৈরী হতে পারে না? দুজন মানুষের সংসার থেকে বীতশ্রদ্ধ হয়ে পরস্পরের কাছে আশ্রয় কামনা করে থাকাটা কি ভুল? দুজন মানুষ যদি আশ্রয়ের খোঁজে বেরিয়ে পরস্পরকে দোসর হিসেবে খুঁজে পায় তাহলে আপত্তি কোথায়? তাদের সেই নিখাদ বন্ধুত্বের সম্পর্ককে তোমরা কি নাম দেবে? আর সব থেকে বড়ো প্রশ্ন যেটা আমি ঊর্মিকে করতে পারিনি সেটাই তোমাদের করছি। দুজন একা মানুষের মধ্যে গড়ে ওঠা নিখাদ বন্ধুত্ব কি গুরুতর অপরাধ? নাকি পাপ? যদি তা না হয়ে থাকে তাহলে এতগুলো বছর আমাদের জ্বলতে হল কেন? কেন তোমার মাকে অপবাদের ভয়ে সারাজীবন এই পাণ্ডববরিজিত জায়গায় কাটাতে হল? কেন আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ঐশীর মা ছেড়ে চলে গেল? কেন এত বছর পর আমাকে তোমাদের কাছে জবাবদিহি করতে হচ্ছে? আমার জায়গায় তোমরা থাকলে কি করতে? বলতে পারবে? জানা আছে জবাবগুলো?জানি পারবে না! যদি পারতে তাহলে ঐ যে সোফায় বসে তখন থেকে কেঁদে চলা মানুষটাকে এতবছর পর একটা ডাইরির লেখাকে ভিত্তি করে সন্দেহ করতে না। এভাবে নাটকীয়ভাবে আমাদের কে কাঠগড়ায় তুলতে না। বরং সোজাসুজি জিজ্ঞেস করতে ডাইরিটার ব্যাপারে। কিন্তু তোমরা তা করোনি। করেছ কি? বরং উল্টে নিজের বাবা-মায়ের চরিত্রকে সন্দেহ করেছ! মানছি আশ্রয়ের খোঁজে মানুষটাকে আমি মুহূর্তের জন্য দুর্বল করে তুলেছিলাম ঠিকই। কিন্তু মানুষটাকে একবারের জন্যেও কালিমালিপ্ত করিনি আমি। যেটা তোমরা আজ প্রকারান্তরে করলে! ঊর্মির কাছে সবটা জানাজানি হবার পরেও সব দোষ আমি নিজে মাথা পেতে নিলেও যার দিকে অভিযোগের একটা আঙুলও তুলতে দিইনি। সেই মানুষটার চরিত্র নিয়ে আজ তারই সন্তান সন্দেহপ্রকাশ করছে। এত সংঘর্ষের পর যে মানুষটা তোমাকে নিজের আদর্শ, শিক্ষায় মানুষ করে তুলল, এতটা আঘাত বোধহয় তার প্রাপ্য ছিল না। আজ যেটা তোমরা করলে সেটা ও ডিজার্ভ করতো না।"
কথাগুলো বলতে বলতে রজতাভর গলাটা হাল্কা ধরে এলেও তাতে একটা প্রচ্ছন্ন অভিমানের সুর ধরা পড়ে। সুজাতার দেহটা কান্নার দমকে কেঁপে ওঠে আবার। ঐশী সুজাতাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলেও ওর দু গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। অভীক স্থির হয়ে মেঝেতে দৃষ্টি রেখে বসে থাকে কিছুক্ষণ। তারপর উঠে ধীরপায়ে হাটতে হাটতে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর সুজাতাকে নিয়ে ঐশীও চলে যায় সুজাতার ঘরে। রজতাভ বৈঠকখানায় বসে থাকেন একা।
- আর মাত্র আধ ঘন্টা!
- সাড়ে এগারোটা বেজে গেছে?
- উহু! এগারোটা পঁচিশ।
- ডাক্তার তো বলল সাড়ে বারোটায় অপারেশন করবে!
- হুম! তবে তোকে ওটিতে নিয়ে যাবে বারোটার দিকে।
- এত আগে কেন?
- কি জানি? কি সব প্রসিডিওর আছে বলল।
- বাপি কোথায়?
- বাইরে বসে আছেন। যা হাবভাব বুঝলাম তোর চেয়ে বেশী টেনশনে তো উনি পড়ে গেছেন।
- মানে?
- মানেটা হল আমার শ্বশুরমশাই এমন প্যানিকড হয়ে আছেন যেন ওনার মেয়ের নয় ওনারই সিজার হবে।
- ধ্যাত! কিসব আলফাল বকছিস?লাথি মারবো হারামী!
- বিশ্বাস না হলে ভেতরে ডাকছি ওনাকে। নিজেই দেখে নে।
- ইস! বাপি সবসময় এরকম টেনসড ফিল করে।
- ওনার আর কি দোষ বল? মেয়ে যদি প্রেগনেন্ট হবার পরেও এরম ধিঙ্গিপনা চালিয়ে যায়। তাহলে বাবার চিন্তা বেড়েই যায়।
- বটে? একবার এখান থেকে বেরোই,তারপর তোকে দেখাব ধিঙ্গিপনা কাকে বলে?
- ঐ দেখো আবার রেগে যাচ্ছে!
- রাগব না? সালা একে টেনশন হচ্ছে কি হবে না হবে তার উপর তুই আমাকে ইরিটেট করছিস!
- আচ্ছা ঠিক আছে আর করব না।
বলে কান ধরে অভীক। অভীকের কাণ্ড দেখে ফিক করে হেসে ফেলে ঐশী। অভীক ঐশীর একটা হাত ধরে বলে,“ একটা কথা বলবি?”
ঐশী অভীকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে,“কী?”
- তুই রেডি তো? মানে ভয় করছে না তো?
- একটু যে ভয় করছে না তা নয়। তবে ওটুকু চলে। তা অভীকবাবুর কি মনে হয়? কে আসতে চলেছে? জুনিয়র অভীক না জুনিয়র ঐশ্বর্য?
- যেই আসুক। দুজনকেই স্বাগত জানানো হবে। ঐশী...
- কী?
- কিছু না। থ্যাঙ্ক ইউ ফর এভরিথিং! দাঁড়া তোর বাপিকে ভেতরে পাঠাচ্ছি। নাহলে উনি টেনশনে টেনশনে পাগল হয়ে যাবেন।
বলে ঐশীর কপালে একটা চুমু খেয়ে কেবিন থেকে বেড়িয়ে আসে অভীক। ততক্ষণে কেবিনের বাইরেও আরেক নাটকের সৃষ্টি হয়েছে। কেবিনের বাইরে বেঞ্চে বসে আছেন সুজাতা। আঁচলে মুখ চাপা দিয়ে হাসি লুকিয়ে রজতাভকে দেখছেন। আর রজতাভ কেবিনের বাইরে ক্রমাগত পায়চারী করে যাচ্ছেন। সুজাতা একসময় থাকতে না পেরে বলে ফেললেন, “একটু শান্ত হয়ে বসুন তো রজতদা। এত চিন্তা করলে হয়? এসব অভিকে মানায়। আপনাকে নয়। আপনাকে দেখে মনে হচ্ছে যেন অভি নয় আপনি বাবা হতে চলেছেন।”
রজতাভ পায়চারী করতে করতে বলে ওঠেন, “তুমি বুঝবে না সুজাতা! বাবা হবার কি জ্বালা! এত বড়ো অপারেশন হতে চলেছে মেয়েটার। না জানি কি হতে চলেছে! নির্ঘাত ভয় পাচ্ছে মেয়েটা। বাবা হয়ে চিন্তা হবে না?”
