অনুসরণকারী

রবিবার, ২৭ মার্চ, ২০২২

মায়া




নিজের রুমে ঢুকেই সিলিংফ্যানের সুইচ অন করে ব্যাগ থেকে জলের বোতল বের করে ঢকঢক করে অনেকটা জল খেয়ে চেয়ারে বসলেন অতীনবাবু। দিন দিন যা অসম্ভব গরম পড়ছে তাতে তাঁর মতো মোটা মানুষের টেকা দায়। কতদুর হবে বাড়ি থেকে স্কুলের দুরত্ব? বড়োজোর কুড়িমিনিটের হাটা পথ। সাইকেল চালালে মিনিট দশেক লাগে। অথচ সেটুকু পথ সাইকেলে পেরোতেই আজ প্রায় প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল তাঁর। জামাকাপড় ঘামে ভিজে চপচপে হয়ে গেছে। চেয়ারে বসে ব্যাকরেস্টে হেলান দিয়ে ফ্যানের তলায় চোখ বুঁজে কিছুক্ষণ বসে রইলেন তিনি।


সত্যি কথা বলতে গেলে গরমকাল তাঁর কোনো কালেই পছন্দ নয়। ছেলেবেলা থেকেই গরম সহ্য করতে পারেন না তিনি। পারদের মাত্রা তিরিশের উপরের গেলেই তাঁর নানারকম অস্বস্তি শুরু হয়। তার উপর ঘামাচি, র‍্যাশ হওয়া তো লেগেই আছে। এই গরমকালের চেয়ে শীতকাল ঢের ভালো। কত সুন্দর মিঠে রোদের ওমে পিঠ রেখে কাজ করা যায়। অতীনবাবুর মনে আছে ছেলেবেলায় ছুটির দিনে শীতের সকালে ছাদে শতরঞ্চি পেতে বসে পড়তেন পড়ার বই নিয়ে। তারপর সারাটা দিন যে কোথা দিয়ে কেটে যেত টেরই পেতেন না। খেয়াল হত যখন দুপুরে মা স্নানের তাগাদা দিয়ে ডাকতেন। এখনও যে সেই অভ্যেসটা নেই তা নয়। এখনও ছুটির দিনে ছাদে শতরঞ্চি পেতে গল্পের বই নিয়ে বসে যান তিনি। যতক্ষণ পর্যন্ত একতলা থেকে সৌমির ডাক না আসে ততক্ষণ পর্যন্ত ধ্যান ভাঙে না তাঁর।

কথাগুলো ভাবতে ভাবতে একটু ঘোরের মতো এসে গিয়েছিল অতীনবাবুর। প্রেয়ারের বেলের শব্দ শুনে সেটা কেটে গেল। সোজা হয়ে চেয়ারে বসলেন তিনি। খেয়াল করলেন শরীরের ক্লান্তিটা এখন অনেকটাই কেটে গেছে। আগের চেয়ে এখন বেশ সুস্থ বোধ করছেন তিনি। একটু আগের সেই দমবন্ধ বন্ধ করা ভাবটাও অনেকটাই কমে গেছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। তারপর ধীর পায়ে বেরিয়ে গেলেন প্রেয়ারে যোগ দিতে।

অতীনবাবু পেশায় একজন বাংলা শিক্ষক। এই পার্বতীচরণ উচ্চ বিদ্যালয়ে আজ তিরিশ বছর হল তিনি শিক্ষকতা করে আসছেন। প্রধান শিক্ষকের পদে যোগদান করেছেন এই বছর পাঁচেক হল। সাধারণত প্রধান শিক্ষক বলতে আমাদের চোখের সামনে যে চেহারাটা ভাসে অতীনবাবুর ব্যক্তিত্ব তার ঠিক উল্টো। কোনো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলতে আমরা বুঝি রাশভারী, গম্ভীর, ব্যক্তিত্বময় একজন মানুষ। যার মুখটা সব সময় পেঁচার মতো গম্ভীর হয়ে আছে। কিন্তু অতীনবাবুকে দেখলে মনে হবে হয় আমরা এতদিন যা জেনে এসেছি তা ভুল, নাহলে প্রধান শিক্ষক বলে যে মানুষটার সাথে আমাদের ছেলেবেলায়, বা বলা ভালো স্কুলবেলায় পরিচয় ঘটেছে তিনি অন্য কোনো গ্রহের লোক ছিলেন। পদমর্যাদায় একজন প্রধান শিক্ষক হলেও অতীনবাবু লোকটা ভীষণ অমায়িক, আমুদে, আর ছাত্রদের মধ্যে জনপ্রিয়। প্রধানশিক্ষক হলেও নিজের চাকরীজীবনের শিকড়কে তিনি ভোলেননি। নিজের রুমে থেকে যাবতীয় কাজ করলেও নিয়মিত ছাত্রদের ক্লাস নেওয়া, টিফিন পিরিয়ডে স্টাফরুমে বসে অন্য শিক্ষক-শিক্ষিকাদের সাথে আড্ডা দেওয়া, মালির সাথে নতুন ফুল গাছের বিষয় গল্প করা সবই তিনি হাসি মুখে করে থাকেন। এতবছরের চাকরীজীবনে অতীনবাবুকে কেউ কোনোদিন রাগতে বা গম্ভীর মুখে দেখেনি। বরং সারাক্ষণ ঠোঁটের কোণে একটা মৃদু হাসি লেগেই রয়েছে তাঁর। স্কুলে কেউ কোনো অপরাধ করলে, কেউ শয়তানি করলেও তিনি রাগ করেন না। এমনকি ছাত্রদের শাস্তিও দেন না। না ভুল বলা হল, শাস্তি তিনি দেন ঠিকই। কিন্তু সে শাস্তিগুলোও বড়ো আজব।

ধরা যাক কোনো ছাত্র আরেক ছাত্রের জামায় কলমের আঁচড় কেটে দিল, বা জামাটা নোংরা করে দিল। তার শাস্তি হবে নিজের জামায় কলম দিয়ে ‘আমি অমুকের জামায় কলমের দাগ কেটে ভীষণ দুঃখিত। আমি প্রতিজ্ঞা করছি জীবনে কারো জামায় দাগ দেব না।’ লিখে কান ধরে সেই জামায় দাগ খাওয়া ছেলেটার সামনে দশবার উঠবোস করা। কেউ যদি টিফিন টাইমের আগে খাবার খেতে গিয়ে ধরা পড়ে, পরদিন গোটা ক্লাসকে সে দুটো করে সিঙ্গারা খাওয়াবে। কারন সে টিফিন টাইমের আগে খেয়ে যেমন নিয়ম ভেঙেছে, তেমনই ক্লাসের সহপাঠীদেরকেও খাবারের লোভ দেখিয়ে পড়ার মনঃসংযোগ নষ্ট করে নিয়ম ভাঙতে প্রলুব্ধ করেছে। কেউ যদি স্কুল থেকে পালাতে গিয়ে ধরা পড়ে, তাহলে তাকে গোটা সপ্তাহ স্কুল খোলার আগে স্কুল আসতে হবে। প্রেয়ারে সবার সামনে জাতীয় সংগীত গাইতে হবে এবং গান শেষে নিজের অপরাধ স্বীকার করে জাতীয় পতাকাকে স্পর্শ করে শপথ করতে হবে যে আর কোনোদিন সে এই কাজ করবে না। পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষার পর গোটা স্কুলের সমস্ত ক্লাসের মেঝেতে পড়ে থাকা নকলের টুকরো কুড়িয়ে ক্লাসরুমগুলো পরিস্কার করতে হবে। আর ধরা যাক ব্যাপারটা মারপিটে গড়াল। তাহলে যে মারপিট আগে শুরু করেছে সেই মূল অপরাধীকে সে দিনের মতো মেয়েদের ক্লাসের সামনে নিলডাউন হয়ে বসে থাকতে হবে। এবং পরের একসপ্তাহ যার সাথে মারপিট হয়েছিল তাকে বুকে জড়িয়ে সরি বলতে হবে।