সুজাতা হেসে বলেন, “সব ঠিক হয়ে যাবে রজতদা। আমিও তো সন্তানের জন্ম দিয়েছি নাকি? আপনি শান্ত হয়ে বসুন। আপনাকে এভাবে দেখলে তো ঐশী চিন্তায় পড়ে যাবে। ওকে অপারেশনের আগে হাসিখুশি আর টেনশন ফ্রি রাখতে হবে আমাদের।”
প্রত্যুত্তরে রজতাভ কিছু একটা বলতে যাচ্ছিলেন অভীককে কেবিন থেকে বেরোতে দেখে থেমে এগিয়ে যান।
- ঐশীর কি খবর? কি করছে? নেহাত ভয় পাচ্ছে তাই না?
- ভেতরে গিয়েই দেখে নিন।
বলে নির্বিকার মুখে সরে দাঁড়ায় অভীক। রজতাভ ঢুকে যান কেবিনে আর তার সাথে সাথে অভীক ফিক করে হেসে ফেলে। সুজাতাও আঁচল নামিয়ে হাসেন। অভীক হাসতে হাসতে মায়ের পাশে বসতেই সুজাতা জিজ্ঞেস করেন, “কি বুঝলি?”
- বুঝলাম মেয়ের থেকে মেয়ের বাবার চিন্তা অনেক বেশী।
- রজতদা চিরকাল এরকমই। সিরিয়াস বিষয় নিয়ে চিন্তা করবে না অথচ সামান্য বিষয় নিয়ে টেনশনে পড়ে যাবে। আরে এখন কি আর আগের মতো চিকিৎসা ব্যবস্থা আছে? এখন কত উন্নত হয়ে গেছে সব কিছু। এত চিন্তা করলে চলে?
বলতে বলতে হাসেন সুজাতা। অভীক মায়ের কাঁধে মাথা রাখে। সুজাতা হাত বাড়িয়ে দেন অভীকের মাথায়। সেদিনের ঘটনার পর পাঁচ বছর কেটে গেছে। সেদিন রজতাভর স্বীকারোক্তি পর অভীক সারারাত ঘুমোতে পারেনি। নিজের মাকে সন্দেহ করার অপরাধবোধ তাকে কুড়ে খাচ্ছিল। পরদিন সকালে সুজাতাদেবী ছেলেকে প্রাতরাশের জন্য ডাকতেই মাকে জড়িয়ে হাউহাউ করে কেঁদেছিল অভীক। মা-ছেলের সেই মানভঞ্জনের দৃশ্য দেখে রজতাভ বুঝেছিলেন এতদিনে তার শাপমোচন ঘটেছে। তারপর বিগত পাঁচবছরে অভীক নিজের পায়ে দাঁড়িয়েছে। নিজের সাথে সাথে সুজাতা আর রজতাভর দায়িত্বও সে নিয়েছে। চাকরি থেকে অবসর নেওয়ার পর এখন ওরা চারজন একসাথেই থাকেন। সুজাতার মনে আছে তিনি যখন রজতাভকে ঐশীর মা হওয়ার খবর দিয়েছিলেন রজতাভ বাচ্চাদের মতো হাউহাউ করে কাঁদছিলেন। তারপর থেকে ঐশীর যাবতীয় যত্ন দুজনে মিলে করে এসেছেন। আজ ঐশীর ডেলিভারি ডেট পড়েছে। ডাক্তারবাবু নর্মাল এবং সিজারিয়ান দুটো অপশনই দিয়েছিলেন। ঐশীর যাতে কষ্ট না হয় তাই রজতাভরা সিজারিয়ান ডেলিভারি বেছে নিয়েছেন। আর শেষ মুহূর্তে এসে রজতাভর চিন্তা আরো বেড়ে গেছে এই ভেবে যে অপারেশন ঠিকঠাক হবে কিনা? সুজাতা যতই বোঝাবার চেষ্টা করছেন রজতাভ ততটাই অবুঝ হয়ে উঠছেন।
ঠিক বারোটার একটু আগে নার্সিংহোমের স্টাফরা ঐশীকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। রজতাভ ঐশীর পিছু পিছু কিছুদুর যাবার পর থেমে গেলেন। তারপর শুরু হল সকলের এক অনন্ত প্রতিক্ষা। ঘড়ির কাঁটা যেন কিছুতেই ঘুড়তে চায় না। রজতাভ ঠায় দাঁড়িয়ে রইলেন অপারেশন থিয়েটারের সামনে। বেশ কয়েকঘন্টা কেটে যাবার পর নার্স বেরিয়ে এসে জানালেন অপারেশন সাকসেসফুল। ঐশীর ছেলে হয়েছে। মা আর সন্তান দুজনেই সুস্থ। কিছুক্ষণ পর ঐশীকে কেবিনে নিয়ে যাওয়া হবে।
খবরটা শোনার পর অভীক একটা দীর্ঘশ্বাস ফেলে হাসে। সুজাতা দুটো হাত জড়ো করে কপালে ঠেকিয়ে ঈশ্বরের কাছে ধন্যবাদ জানান। আর রজতাভ থরথর করে কাঁপতে কাঁপতে বেঞ্চে বসে পড়েন তারপর দুহাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করেন।
(আগামী পর্বে সমাপ্য)
রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
অস্তরাগ দ্বাবিংশতম পর্ব
এই পর্যন্ত বলে সিগারে শেষ টান দিয়ে চায়ের কাপে গুঁজে সোনার ব্যাকরেস্টে হেলান দেন রজতাভ। সুজাতা মুখে হাত দিয়ে বসে থাকেন। পাশে ঐশী সুজাতাকে জড়িয়ে ধরে বসে থাকেন। কাপে থাকা সিগারটা থেকে তখনও সদ্য ধোঁয়া উঠছে। সেই ধোঁয়ার দিকে তাকিয়ে বুঁজে আসা গলায় অভীক বলে ওঠে, “তারপর?”