অতীনবাবুর এই বিধানে কেউ কেউ অবাক হন, কেউ হাসেন, কেউ কেউ রাগ করেন। একবার তো অঙ্কের স্যার তুষারবাবু বলেই বসলেন, “দূর! ওটা কোনো শাস্তি হল নাকি? এরা সব বেতের ভুত। বাবা-বাছা করে ভুলিয়ে উদ্ভট শাস্তি দিলে শোধরাবে না। বেতই হল এদের মোক্ষম ওষুধ। দু-চার ঘা বেতের বাড়ি দিলে সব শুধরে যাবে।” অতীনবাবু সবটা শুনে মুচকি হেসে বললেন, “বেশ তো! তা আপনার বাড়ির সন্তানদেরও এইভাবে মানুষ করেন বুঝি?” তুষারবাবু গর্বিতভাবে হেসে বলেন, “কি যে বলেন স্যার? আমার বাড়ির বাচ্চারা অন্তত এদের মতো ত্যাঁদড়, লেজকাটা হনুমান নয়। ওরা অনেক ভদ্র সভ্য।” উত্তরটা শুনে আরো মুচকি হেসে অতীনবাবু বলেন, “আমি সেই কথা বলছি না। আমি বলতে চাইছি, ধরুন আপনার বাড়ির বাচ্চা একদিন ঘরের জিনিস ভুল করে ভেঙে ফেলল। ধরা যাক আপনার সাধের ফোনটাই আছড়ে ফেলল। সেক্ষেত্রেও কি আপনি বাচ্চাটাকে বেতপেটা করবেন?” পলকে তুষারবাবু চমকে নিজের বুক পকেট খামচে ধরে দামী ফোনটা বের করে বলেন, “কি যে বলেন? নিজের সন্তানকে কি আর ওভাবে মারা যায়? তাছাড়া আমার বাড়ির সন্তান তো অবুঝ, দুগ্ধপোষ্য!”

কথাটা শুনে হেসে অতীনবাবু জবাব দেন, “আমার স্কুলের বাচ্চারাও যে সে নিয়মে আমারই সন্তান। হ্যা ওরা ঠিক দুগ্ধপোষ্য নয়, তবে অবুঝ বটে। ভালো-মন্দের বিচার করার মত বোধ ওদের নেই। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, শত্রুতা-বন্ধুত্বের সঠিক হিসেব ওরা জানে না। বলতে পারেন ওরা মাটির তাল মাত্র। যাকে গড়ে সুন্দর মাটির সব বস্তু বানানোর দায়িত্ব আমাদের। ওরা আমাদের যেমন দেখবে তেমনই শিখবে। আর কাউকে বেত মেরে শেখানোর ব্যবস্থার আমি ঘোরতর বিরোধী। এতে কোনো লাভ তো হয় নাই, তার উপর শাস্তি সম্পর্কে ওদের ভুল জ্ঞান তৈরি হয়। হ্যা শাস্তি দেবেন না কেন? দিন যতখুশি পারেন দিন। কিন্তু সেটা যাতে শারীরিক বা মানসিক আঘাতের কারন না হয়। বরং এমন শাস্তি দিন যেটায় ওদের বিবেক, মননের বিকাশ হয়, চরিত্রের উন্নতি ঘটে। যে শাস্তির প্রভাবে সত্যিই ওদের মনের সংশোধন হয়। যার সাথে অন্যায় করা হয়েছে, তার যন্ত্রণাটা যতক্ষণ দোষী অনুভব না করছে, অন্যায়ের জন্য যতক্ষণ দোষীর অনুতাপ না হচ্ছে ততক্ষণ শাস্তির কোনো মানেই হয় না। ওরা যদি দেখে অন্যায় করলে একটা বেতের বাড়ি খেলে, বা লাঠির আঘাত পেলেই সাতখুন মাফ হয়ে যাচ্ছে। তাহলে শাস্তির প্রতি ওদের ভয়টাই থাকবে না। আর যাদের শাস্তির প্রতি ভয় থাকে না তাদের কি বলে জানেন? বেপরোয়া। আর একজন শিক্ষক হয়ে আমার কোনো শিক্ষার্থীকে বেপরোয়া হতে দিতে আমি পারি না। তাছাড়া এদের বাবা-মায়েরা এদের স্কুলে পাঠান আমাদের ভরসায়। একজন শিক্ষক হিসেবে সেই ভরসার মান রাখা আমাদের কর্তব্য। এটা ভুললে চলবে না স্কুলে প্রেয়ারের বেল পড়ার পর থেকে ছুটির বেল পড়া পর্যন্ত এদের দায়িত্ব আমাদের উপর। এই সময়টুকু আমরাই এদের বাবা-মা। এরা ভালো কিছু করলে যেমন আমাদের উৎসাহ দেওয়া উচিৎ, তেমনই ভুল করলে বকাঝকা বা মারধোর না করে ওদের ভুলটা ধরিয়ে দেওয়াটাও আমাদের কর্তব্য। আপনারা এটাকে পাগলামো বা ছাত্রদের প্রশ্রয় দেওয়া বলতেই পারেন কিন্তু যতক্ষণ আমি এই স্কুলের প্রধান শিক্ষকের পদে আছি বা এই শিক্ষকতার পেশায় আছি ততদিন এইভাবেই ছাত্রদের প্রশ্রয় দিয়ে যাব।”