অভীকের দিকে তাকিয়ে ম্লান হাসেন রজতাভ, “তারপর আর কি?বিকেলের মধ্যে আমার জ্বর সেরে গেল! আরো চারদিন সেখানে থেকে ফিরে এলাম আমরা। তবে ফেরার সময় জানলাম আমরা একা নই। এই পৃথিবীতে আমার মতো আরেকজন আছে। যে সুখী না হয়েও সুখী থাকার অভিনয় করে চলেছে। অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। বিশ্বাস করো সেদিন সুজাতার আশ্বাসে আমার মনোবল অনেক বেড়ে গেল। আমি আবার সাহস পেলাম ঊর্মিকে ফিরিয়ে আনার। কাজিরাঙ্গা থেকে ফেরার পর প্রতি রবিবার সুজাতাদের ফোন করতাম আমরা। ঊর্মির সাথে অনবরত কথা বলত সুজাতা। সেখানে আমি কয়েকটা কথা বলেই দায় সাড়তাম। সুজাতার সাথে আমার কথা হত অন্যপথে। তখনকার দিনে এই হোয়াটসঅ্যাপ,মেসেঞ্জার ছিল না। ছিল চিঠি, পোষ্টকার্ড। সুজাতার সাথে প্রতি মাসে আমি চিঠিতে কথা বলতাম। রোজকার প্রগ্রেস, মনের ভাব লিখে রাখতাম কাগজে তারপর সেটা পাঠাতাম ওকে। সুজাতাও তাই করত। অবশেষে আমার তপস্যা সফল হল। ঊর্মিকে ফেরাতে পারলাম আমি। আমাদের জীবন আগের মতোই চলতে লাগল। তারপর একদিন ঊর্মি জানাল ঐশীর খবর। সেদিন আমার কি আনন্দ হয়েছিল বলে বোঝানো অসম্ভব। সেদিন রাতেই চিঠি লিখেছিলাম আমি। সুজাতাকে জানিয়েছিলাম খবরটা। তারপর সেটাকে পরদিন ডাকে ফেলে দিয়েছিলাম। সেই আমার পাঠানো শেষ চিঠি।”
"তখন ঊর্মি পূর্ণগর্ভা। ডাক্তারবাবু ডেট দিয়েছেন ১১ই ডিসেম্বর। আমরা ঐশীর আগমনের প্রহর গুনছি। ঊর্মির ইচ্ছে একটা মেয়ে হোক। আমি চাইছি একটা ছেলে। ঠিক করেছি মেয়ে হলে নাম দেব ঐশ্বর্য। ছেলে হলে নাম হবে অজয়। দুজনে বাজি রেখেছি এ নিয়ে। মোট কথা যে দাম্পত্য সুখ থেকে মাঝের কটা বছর বঞ্চিত ছিলাম ঊর্মি সেই সুখে ভরিয়ে দিয়েছে আমাকে। সুখের সাগরে ভাসছি দুজনে। এমন সময় চিঠিটা এসে পৌঁছল ঊর্মির হাতে। সেদিন ছিল ৯ ডিসেম্বর। দুদিন পর বিকেলে ঊর্মিকে হাসপাতালে অ্যাডমিট করার কথা। সেদিন সকালেই ঘটল ঘটনাটা।
কলিং বেলটা বাজাতেই ঊর্মি দরজা খুলে দিয়ে চলে গেল ড্রয়িংরুমে। রান্নাঘরে ঢুকে বাজারের ব্যাগ থেকে মাছের প্লাস্টিকটা বের করে সিঙ্কে রাখল রজতাভ। তারপর জামার হাতা গুটিয়ে শুরু করল মাছ ধোয়া। মাছটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করতে করতে রজতাভ শুনতে পেল কলিংবেলের শব্দ। মাছটাকে ম্যারিনেট করে হাত ধুয়ে রজতাভ রান্নাঘর থেকে বেরিয়ে দেখল ঊর্মি ড্রয়িংরুমে দাঁড়িয়ে আছে। ওর হাতে ধরা একাধিক কাগজ আর একটা চিঠির খাম। খামটা খুলে ঊর্মি ততক্ষণে চিঠিটা পড়া শুরু করেছে।
চিঠির খামটা দেখা মাত্র রজতাভ থমকে গেল। রজতাভ বুঝতে পারল ও ধরা পড়ে গেছে। আর কোনো উপায় নেই। সে চোখ বুঁজে বসে পড়ল সোফায়। ঊর্মি চিঠিটা শেষ করে স্থিরদৃষ্টিতে তাকাল রজতাভর দিকে। তারপর থমথমে গলায় জিজ্ঞেস করল, “এটা কী?”
বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন রজতাভ। তারপর সিগারে আরেকটা টান দিয়ে বললেন, “রাগের মাথায় সেদিন আমাকে যা নয় তা বলে যেতে লাগল ঊর্মি। সুজাতাকে নিয়ে অজস্র নোংরা কথায় বিঁধতে লাগল আমাকে। আমি ওকে পাগলের মতো বোঝাতে চাইলাম। কিন্তু ও বুঝল না। যা নয় তা বলতে লাগল সুজাতার নামে। ক্রমে আমারও ধৈর্য্য কমে আসছিল। শেষে আমিও জড়িয়ে পড়লাম তর্কে। কথাকাটি ক্রমশ বাড়তে লাগল। শেষে বাধ্য হয়ে থাকতে না পেরে এত বছর যা করিনি তাই করে বসলাম আমি! হিতাহিত ভুলে ঊর্মির গায়ে হাত তুললাম আমি!”
বলতে বলতে রজতাভর গলা ধরে আসে। কথা বলা থামিয়ে মাখা নত করে তিনি বসে থাকেন কিছুক্ষণ। তারপর একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করেন, “তখন বুঝতে পারিনি চড়টা এত জোরে লেগে যাবে। চড়টা মারার সাথে সাথেই সম্বিত ফিরে আসতেই বুঝতে পারলাম কি ভুলটাই না করেছি আমি। চড় খেয়ে ঊর্মি গালে হাত দিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। আমি নতজানু হয়ে বসে ওকে জড়িয়ে ধরলাম। ঊর্মি প্রাণপণে আমাকে বাধা দিতে চাইলেও পারল না। কিল, ঘুষি, চড়, আচড় কিছুই বাদ গেল না। কিন্তু আমি ওকে কিছুতেই ছাড়লাম না। অনেক সংঘর্ষের পর এক সময় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল ঊর্মি। তারপর আমাকে আকড়ে ধরে হাউহাউ করে কাঁদতে লাগল। আমি চুপ করে ওকে জড়িয়ে ধরে বসে রইলাম অনেকক্ষণ।”
বলে সিগারে শেষ টান দিয়ে কাপে অবশিষ্টাংশটা গুঁজে রজতাভ বললেন, “ সেদিনের পর দুদিন আমরা পরস্পরের সাথে প্রয়োজন ছাড়া আর কোনো কথা বলিনি। বা বলা ভালো ঊর্মিই আমার সাথে কোনো কথা বলতে চায়নি। ঐ দুটো দিন পাগলের মতো ওর কাছে মাথা কুটেছি। ওর সাথে কথা বলার, আমার মতটা জানানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু ঊর্মি আমাকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগও দেয়নি। বরং একটা মিথ্যে অভিমানে আমাকে আবার দূরে সরিয়ে দিয়েছিল। ওকে আমি আর বোঝাতে পারিনি যে সুজাতা আর আমার মধ্যে কোনো অবৈধ্য সম্পর্ক নেই। আমাদের মধ্যে যেটা আছে সেটা নিখাদ বন্ধুত্ব ছাড়া আর কিছু নয়। সেই মিথ্যে অভিমানেই ঐশীকে জন্ম দিয়ে সেপ্টিসেমিয়ায় সাতদিনের মাথায় আমাকে একা রেখে চলে গেল ঊর্মি। আর সেই খবরটা জানার পর সুজাতাও সব সম্পর্ক ছিন্ন করে অজ্ঞাতবাসে চলে গেল। এই পৃথিবীতে আমি একেবারে একা হয়ে গেলাম। একবার মনে হয়েছিল নিজেকে শেষ করে দিই। চিরতরে এই পৃথিবী থেকে মুছে দিই রজতাভ মজুমদারকে কিন্তু পারলাম না। ঐ যে সুজাতার পাশে বসে আছে মেয়েটা, ওই আমাকে শেষ হয়ে যেতে দিল না। আমাকে বাঁচার নতুন পথ দেখাল। মেয়েটাকে নিয়ে নতুন করে জীবন শুরু করলাম আমি।”
ঐশীর দিকে তাকিয়ে কথাগুলো বলে মৃদু হাসলেন রজতাভ। ঐশী ততক্ষণে সুজাতাকে জড়িয়ে পাথরের মতো বসে আছে। দু গাল বেয়ে বেড়িয়ে আসছে অশ্রুধারা। অভীকের চোখও জলশূন্য নেই। কিছুক্ষণ পর ধরা গলায় অভীক জিজ্ঞেস করল, “তারপর?”