শোনা যায় তুষারবাবু সেই সময় কিছু না বললেও পরে জনান্তিকে ইংরেজির ম্যাডাম ঐন্দ্রিলাদেবীকে বলেছিলেন, “অতীনবাবুর অবিলম্বে ডাক্তার দেখানো উচিৎ। আগে তো মিনি ক্র্যাকড ছিলেনই, হেডু হবার পর ফুল ক্র্যাকড হয়ে গেছেন। আরে রুটি দু-পিঠে সেঁকতে হয়। নাহলে ভালো রুটি তৈরি হয় না। এতবছর হয়ে গেল আমরা স্কুলে কম বাচ্চা মানুষ করিনি। উনি যাদের অবুঝ বাচ্চা বলছেন তারা চৌবাচ্চা ছাড়া আর কিছু নয়। ক্লাস সেভেনের অপুর্বকে কাল দেখলাম, এই বয়সেই সিগারেট ধরেছে। নেহাত আমাকে দেখে পালিয়ে গেল। নাহলে ধরে ওখানেই পিঠের ছাল তুলে নিতাম।”

প্রত্যুত্তরে ঐন্দ্রিলাদেবী বলেছিলেন, “সে আপনি যাই বলুন তুষারদা। লোকটার প্রতি ছাত্রদের একটা আলাদাই ক্রেজ আছে। অন্য স্কুলের প্রিন্সিপালদের দেখলে স্টুডেন্টরা ভয়ে তটস্থ থাকে। এদিকে আমাদের অতীনবাবুকে দেখলে ছেলেরা আনন্দে নাচে। কিছু তো একটা আছে লোকটার মধ্যে।”

“হুম আছে তো! অন্ধস্নেহ!” বলে গজগজ করে ক্লাস নিতে চলে গিয়েছিলেন তুষারবাবু।

*****

- আজ তবে এইটুকু থাক। কাল কিন্তু সবাই পড়া করে আসবি। আমি পড়া ধরব। পড়া না পারলে কি হবে মনে আছে তো?

বলে ক্লাসের দরজার বাইরের দিকে তাকান অতীনবাবু। বাইরে নীলডাউন হয়ে কান ধরে বসে আছে ক্লাস সিক্সের সুনীল। ক্লাসের সবচেয়ে বেশি অমনোযোগী ছাত্র। স্কুলে ডানপিটে ছাত্রদের মধ্যে এর নামও শুনেছেন তিনি। ছাত্ররা অতীনবাবুর সঙ্গে ক্লাসের বাইরে তাকাল। তারপর সমস্বরে বলল, “বাইরে নীলডাউন!”

- কথাটা মনে থাকে যেন!

বলে চক-ডাস্টার নিয়ে ক্লাসের বাইরে বেরিয়ে আসেন অতীনবাবু। তারপর সুনীলের কাছে গিয়ে বলেন, “থাক! অনেক শাস্তি পাওয়া হয়েছে! এবার ক্লাসে গিয়ে আমাকে উদ্ধার করা হোক।” সুনীল কান ছেড়ে উঠে দাঁড়ায়। অতীনবাবু হেসে বলেন, “আর কতদিন এই ক্লাসে পড়ে থাকবি? তিনবছর তো হতে চলল! তোর বয়সের সব ছেলেরা, তোর সহপাঠীরা সব সামনের বছর মাধ্যমিক দেবে। আর তুই এত বড়ো হয়ে…পড়াশোনাটা একটু ভালো করে কর বাবা! জানি তোর বাবা অসুস্থ হবার পর তোকেই দোকানে বসতে হয়। অনেক চাপ তোর মাথায়! তাই বলে এইভাবে বছর বছর ফেল করবি?”

সুনীল মাথা নত করে দাঁড়িয়ে থাকে। অতীনবাবু হেসে সুনীলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, “শোন ছেলে! তোর মাথা ভালো কিন্তু তা পড়াশোনায় না লাগিয়ে অপুর্বদের সাথে মিশে বদকাজে লাগাস বলেই তোকে শাস্তিটা দিই। হ্যা বদমাইসি করবি না কেন? অবশ্যই করবি! হাজারবার করবি। কিন্তু তার সাথে পড়াশোনাটাও করতে হবে তো! যা ক্লাসে যা। ভালো করে পড়। কাল কিন্তু আমি পড়া ধরবো। মনে থাকবে তো?”

সুনীল মাথা নেড়ে ক্লাসে চলে যায়। অতীনবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, তারপর আপন মনে হাসতে হাসতে মাথা নেড়ে এগিয়ে যান স্টাফরুমের দিকে।

*****

স্কুলের সব কাজ সেরে অতীনবাবু যখন স্কুল থেকে বেরোলেন ততক্ষণে ঘড়ির কাঁটা বিকেল পাঁচটার ঘর ছুঁয়েছে। স্কুলের দারোয়ান কাম পিয়ন নিবারণ হেডমাস্টারের ঘরের বাইরে বসেছিল। তিনি বেরিয়ে যেতেই দরজা আটকে তালা মেরে দিল। অতীনবাবু সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন বাজারের উদ্দেশ্যে। কদিন ধরে সৌমির শরীরটা খুব খারাপ। জ্বরের মুখ থাকায় কদিন ধরে কোনো খাবারের স্বাদ পাচ্ছে না সৌমি। এদিকে অসুস্থ সৌমি বিছানায় শয্যাশায়ী হওয়ায় তাকেই রান্নাঘরের ভার নিতে হয়েছে। এসব কাজে তিনি যে কতটা অপটু তা তিনি এই কদিনে হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। কোনোদিন তরকারী নুনে পুড়িয়েছেন, কোনোদিন আবার ডালে নুনই দেননি। জ্বরে ভোগা সৌমী সেই সব অখাদ্য খাবার মুখ বুঁজে খেয়ে নিলেও নিজে খেতে গিয়ে লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে তাঁর। আজকে সকাল মাপতে গিয়ে দেখলেন আগের তুলনায় সৌমির জ্বরটা একটু কমেছে। মুখের স্বাদও ফিরে এসেছে কিছুটা। তাই সকালবেলা ভাত ডাল আর আলুভাজা করলেও বিকেলের দিকে বাজার থেকে বেশ অনেকটা মাংস কিনে নিয়ে যাবেন ঠিক করেছেন তিনি। সৌমি মাংস খেতে খুব ভালোবাসে। সদ্য জ্বর থেকে ওঠা অরুচির মুখে ঝাল ঝাল মাংসের চেয়ে ভালো খাবার আর হয় না। ভাবতে ভাবতে বাজারে ঢুকলেন তিনি।

বাজার থেকে মাংস, আলু ইত্যাদি সবজি কিনে অতীনবাবু যখন বাড়ি পৌঁছলেন ততক্ষণে চারদিকে সন্ধ্যের গাঢ় অন্ধকার ক্রমশ তাঁর আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। গোটা পাড়া মহিলাদের উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে গমগম করছে। সাইকেল থেকে নেমে মেনগেট খুলতেই পিছন থেকে, ‘মাস্টারমশাই!’ ডাক শুনে থমকে গেলেন অতীনবাবু। পিছন ফিরে দেখলেন সামনের বাড়ির তারিণীবাবু গেটের কাছে এসে দাঁড়িয়েছেন। মুচকি হেসে অতীনবাবু জিজ্ঞেস করলেন, “কিছু বলবেন?” একটু হেসে ইতস্তত হয়ে তারিণীবাবু বললেন, “স্কুল থেকে ফিরলেন বুঝি?”

- হ্যা। আসলে ফেরার পথে একটু বাজার হয়ে এলাম বলে একটু দেরি হয়ে গেল।

- বৌঠান কেমন আছেন? জ্বরটা কমেছে?

- তা কমেছে। আজ সকালেই তো দেখলাম উঠে বসল। কেন বলুন তো?

- না এমনিই জিজ্ঞেস করছিলাম। আসলে বুঝতেই পারছেন আমার গিন্নি আর বৌঠান দুজনেই ভীষণ বন্ধু। ওড় কাছেই শুনেছিলাম বৌঠানের শরীর খারাপের খবরটা।

- তা বটে! সৌমি আর বৌঠান তো যাকে বলে একেবারে হরিহর আত্মা!

- আসলে আজ দুপুরে আমার গিন্নি বৌঠানের সাথে দেখা করতে গিয়েছিল। অনেক ডেকেও সাড়া পায়নি। তাই চিন্তা করছিল।

অতীনবাবু একটু থমকে তাকান তারিণীবাবুর দিকে তারপর হেসে বলেন, “ও এই ব্যাপার? আসলে কি হয়েছে জানেন? কদিন ধরেই সৌমিকে কড়া ডোজের ওষুধ খেতে হচ্ছে।তার উপর কদিনের জ্বরে কাহিল হয়ে গেছে বেচারি। সেই কারনেই বোধহয় ঘুমিয়ে পড়েছিল। তাই বৌঠান ডেকেও সাড়া পাননি। সৌমির ব্যবহারে আমি অত্যন্ত দুঃখিত! ক্ষমা করবেন।”