রজতাভ অভীকের দিকে তাকিয়ে হেসে বললেন, “তারপর আর কি? বাপ-মেয়েতে নতুন করে জীবনযাপন শুরু করলাম। ঊর্মির মারা যাবার তেরোদিন পর পারলৌকিক কাজ সেরে ঠিক করলাম যে কারনে ঊর্মি আমার উপর অভিমান করে চলে গেছে সেই স্মৃতিস্বরূপ চিঠিগুলোর কোনো চিহ্ন আমি রাখবো না। সুজাতা যখন নিজেই সব সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছে তখন আমিও আর কোনো সম্পর্ক রাখবো না। ঠিক করলাম সুজাতাদের সাথে থাকা আমাদের সব স্মৃতি মুছে দেব। সেই মতো একদিন আমাদের সব ছবি, চিঠি খুঁজে বের করে পুড়িয়ে দিলাম আমি। শুধু পোড়ালাম না ঊর্মির ডাইরিগুলো। কারন ওগুলো ছিল আমার ঊর্মির শেষ স্মৃতি। ঠিক করলাম যে ডাইরির পাতায় সুজাতার উল্লেখ থাকবে সেই পাতাগুলো বাদ দিয়ে ডাইরিগুলো তুলে দেবো ঐশীর হাতে। আমাদের জীবনে যে সুজাতাদের কোনো অস্তিত্ব ছিল তা কিছুতেই জানতে দেব না ঐশীকে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। নিয়তি আবার আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। যেকারনে আমি আর সুজাতা পরস্পরের থেকে দুরে সরে গিয়েছিলাম ঠিক সেই কারনে আমরা পরস্পরের সামনে চলে এলাম। আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের অতীতের ছায়া তোমাদের উপর না পড়ুক। অথচ দেখো ঠিক তাই হল। তোমাদের চারহাত এক হয়ে গেল। ঊর্মির এই ডাইরিটা তোমরা কোথা থেকে পেলে জানি না। কিন্তু ডাইরি পড়ে তোমরা যতটুকু জেনেছ তা অর্ধেক সত্যি। বাকিটুকু শোনার পরেও যদি তোমাদের মনে হয় আমরা অপরাধী তাহলে তোমরা যা শাস্তি দেবে মাথা পেতে নেব। শুধু দুটো কথাই বলার আছে। প্রথমত ঐ মানুষটার সাথে আমার কোনো অবৈধ্য সম্পর্ক নেই। কোনো কালেই ছিল না। যা ছিল তা সম্পূর্ণ বন্ধুত্বের সম্পর্ক। আর এই সম্পর্ককে যদি তোমরা নোংরা মনে করো তাহলে আমার কিছু করার নেই। কিন্তু ঐ মানুষটাকে তোমরা কিছু বলো না। ঐ মানুষটার কোনো দোষ নেই। ও সম্পূর্ণ নির্দোষ।”
(চলবে...)
বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
অস্তরাগ একবিংশতম পর্ব
(পাঠকের সুবিধার্থে খেই ধরিয়ে দেওয়ার জন্য আগের পর্বের কিছু অংশ তুলে দেওয়া হল।)
রজতাভ বিরক্তিতে ভরা গলায় বলে, “দরকার নেই! আমার আর খিদে নেই!”
- সে তোমার নাই থাকতে পারে। কিন্তু আমার আছে। সকালে এক জোড়া পাউরুটি ছাড়া আর কিছু জোটেনি। আর দুপুরের কথা তো ছেড়েই দিলাম। অগত্যা ক্ষুন্নিবৃত্তির জন্য কিছু তো খেতে হবে! তাই আমি যাচ্ছি আমার জন্য ডিমটোস্ট বানাতে। তুমি বরং তোমার জামাটা পাল্টে নাও। ভাতে-ডালে মাখামাখি হয়ে গেছে। আমি চললাম।
বলে ট্রে হাতে সুজাতা চলে যায় রান্নাঘরে। কিছুক্ষণ পর সুজাতা যখন আবার ট্রে সাজিয়ে ফিরল ততক্ষণে রজতাভ পোশাক পাল্টে বিছানায় শুয়ে পড়েছে। ট্রে-টা খাটের পাশে রেখে চেয়ারে বসে সুজাতা খেতে শুরু করল। শব্দ শুনে রজতাভ পিছন ফিরে সুজাতাকে দেখে জিজ্ঞেস করল, “কি ব্যাপার? এ ঘরে বসে খাচ্ছ যে?”
- উপায় কী বলো রজতদা? ঊর্মি যে একটা বাচ্চা ছেলের দায়িত্ব দিয়ে গেছে। চোখের আড়াল করলে যদি আবার কিছু করে বসে!তাই চোখে চোখে রাখতে হচ্ছে।
- উফ সুজাতা তুমি থামবে!
- যতক্ষণ তোমার এই ছেলেমানুষি না থামছে ততক্ষণ পর্যন্ত তো কোনো প্রশ্নই ওঠে না!
- সুজাতা!
- ভদ্রমহিলার এককথা! মিছিমিছি জেদ করে লাভ নেই! এতে তোমারই ক্ষতি। ঊর্মি বড় ভালো মেয়ে রজতদা।
- ওকে বুঝিয়ে লাভ নেই সুজাতা! ও বুঝবে না। বরং তোমাকেও ভুল বুঝে বসবে।
রজতাভ চোখ থেকে হাত নামিয়ে তাকায় দরজার দিকে। সুজাতা এগিয়ে এসে বিছানায় বসে।
- কিছু ভুল বুঝবে না। আমি আছি তো! আমি ঠিক বুঝিয়ে বলব। তবে তার আগে জানতে চাই এই বন্ধুত্বের সম্পর্কে তুমি রাজি কিনা?
- রাজি যদি না হতাম তাহলে এতক্ষণে অনেক কিছুই করতে পারতাম সুজাতা। তুমি কিছু করতে পারতে না। এই গোটা বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। আর এই দুর্যোগে চিৎকার করলেও কেউ আসবে না। চাইলে আমি জোর করে অনেক কিছুই করতে পারতাম। তুমি যা ভেবেছ তা করতেও আমাকে কেউ আটকাতে পারতো না। কিন্তু তা আমি করিনি কেন জানো? আমার ভালোবাসার স্পর্শ, মনের দোসরের প্রয়োজন হলেও এতটাও চরিত্রহীন হয়ে উঠিনি যে আমার স্ত্রীর সহোদরা না হলেও বোনের চেয়ে কম নয় এমন স্ত্রীকে নিজের অঙ্কশায়িনী করবো। এতে যেমন বিশ্বাসঘাতকতা করা হবে, তেমনই একাধিক সম্পর্ক নষ্ট হবে। নিজের চোখে আমি ছোটো হয়ে যাব। তুমি কি ভেবেছিলে? মুহূর্তের সুযোগ নিয়ে আমি তোমার কাছে আশ্রয় চাওয়ার নামে…ছিঃ! তুমি আমাকে এতদিনে এই চিনলে সুজাতা? তুমি আমাকে দাদা ডাকো। এতটুকু বিশ্বাস নেই দাদার উপর? মেজর রজতাভ মজুমদারের চরিত্র অতোটাও নীচু নয় যে ঊর্মিকে ভালোবাসা সত্ত্বেও অন্য নারীর কাছে আশ্রয় চাইবে। তার সাথে শারীরিকভাবে… ছিঃ! তুমি আমাকে এত নীচ ভাবতে পারলে?
- না মানে আমি ওভাবে মিন করতে চাইনি। কিন্তু পুরুষজাতটাকে আমি হাড়ে হাড়ে চিনি তো!
- বটে? তা এখন পর্যন্ত কটা পুরুষের সাথে সাক্ষাত হয়েছে শুনি? আমি তো জানতাম তুমি দুজনকেই চেন। নাকি ভেতর ভেতর আরো অনুরাগী আছে?
- ইস! তোমার মুখে কি কিছু আটকায় না?
- এই রাগ করলে নাকি? আমি কিন্তু মজা করছিলাম।
- তা রাগ করবো না? তখন থেকে আমার স্বামীর নামে যা নয় তা বলে চলেছ। এমনকি আমাকে আরেকটু হলে বিশ্বাসঘাতিনীতে পরিণত করতে। রাগ করার কারণ হিসেবে কম কী?
- সে তো এমনি এমনি বলছিলাম। কিন্তু বিশ্বাস করো আমি কোনো নোংরা ইঙ্গিত করিনি। আমি শুধু তোমার কষ্টটা ভাগ করে নিতে চেয়েছি। এক বন্ধুর মতো।
- সে কারণেই তো প্রস্তাবটা দিলাম। নাহলে সোজা কমপ্লেন করতাম ঊর্মির কাছে। ইস! আবার বাচ্চাদের মতো গোঁসা করেছে!