- এবাবা! ছিঃ! ছিঃ! আপনি ক্ষমা চাইছেন কেন? ভুল তো আমাদের। আমার গিন্নিরই বোঝা উচিৎ ছিল ব্যাপারটা। আসলে বুঝতেই পারছেন, সই অন্ত প্রাণ মহিলা। কদিন ধরে সইকে দেখতে পারছে না। আজ দেখা করতে গিয়ে ডেকেও সাড়া পায়নি। অহেতুক ভুলভাল ভেবে ফেলেছে। জানেনই তো মহিলাদের মন…

- সন্দেহবাতিক সারাক্ষণ! হে হে বুঝেছি! চিন্তা নেই! সৌমি একদম ঠিক আছে। আচ্ছা চলি! আমাকে আবার রাতের রান্না চাপাতে হবে। বুঝতেই পারছেন হোম মিনিস্টার যখন সিক লাইভ তখন এই শর্মাকেই হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে।

- তা আর জানি না? আমার বাড়িতেও একই নিয়ম চালু আছে। গিন্নি অসুস্থ হলে আমাকেই মাঠে নামতে হয়।

- আচ্ছা আসি তাহলে।

- এই দেখেছেন! যে কারনে আপনাকে ডাকলাম সেটাই বলতে ভুলে গেছি। আচ্ছা অতীনবাবু আপনি কোনো গন্ধ পাচ্ছেন?

- গন্ধ মানে? ঠিক বুঝলাম না।

- না মানে বেশ কয়েকদিন ধরেই পাড়ার সকলে একটা গন্ধ পাচ্ছে। ভীষণ বিচ্ছিরি আর পঁচা গন্ধ। অনেকটা ইঁদুর মরলে যে গন্ধ বেরোয় সেরকম।

- কই আমি তো সেরকম কিছু গন্ধ পাচ্ছি না। হ্যাঁ একটা গন্ধ ভেসে আসছে বটে। বোধহয় কোনো ইঁদুর মরেছে কোথাও।

- তাই হবে হয়তো। আচ্ছা ঠিক আছে। আপনি আসুন। আর কোনো রকম প্রয়োজন হলে আমাদের ডাকবেন। বিপদে প্রতিবেশী হিসেবে যদি এগিয়ে না আসি তাহলে প্রতিবেশী হবার কি মানে?

- সে তো বটেই। আচ্ছা এলাম।

বলে মেনগেটের একটা পাল্লা খুলে বাড়ির ভেতর ঢুকে যান অতীনবাবু। তারিণীবাবুও কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থাকার পর ঢুকে যান নিজের বাড়িতে।

ঘরের ঢোকার পর সুইচ টিপে এক এক করে ঘরের সব আলো জ্বেলে দিলেন অতীনবাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘর আলোতে ঝলমল করে উঠল। বাজারের থলেটা রান্নাঘরে রেখে শোয়ার ঘরে ঢুকে আলোটা জ্বেলে বিছানার দিকে ঘুমন্ত সৌমির দিকে তাকিয়ে মুচকি হাসলেন তিনি। কদিনের রোগভোগে সৌমির চেহারা শুকিয়ে একেবারে কঙ্কালসার হয়ে গেছে। সৌমির দিকে কিছুক্ষণ অপলকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে কাঁধে গামছা নিয়ে সোজা কলঘরের দিকে এগিয়ে গেলেন অতীনবাবু।