- ইচ্ছে করে করেছি নাকি? করেছি তো অভিমানে।
- ইস! আবার অভিমান করা হয়েছে! স্বামী-স্ত্রীর মধ্যে ওরকম একটু-আধটু ঝামেলা হয়। সেটাকে নিজেদের মধ্যে মিটিয়ে নিতে হয়। আমাকেই দেখো। তথাগতর সাথে রোজ অ্যাডজাস্ট করি আমি। সংসার মানে এক বিছানায় শোয়া, একছাদের নিচে একসাথে থাকা বা একে অপরের দায়িত্ব নেওয়া নয়! সংসার মানে হল অ্যাডজাস্টমেন্ট। কথাটা নাটকীয় শোনালেও হাড়ে হাড়ে সত্যি। আর এটা একপাক্ষিক নয়। দুই দিক থেকেই চাই। মানছি একটা মানুষ যতই কঠোর হোক না কেন দিনের শেষে তারও একটা আশ্রয়ের প্রয়োজন হয়। কিন্তু তার মানে এই নয় সে ঘরের মানুষটাকে ছেড়ে বাইরে আশ্রয় খুঁজে বেড়াবে। সেটা উচিতও নয়। প্রয়োজনে সেই মানুষটাকে বোঝাতে হবে! তাকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে ভুলটা কোথায়?
- তোমার কি মনে হয়? ঊর্মি বুঝবে?
- বুঝতে হবে! এবং সেটা তুমিই বোঝাবে।
রজতাভ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, “বুঝলাম!”
“কি বুঝলে?” সুজাতা তাকায় রজতাভর দিকে। রজতাভ হেসে বলে, “বড়ো সড়ো ঝামেলা বাঁধতে চলেছে। যাকগে একটা কথা ছিল।”
- কী?
- ঝামেলা লাগার আগে একটু শক্তির প্রয়োজন। কারন ঊর্মিকে সামলানো ভীষণ চাপের। তাই বলছিলাম যে একটু খাবার হলে মন্দ হত না।
- থাক! ঢের অভিনয় হয়েছে। আমি জানতাম তুমি কথাটা তুলবে। তাই তোমার ভাগের খাবারটাও বানিয়েছিলাম। নিয়ে আসছি সেটা। চুপচাপ খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করো।
বলে রান্নাঘর থেকে খাবারের প্লেটটা নিয়ে এনে রজতাভর হাতে ধরিয়ে দেয় সুজাতা। তারপর দুজনে খেতে বসে। সুজাতা দেখে রজতাভ গোগ্রাসে খাচ্ছে। দেখে বোঝাই যাচ্ছে ভীষণ ক্ষুধার্ত ও। প্লেটে থাকা পাউরুটি চিবোতে চিবোতে রজতাভর খাওয়া দেখতে থাকে সুজাতা।
খাওয়া শেষ হলে প্লেট দুটো নিয়ে সুজাতা ঘরের বাইরে বেরোতে যাবে এমন সময় ঝপ করে ঘরের আলো নিভে যায় আর তার সাথে সাথে গোটা বাংলো কেঁপে ওঠে বাজের শব্দে, তারপর মুষলধারে বৃষ্টি নামে। আলো নিভে যাওয়ার সময় সুজাতা থমকে গেলেও বাজের শব্দে চমকে ওঠে। রজতাভ সঙ্গে সঙ্গে বিছানার পাশে থাকা পকেট টর্চ বের করে জ্বালিয়ে চিৎকার করে ডাকে, “সুজাতা?”
সুজাতা নিজেকে সামলে নিয়ে বলে, “আমি ঠিক আছি রজতদা। তুমি শান্ত হয়ে বসো। বিছানা থেকে নামবে না। এদিকে এরকমই হয়। একটু বাজ পড়লে, বা বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। এক কাজ করো, টর্চটা আমায় দাও। আমি প্লেটগুলো রেখে জেনারেটরের সুইচটা অন করে আসছি।”
রজতাভ টর্চ হাতে বিছানা থেকে নেমে বলে, “তুমি একা পারবে না। চলো আমি তোমাকে আলো দেখিয়ে দিচ্ছি।” সুজাতা মাথা নাড়ে, “একদম না! তুমি বিশ্রাম করো। আমি যাচ্ছি।”
- বললাম তো একহাতে প্লেট নিয়ে তুমি পারবে না। চলো আমিও যাচ্ছি তোমার সাথে। এখন আর অতো দুর্বল লাগছে না আমার।
- কোনো দরকার নেই! আমি পারবো। তুমি টর্চটা দাও।
রজতাভ সুজাতার কথায় পাত্তা না দিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। সুজাতা রজতাভর পেছন পেছন বেরিয়ে আসে ঘর থেকে। তারপর রান্নাঘরে গিয়ে খাবার প্লেটগুলো সিঙ্কে রেখে হাত ধুয়ে বেরিয়ে আসে সুজাতা। তারপর এগিয়ে যায় ড্রয়িংরুমের এককোণের দিকে। রজতাভ টর্চের আলো দিয়ে পথ দেখায় তাকে। ড্রয়িংরুমের এককোণে সুইচবোর্ডের সামনে এসে দাঁড়ায় সুজাতা। তারপর সুইচবোর্ডের পাশে থাকা একটা লিভারে হ্যাচকা টান দেয়। কিন্তু লিভার নামাতে পারে না। বেশ কয়েকবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে সুজাতা সরে দাঁড়ালে হাল ধরে রজতাভ। সুজাতা টর্চের আলো দেখায়। বেশ কয়েকটা হ্যাচকা টান দিতে গিয়ে সে বোঝে সুইচটা কোথাও জ্যাম হয়ে গেছে। রজতাভ তাও হাল ছাড়ে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লিভারটা নামিয়ে দিতেই ড্রয়িংরুমের আলোটা জ্বলে ওঠে।
আলোটা জ্বলে ওঠামাত্র কলিংবেল সশব্দে বেজে ওঠে। সুজাতা এক ছুটে দরজাটা খোলামাত্র তথাগতরা প্রবেশ করে ঘরের ভেতর। দুজনেই প্রায় কাকভেজা হয়ে ঘরে ঢুকেছে। রজতাভ ড্রয়িংরুমের সোফায় বসে ওদের দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, “ইস! দুজনে একেবারে ভিজে চিপ্পুস হয়ে গেছো দেখছি! কি দরকার ছিল এই ঝড়বৃষ্টি মাথায় করে ফেরার? কোথাও একটু থেমে যেতে পারতে!”
সুজাতা দরজা আটকে দৌড়ে দুজনকে তোয়ালে এগিয়ে দেয়। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে দুজনে যে যার ঘরের ভেতর ঢুকে যায়। তথাগত পোশাক পাল্টে ড্রয়িংরুমে সোফায় বসে সিগারেট ধরিয়ে বলে,
- আর বোলো না! স্পটে পৌঁছে কিছুক্ষণ ঘোরার সাথে সাথে দেখি আকাশের কোণে মেঘ জমেছে। মেঘের ধরণ দেখেই বুঝেছি এ ভোগাবে! সঙ্গে সঙ্গে ঊর্মিকে তাড়া দিলাম। এখানে মাঝে মাঝে এরকম অকাল বর্ষণ ঘটে বুঝলে? এমনিতে তেমন ভোগায় না তবে যখন হয় নাস্তানাবুদ করে ছাড়ে। ওসব এখন বাদ দাও। আগে বলো শরীর কেমন আছে এখন?
সুজাতার দিকে একবার তাকিয়ে রজতাভ বলে,“একটু ভালো। সকালের সেই কাঁপুনিটা নেই। আর তোমার সু যা সেবা করেছে সেটাতেই একবেলায় উঠে বসেছি। আর বারান্দার দরজা খুলে বৃষ্টিতে জুলজুল চোখে ওয়াইল্ডলাইফ দেখেছি।
- ধুস! ওটা আবার দেখা হলো নাকি! আসল দেখা তো আমরা দেখলাম। তুমি জানো না কি মিস করলে তুমি।
- ও বাদ দাও! পরে আবার শরীর ঠিক থাকলে দেখব। তা ঊর্মির কি খবর?ও আনন্দ পেয়েছে?
- ওর থেকেই শুনে নাও! প্রথম প্রথম মনমরা ছিল ঠিকই তবে এখন দারুণ উপভোগ করছে চারদিক। ফেরার পথেই তো কত পশু দর্শন হল আমাদের! যাদের টাওয়ারে বসে দুরবীনে দেখার কথা তারা আজ ফেরার পথে গাড়ির আশেপাশে এসে দাঁড়িয়েছিল। বলতে গেলে একদম কাছ থেকে দেখা।
তথাগতর কথা চলাকালীন ঊর্মি পোশাক পাল্টে একটা হাউজকোট পরে ড্রয়িংরুমে ঢোকে। রজতাভর পাশের সোফায় বসে গায়ে হাত দিয়ে জ্বর বোঝার চেষ্টা করে তারপর সুজাতাকে জিজ্ঞেস করে, “ক্যালপল কটার দিকে দিয়েছিলি?”
সুজাতা হেসে বলে,“বাহ! এসেই গিন্নিপনা চালু! ওরে তোর বর অক্ষত আছে! ক্যালপল দিয়েছিলাম বারোটার দিকে। তারপর ঘুমিয়ে কাটিয়েছে সারাদিন।”
ঊর্মি সুজাতার কথায় পাত্তা না দিয়ে রজতাভকে জিজ্ঞেস করে, “কিছু খেয়েছ?”
রজতাভ সুজাতার দিকে আড়চোখে তাকিয়ে মনে মনে ফিক করে হেসে বলে, “এই মাত্র খেয়ে উঠলাম। ”
- কী খেলে?
- আমার কথা রাখো। তোমরা কিছু খেয়েছ? দেখে তো মনে হচ্ছে ব্রেকফাস্ট ছাড়া আর কিছু জোটেনি।
- আগে বলো কি খেলে?
রজতাভ ফিক করে হেসে বলে, “জ্বর মুখে ভাত-ডালে রুচি হচ্ছিল না বলে রাজকীয় ডিমটোষ্ট আর নুনছাড়া চিকেন স্টু গলাধঃকরণ করেছি। এবার তোমাদেরও যদি ভাত-ডালে রুচি না হয় তাহলে তোমরাও খেতে পারো। কি তথাগত? আপত্তি নেই তো?”
তথাগত চুপ করে রজতাভদের কার্যকলাপ দেখছিল। রজতাভর প্রশ্নে হেসে বলে, “না! তেমন আপত্তি নেই। এই অবেলায় খিদে মেটার মতো খাবার পেটে পড়লেই হল।”
তথাগতর কথা শুনে সুজাতা উঠে দাঁড়ায়। তারপর পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তথাগতদের জন্য ডিমটোষ্ট,আর চিকেন স্টু নিয়ে ডাইনিং টেবিলে রেখে ডাক দেয়। তথাগতরা ড্রয়িংরুম থেকে ডাইনিং টেবিলে এসে বসে। সুজাতা পরিবেশন করে দেয় দুজনকে। তারপর টেবিলে বসে।
টেবিলের এপাশ থেকে সুজাতা দেখে রজতাভ হাসিমুখে ঊর্মির সাথে গল্প করে চলেছে। সুজাতা অপলকে দেখতে থাকে রজতাভকে। কি অদ্ভুত মানুষ এই রজতাভ! এই একটু আগে এই মানুষটাকেই ঊর্মির থেকে মানসিকভাবে দুরে সরে যাওয়ার জন্য হাউ হাউ করে কাঁদতে দেখেছে সে। দাম্পত্যজীবনে সুখের খোঁজ হারিয়ে ফেলে উদভ্রান্তের মতো প্রলাপ বকতে দেখেছে সে। অথচ সেই মানুষটাই এখন স্ত্রীর সাথে খুনশুটি করে চলেছে। নিজে হাতে খাই সত্যি! রজতাভ দারুণ অভিনেতা। অবশ্য সেও বা অভিনয়ে কম কীসে? রোজ সেও যে একজন সুখী মানুষের চরিত্রে অভিনয় করে। রজতাভদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সুজাতা।
******
এই পর্যন্ত বলে সিগারে শেষ টান দিয়ে চায়ের কাপে গুঁজে সোনার ব্যাকরেস্টে হেলান দেন রজতাভ। সুজাতা মুখে হাত দিয়ে বসে থাকেন। পাশে ঐশী সুজাতাকে জড়িয়ে ধরে বসে থাকেন। কাপে থাকা সিগারটা থেকে তখনও সদ্য ধোঁয়া উঠছে। সেই ধোঁয়ার দিকে তাকিয়ে বুঁজে আসা গলায় অভীক বলে ওঠে, “তারপর?”
অভীকের দিকে তাকিয়ে ম্লান হাসেন রজতাভ, “তারপর আর কি?বিকেলের মধ্যে আমার জ্বর সেরে গেল! আরো চারদিন সেখানে থেকে ফিরে এলাম আমরা। তবে ফেরার সময় জানলাম আমরা একা নই। এই পৃথিবীতে আমার মতো আরেকজন আছে। যে সুখী না হয়েও সুখী থাকার অভিনয় করে চলেছে। অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। বিশ্বাস করো সেদিন সুজাতার আশ্বাসে আমার মনোবল অনেক বেড়ে গেল। আমি আবার সাহস পেলাম ঊর্মিকে ফিরিয়ে আনার। কাজিরাঙ্গা থেকে ফেরার পর প্রতি রবিবার সুজাতাদের ফোন করতাম আমরা। ঊর্মির সাথে অনবরত কথা বলত সুজাতা। সেখানে আমি কয়েকটা কথা বলেই দায় সাড়তাম। সুজাতার সাথে আমার কথা হত অন্যপথে। তখনকার দিনে এই হোয়াটসঅ্যাপ,মেসেঞ্জার ছিল না। ছিল চিঠি, পোষ্টকার্ড। সুজাতার সাথে প্রতি মাসে আমি চিঠিতে কথা বলতাম। রোজকার প্রগ্রেস, মনের ভাব লিখে রাখতাম কাগজে তারপর সেটা পাঠাতাম ওকে। সুজাতাও তাই করত। অবশেষে আমার তপস্যা সফল হল। ঊর্মিকে ফেরাতে পারলাম আমি। আমাদের জীবন আগের মতোই চলতে লাগল। তারপর একদিন ঊর্মি জানাল ঐশীর খবর। সেদিন আমার কি আনন্দ হয়েছিল বলে বোঝানো অসম্ভব। সেদিন রাতেই চিঠি লিখেছিলাম আমি। সুজাতাকে জানিয়েছিলাম খবরটা। তারপর সেটাকে পরদিন ডাকে ফেলে দিয়েছিলাম। সেই আমার পাঠানো শেষ চিঠি।”
“শেষ চিঠি কেন?” ঐশী বলে ওঠে। রজতাভ হেসে বলেন, “কথায় আছে শাক দিয়ে মাছ ঢাকার যতই চেষ্টা করো না কেন? একদিন না একদিন ধরা পড়বেই! সেদিন তাই হল। আমাদের এই চিঠি চালাচালি ধরা পড়ল। আর পড়বি তো পর একেবারে ঊর্মির হাতে।”
(চলবে...)
শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
অস্তরাগ বিংশতম পর্ব
রজতাভ কোনো সাড়া দিচ্ছে না দেখে সুজাতা একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় ডাইনিং রুমের দিকে। একটা প্লেটে নিজের খাবার বেড়ে নিয়ে খেতে শুরু করে। বাইরে মেঘের অন্ধকার আরো গাঢ় হয়েছে। ভাতের উপর ডাল ঢেলে ভালো করে মেখে প্রথম গ্রাস মুখে তোলে সুজাতা। আর প্রথম গ্রাস মুখে তোলামাত্র গা গুলিয়ে ওঠে তার। ইস! কী বাজে রান্না হয়েছে আজ! একেবারে মুখে তোলার অযোগ্য! অন্যদিন তো এরকম হয় না! মন দিয়েই সে রান্না করে। তবে আজ কেন এরকম হল? সব রজতদার জন্য! লোকটা ওকে এমন দুশ্চিন্তায় ফেলে দিল যে রান্নাটাও ঠিকঠাক করতে পারেনি সে। অন্যদিন রান্না অল্পবিস্তর খারাপ হলেও মুখে তোলা যায়। আজ তো একেবারেই মুখে দেওয়া যাচ্ছে না! ইস! মিছিমিছি এতগুলো খাবার নষ্ট! পরক্ষণেই চমকে ওঠে সুজাতা। এই রে! এই একই খাবার তো সে রজতাভকেও দিয়ে এসেছে! রজতাভ এই খাবার মুখে তুললে তো সর্বনাশ হয়ে যাবে! ভাবামাত্র উঠে দাঁড়ায় সুজাতা। তড়িঘড়ি হাত ধুয়ে ছুট লাগায় রজতাভদের ঘরের দিকে। ঘরের কাছাকাছি পৌঁছতেই শুনতে পায় কাঁচ ভাঙার শব্দ এবং তার সাথে ভেসে আসে রজতাভর কাশির শব্দ। ঠিক যেমন কেউ বিষম খেলে কাশে। সুজাতা একছুটে দৌড়ে এসে রজতাভদের ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখে দৃশ্যটা। রজতাভর গোটা জামা আর বিছানার সামনের মেঝে ভাত-ডাল তরকারীতে মাখামাখি হয়ে আছে। বিছানার পাশের টেবিলে একটা কাঁচের গ্লাসে জল রাখা ছিল। সেটা ভেঙে গিয়ে ছত্রাখান হয়ে গেছে। তার মাঝে রজতাভ বিছানায় বসে বিষম খেয়ে কেশেই চলেছে।
সুজাতা সঙ্গে সঙ্গে ফিরে আসে ডাইনিং রুমে। তৎক্ষণাৎ একটা গ্লাস আর জলের জগ নিয়ে ছুট লাগায় সে। ঘরে ঢুকে সাবধানে মেঝেতে ছড়ানো কাঁচের টুকরো পেরিয়ে গ্লাসে জল ভরে এগিয়ে দেয় রজতাভর দিকে রজতাভ হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে জল খেতে থাকে। সুজাতা বিষমটা কমানোর জন্য ফু দিতে থাকে রজতাভর মাথায়। কিছুটা জল খাবার পর রজতাভ শান্ত হয়। তারপর বলে, “ইস এত বাজে রান্না আমি বাপের জন্মে খাইনি! তরকারীতে এত নুন কে দেয়?”
- সরি! সরি! রজতদা বিশ্বাস করো। রান্নাটা এত বাজে হবে আমি ভাবতে পারিনি। আগে কোনোদিন এরকম হয়নি।
- নাকি ইচ্ছে করেই এরকম রান্না করেছ যাতে আমাকে শাস্তি দিতে পারো?
- একদমই না! রান্নার ব্যাপারে আমি যথেষ্ট সিরিয়াস থাকি রজতদা। খাবার নষ্ট করা তথাগত একদম পছন্দ করে না। সে কারনে রান্নার সময় আমাকে সবসময় সতর্ক থাকতে হয় যাতে সব কিছু পরিমাণগত হয়।
- তাহলে আজ এর ব্যতিক্রম হল কেন?
রজতাভর প্রশ্নের উত্তর না দিয়ে সুজাতা প্রসঙ্গ পাল্টে বলে, “গ্লাসটা ভাঙল কী করে?” রজতাভ সুজাতার দিকে কিছুক্ষণ অপলকে তাকিয়ে থাকে তারপর বলে, “জ্বরের মুখে ডাল দিয়ে ভাতটা বিস্বাদ লাগছিল বলে তরকারী দিয়ে মেখেছিলাম। কিন্তু সে গ্রাস মুখে তোলামাত্র মনে হল যেন পেটের ভাত বেরিয়ে আসবে। কাশতে কাশতে হাত বাড়িয়ে জলের গ্লাসটা নিতে যেতেই হাত ফস্কে পড়ে গেল।”
- কোনো মানে হয়? আমাকে ডাকলেই তো হত!
- কী লাভ হত? আর তুমি এলেই বা কী করতে? তাছাড়া তোমাকে আমি বিব্রত করতে চাইনি।
- তুমি আমার অতিথি রজতদা। তার উপর অসুস্থ। ঊর্মি তোমার দায়িত্ব আমার উপর দিয়ে গেছে।
- কোনো দরকার নেই আমার দায়িত্ব নেওয়ার। তাছাড়া ঊর্মিই বা কে তোমাকে দায়িত্ব দেওয়ার? আমি কি কোনো অমুল্য ধন বা দুগ্ধপোষ্য শিশু নাকি?
- তা তোমার হাবভাবে তো তাই মনে হচ্ছে। যেরকম শিশুর মতো অভিমান করছ সেটা তো একটা বাচ্চাকেই মানায়। আর নামতে হবে না। গোটা ঘরের মেঝেতে কাঁচের গুড়ো ছড়িয়ে আছে। নামলেন পায়ে ফুঁটে যাবে। চুপচাপ খাটে পা তুলে বসো।
বলে ঘরের এক কোণ থেকে ঝাড়ু বের করে আনে সুজাতা। কাঁচের গুড়োগুলোকে ঝাড় দিয়ে ঘরের এককোণে জড়ো করে ঝাড়ুটা রেখে দেয় যথাস্থানে। তারপর বিছানা থেকে খাবারের প্লেটের ট্রে-টা তুলে বলে, “এটা আর খেয়ে কাজ নেই। দাঁড়াও ফ্রিজে বোধহয় ডিম পাউরুটি আছে। চটপট ডিমটোস্ট বানিয়ে আনছি।”
রজতাভ বিরক্তিতে ভরা গলায় বলে, “দরকার নেই! আমার আর খিদে নেই!”
- সে তোমার নাই থাকতে পারে। কিন্তু আমার আছে। সকালে এক জোড়া পাউরুটি ছাড়া আর কিছু জোটেনি। আর দুপুরের কথা তো ছেড়েই দিলাম। অগত্যা ক্ষুন্নিবৃত্তির জন্য কিছু তো খেতে হবে! তাই আমি যাচ্ছি আমার জন্য ডিমটোস্ট বানাতে। তুমি বরং তোমার জামাটা পাল্টে নাও। ভাতে-ডালে মাখামাখি হয়ে গেছে। আমি চললাম।
বলে ট্রে হাতে সুজাতা চলে যায় রান্নাঘরে। কিছুক্ষণ পর সুজাতা যখন আবার ট্রে সাজিয়ে ফিরল ততক্ষণে রজতাভ পোশাক পাল্টে বিছানায় শুয়ে পড়েছে। ট্রে-টা খাটের পাশে রেখে চেয়ারে বসে সুজাতা খেতে শুরু করল। শব্দ শুনে রজতাভ পিছন ফিরে সুজাতাকে দেখে জিজ্ঞেস করল, “কি ব্যাপার? এ ঘরে বসে খাচ্ছ যে?”
- উপায় কী বলো রজতদা? ঊর্মি যে একটা বাচ্চা ছেলের দায়িত্ব দিয়ে গেছে। চোখের আড়াল করলে যদি আবার কিছু করে বসে!তাই চোখে চোখে রাখতে হচ্ছে।
- উফ সুজাতা তুমি থামবে!
- যতক্ষণ তোমার এই ছেলেমানুষি না থামছে ততক্ষণ পর্যন্ত তো কোনো প্রশ্নই ওঠে না!