স্নান সেরে ঘরের পোশাক পরে রাতের রান্নার তোড়জোড়ে লেগে পড়লেন অতীনবাবু। চটপট গরম গরম কষা মাংস আর ভাত রান্না করে খাবারগুলো ঢেকে দিয়ে নিজের স্টাডিরুমে ঢুকলেন তিনি। রাতের খাবার খেতে এখনও অনেক দেরী আছে। ততক্ষণ একটু বই নিয়ে বসলে মন্দ হয় না। ভাবতে ভাবতে স্টাডিরুমের দিকে এগোতে যাবেন এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দে থমকে দাঁড়ালেন অতীনবাবু। এতরাতে আবার কে এল? কোনো ছাত্র নাকি? কই কাউকে তিনি বাড়িতে আসতে বলেছিলেন মনে পড়ছে না তো। কিছুক্ষণ পর আবার দরজায় কড়ার নাড়ার শব্দ ভেসে এল। অবাক হয়ে অতীনবাবু জিজ্ঞেস করলেন, “কে?” কোনো উত্তর এল না। ভ্রু কুঁচকে গেল অতীনবাবু। কাউকে তো তিনি বাড়িতে আসতে বলেননি। তাহলে এত রাতে কে দরজায় কড়া নাড়ছে? ভাবতে ভাবতে আবার কড়া নাড়ার শব্দ শুনতে পেলেন তিনি। এবার অতীনবাবু একপলক নিজের বেডরুমের দিকে তাকান। তারপর বেডরুমের দরজা বাইরে থেকে আটকে সদর দরজার সামনে এগিয়ে এসে আরেকবার উঁচু গলায় জিজ্ঞেস করলেন, “কে?” এবার জবাব এল, “আমরা!” কন্ঠস্বর শুনে অতীনবাবু অবাক হলেন। এতো কোনো বাচ্চা বা কিশোরের গলা নয়। তাহলে কে? ভাবতে ভাবতে অতীনবাবু জিজ্ঞেস করলেন, “আমরা কে?” এবার ওপার থেকে জবাব এল, “আমরা লক্ষ্মীপুর থানা থেকে আসছি। দরজাটা খুলুন মাস্টারমশাই।”

অতীনবাবু একটু অবাক হয়ে দরজাটা একটু ফাঁক করে বাইরে উঁকি দিয়ে দেখলেন একজন অফিসার এবং কয়েকজন কনস্টেবল বাইরে দাঁড়িয়ে আছে। দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলেন অতীনবাবু।

- কি ব্যাপার অফিসার? এতরাতে আপনারা?

- এতরাতে আপনাকে বিব্রত করার জন্য একান্তভাবে দুঃখিত। আসলে আপনার থেকে কয়েকটা কথা জানার ছিল।

- বেশ! বলুন।

- আচ্ছা এই মুহূর্তে আপনার বাড়িতে আর কে কে আছেন?

অতীনবাবু মুচকি হেসে বলেন, “এত রাতে আপনারা নিশ্চয়ই ঠাট্টা করতে আসেননি? কে আবার থাকবে? আমি আর আমার স্ত্রী আছেন।” অফিসার একটু হেসে বললেন, “ আচ্ছা তাকে একবার ডেকে দিতে পারবেন?” অতীনবাবু হেসে বললেন, “ দুঃখিত অফিসার! আপনার এই অনুরোধটি রাখতে পারব না। আসলে বিগত কয়েকদিন ধরে আমার স্ত্রী অসুস্থ। তীব্র জ্বরের ফলে আজ ছয়দিন হল শয্যাশায়ী হয়ে আছেন। এখন ঘুমোচ্ছেন।” অফিসার কিছুক্ষণ অতীনবাবুর দিকে অপলকে তাকিয়ে থেকে বললেন, “কিছু মনে করবেন না মাস্টারমশাই, আমরা আপনার ঘরটা একটু তল্লাশি করতে চাই। আমাদের কাছে ওয়ারেন্ট আছে।” বলে পকেট থেকে একটা কাগজ বের করে অতীনবাবুর দিকে এগিয়ে দেন। অতীনবাবু হাত বাড়িয়ে কাগজটা নিয়ে একবার চোখ বুলিয়ে নিয়ে দরজা থেকে সরে দাঁড়ান। তারপর বলেন, “বেশ! ভেতরে আসুন। তবে এই সার্চের কোনো মানে নেই। আমার কাছে এমন কিছু নেই যা আপনাদের কাছে বেআইনি বলে মনে হতে পারে।”