- সুজাতা!
- ভদ্রমহিলার এককথা! মিছিমিছি জেদ করে লাভ নেই! এতে তোমারই ক্ষতি। ঊর্মি বড় ভালো মেয়ে রজতদা।
- ওকে বুঝিয়ে লাভ নেই সুজাতা! ও বুঝবে না। বরং তোমাকেও ভুল বুঝে বসবে।
রজতাভ চোখ থেকে হাত নামিয়ে তাকায় দরজার দিকে। সুজাতা এগিয়ে এসে বিছানায় বসে।
- কিছু ভুল বুঝবে না। আমি আছি তো! আমি ঠিক বুঝিয়ে বলব। তবে তার আগে জানতে চাই এই বন্ধুত্বের সম্পর্কে তুমি রাজি কিনা?
- রাজি যদি না হতাম তাহলে এতক্ষণে অনেক কিছুই করতে পারতাম সুজাতা। তুমি কিছু করতে পারতে না। এই গোটা বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। আর এই দুর্যোগে চিৎকার করলেও কেউ আসবে না। চাইলে আমি জোর করে অনেক কিছুই করতে পারতাম। তুমি যা ভেবেছ তা করতেও আমাকে কেউ আটকাতে পারতো না। কিন্তু তা আমি করিনি কেন জানো? আমার ভালোবাসার স্পর্শ, মনের দোসরের প্রয়োজন হলেও এতটাও চরিত্রহীন হয়ে উঠিনি যে আমার স্ত্রীর সহোদরা না হলেও বোনের চেয়ে কম নয় এমন স্ত্রীকে নিজের অঙ্কশায়িনী করবো। এতে যেমন বিশ্বাসঘাতকতা করা হবে, তেমনই একাধিক সম্পর্ক নষ্ট হবে। নিজের চোখে আমি ছোটো হয়ে যাব। তুমি কি ভেবেছিলে? মুহূর্তের সুযোগ নিয়ে আমি তোমার কাছে আশ্রয় চাওয়ার নামে…ছিঃ! তুমি আমাকে এতদিনে এই চিনলে সুজাতা? তুমি আমাকে দাদা ডাকো। এতটুকু বিশ্বাস নেই দাদার উপর? মেজর রজতাভ মজুমদারের চরিত্র অতোটাও নীচু নয় যে ঊর্মিকে ভালোবাসা সত্ত্বেও অন্য নারীর কাছে আশ্রয় চাইবে। তার সাথে শারীরিকভাবে… ছিঃ! তুমি আমাকে এত নীচ ভাবতে পারলে?
- না মানে আমি ওভাবে মিন করতে চাইনি। কিন্তু পুরুষজাতটাকে আমি হাড়ে হাড়ে চিনি তো!
- বটে? তা এখন পর্যন্ত কটা পুরুষের সাথে সাক্ষাত হয়েছে শুনি? আমি তো জানতাম তুমি দুজনকেই চেন। নাকি ভেতর ভেতর আরো অনুরাগী আছে?
- ইস! তোমার মুখে কি কিছু আটকায় না?
- এই রাগ করলে নাকি? আমি কিন্তু মজা করছিলাম।
- তা রাগ করবো না? তখন থেকে আমার স্বামীর নামে যা নয় তা বলে চলেছ। এমনকি আমাকে আরেকটু হলে বিশ্বাসঘাতিনীতে পরিণত করতে। রাগ করার কারণ হিসেবে কম কী?
- সে তো এমনি এমনি বলছিলাম। কিন্তু বিশ্বাস করো আমি কোনো নোংরা ইঙ্গিত করিনি। আমি শুধু তোমার কষ্টটা ভাগ করে নিতে চেয়েছি। এক বন্ধুর মতো।
- সে কারণেই তো প্রস্তাবটা দিলাম। নাহলে সোজা কমপ্লেন করতাম ঊর্মির কাছে। ইস! আবার বাচ্চাদের মতো গোঁসা করেছে!
- ইচ্ছে করে করেছি নাকি? করেছি তো অভিমানে।
- ইস! আবার অভিমান করা হয়েছে! স্বামী-স্ত্রীর মধ্যে ওরকম একটু-আধটু ঝামেলা হয়। সেটাকে নিজেদের মধ্যে মিটিয়ে নিতে হয়। আমাকেই দেখো। তথাগতর সাথে রোজ অ্যাডজাস্ট করি আমি। সংসার মানে এক বিছানায় শোয়া, একছাদের নিচে একসাথে থাকা বা একে অপরের দায়িত্ব নেওয়া নয়! সংসার মানে হল অ্যাডজাস্টমেন্ট। কথাটা নাটকীয় শোনালেও হাড়ে হাড়ে সত্যি। আর এটা একপাক্ষিক নয়। দুই দিক থেকেই চাই। মানছি একটা মানুষ যতই কঠোর হোক না কেন দিনের শেষে তারও একটা আশ্রয়ের প্রয়োজন হয়। কিন্তু তার মানে এই নয় সে ঘরের মানুষটাকে ছেড়ে বাইরে আশ্রয় খুঁজে বেড়াবে। সেটা উচিতও নয়। প্রয়োজনে সেই মানুষটাকে বোঝাতে হবে! তাকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে ভুলটা কোথায়?
- তোমার কি মনে হয়? ঊর্মি বুঝবে?
- বুঝতে হবে! এবং সেটা তুমিই বোঝাবে।
রজতাভ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, “বুঝলাম!”
“কি বুঝলে?” সুজাতা তাকায় রজতাভর দিকে। রজতাভ হেসে বলে, “বড়ো সড়ো ঝামেলা বাঁধতে চলেছে। যাকগে একটা কথা ছিল।”
- কী?
- ঝামেলা লাগার আগে একটু শক্তির প্রয়োজন। কারন ঊর্মিকে সামলানো ভীষণ চাপের। তাই বলছিলাম যে একটু খাবার হলে মন্দ হত না।
- থাক! ঢের অভিনয় হয়েছে। আমি জানতাম তুমি কথাটা তুলবে। তাই তোমার ভাগের খাবারটাও বানিয়েছিলাম। নিয়ে আসছি সেটা। চুপচাপ খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করো।
বলে রান্নাঘর থেকে খাবারের প্লেটটা নিয়ে এনে রজতাভর হাতে ধরিয়ে দেয় সুজাতা। তারপর দুজনে খেতে বসে। সুজাতা দেখে রজতাভ গোগ্রাসে খাচ্ছে। দেখে বোঝাই যাচ্ছে ভীষণ ক্ষুধার্ত ও। প্লেটে থাকা পাউরুটি চিবোতে চিবোতে রজতাভর খাওয়া দেখতে থাকে সুজাতা।
(চলবে...)
সাদা অর্কিডের দেশে অন্তিম পর্ব
হোটেলে ফেরার পর লাগেজ গুছিয়ে নিতে বেশিক্ষণ সময় লাগল না মধুজার। শুধুমাত্র কালকের বাড়ি ফেরার সময়ের পোশাকগুলো বাইরে রেখে চটপট অতীন আর ওর জামাকা...
-
রেস্তরাঁর ছাদ থেকে অস্তপ্রায় সুর্যর দিকে তাকিয়ে মুখে একটা বিরক্তিসূচক শব্দ করে চেয়ারে হেলান দিয়ে বসলেন রজতাভ। “কিরে? আর কতক্ষণ?” বলে ঐশ্বর্...
-
“Ladies and gentlemen, may I have your attention please? Thank you! আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আমার প্রিয় বন্ধু প্রখ্যাত চিত্রশিল্প...
-
স্টুডিও থেকে গাড়িটা বেরোনো মাত্র ব্যাকসিটে হ্যালান দিয়ে বসল মঞ্জুষা। সারাদিন আজ বড্ড ধকল গেছে। এই সোমবার ওদের সেটে একটা অনুষ্ঠান উপলক্ষে না...