একে একে সকলে ঘরের ভেতর ঢোকেন। অতীনবাবু ঘরে ঢুকে বৈঠকখানার সোফায় বসতে বসতে বললেন, “সমস্ত ঘর সার্চ করার আগে একটা অনুরোধ ছিল। কনস্টেবলদের বলবেন ওরা যাতে স্টাডিরুম আর আমার বেডরুমে বেশি শব্দ বা জিনিসপত্র ওলটপালট না করে। আসলে স্টাডিরুমটা একটু অপরিচ্ছন্ন হয়ে আছে। সেখানে বই বা কাগজপত্র এদিক-ওদিক হলে আমিই বিপদে পড়ব। আর আমার স্ত্রী এখন ঘুমিয়ে আছেন। তাই বেডরুমে অহেতুক শব্দ হলে যেমন তার ঘুমের ব্যাঘাত হবে তেমনই এত রাতে ঘরের ভেতর পুলিশ দেখে বিব্রতও হতে পারেন।” অফিসার মাথা নেড়ে কনস্টেবলদের তল্লাশির আদেশ দেন। সকলে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। একজন কনস্টেবল অতীনবাবুর বেডরুমের দরজাটা খোলামাত্র ছিটকে আসে। অফিসার সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমাল বের করে নাকে দেন। সেই কনস্টেবলটাও দুহাতে নিজের নাক ঢেকে ফেলে। কারন দরজাটা খোলার সাথে সাথে যে গন্ধটা এতক্ষণ প্রছন্নভাবে তার নাকে আসছিল সেটা একলহমায় বেড়ে গেছে। মাংস রান্নার গন্ধ ছাপিয়ে গোটা ঘর ম ম করছে এই ঘরটায়। এ গন্ধ তার চেনা। পুলিশের চাকরিতে এই গন্ধের সাথে তার পরিচয় বহুকাল আগেই হলেও যতবার এই গন্ধটা তার নাকে আসে প্রতিবার মনে হয় যেন পেটের ভাত বেরিয়ে আসবে। এ গন্ধ হল মৃতদেহের গন্ধ। তিন-চারদিন ধরে মৃতদেহ পচে গেলে যে গন্ধ বেরোয় সেই গন্ধ।

নাকে রুমাল চাপা দিয়ে বিছানার সামনে এসে দাঁড়ান অফিসার। একপলক বিছানায় শুয়ে থাকা সৌমির মুখের দিকে তাকিয়ে একটানে খুলে ফেলেন বুকের উপর চাপা দেওয়া চাদরটাকে। আর চাদরটা টানার সাথে সাথে সৌমির দেহটার দিকে তাকিয়ে গা গুলিয়ে ওঠে ঘরে উপস্থিত সকলের। সৌমির গলা থেকে পায়ের পাতা পর্যন্ত ট্রান্সপারেন্ট প্লাস্টিকে ঢাকা। সেই প্লাস্টিকের পর্দার বাইরে থেকে দেখা যাচ্ছে সৌমির দেহে পচন ধরতে শুরু করেছে। এই দৃশ্য দেখে সকলে যখন ঘৃণায় মুখ ঘুরিয়ে নিচ্ছে তখন একমাত্র অতীনবাবু নির্বিকার থেকে বলে উঠলেন, “আহা! করছেনটা কী? ও জেগে যাবে তো!”

*****

সেদিনের ঘটনার পর দুমাস কেটে গেছে। পুলিশ সৌমির বিকৃত মৃতদেহ উদ্ধার করে সেদিনই মর্গে চালান করেছিল। অতীনবাবুকে গ্রেফতার না করা হলেও জিজ্ঞাসাবাদ করতে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাকে মানসিক চিকিৎসালয়ে পাঠানো হয়েছে। ঠিক কি ঘটেছিল সেটা না জানা গেলেও কানাঘুষোয় শোনা গেছে প্রবল জ্বরে সৌমি তিনদিনের মাথায় মারা যান। স্ত্রী বিয়োগের শোকে পাগল হয়ে অতীনবাবু এতদিন ধরে স্ত্রীর মৃতদেহ আগলে বসেছিলেন। এ বিষয়ে প্রথম প্রথম পাড়ায়, স্কুলে অনেক আলোচনা হলেও সময়ের সাথে সাথে এখন তা স্তিমিতপ্রায়। তাও মাঝে মাঝে অতীনবাবুর প্রসঙ্গ উঠলে ছাইচাপা আগুনের মতো তাকে নিয়ে আলোচনাগুলোও বেরিয়ে আসে। পার্বতীচরণ উচ্চ বিদ্যালয়ে নতুন হেডমাস্টার এসেছেন। ইনি কিন্তু অতীনবাবুর মতো অমায়িক নন। বরং রাশভারী এবং বেজায় বদরাগী একজন। কথায় কথায় বেত বের করেন। ছাত্রদের মন খারাপ। কবে তাদের অতীনস্যার আসবেন সেই অপেক্ষায় আছে তারা। আর বাকি রইলেন তারিণীবাবু। তিনি প্রতি সপ্তাহে একবার করে মানসিক হাসপাতালে অতীনবাবুর কাছে দেখা করতে যান। হাজার হোক পুরোনো প্রতিবেশী বলে কথা। তাছাড়া সেদিনের ঘটনার দায় কিছুটা তারও বটে। বিকেলবেলা অফিস থেকে ফিরে গিন্নির কাছে সবটা শুনে তার সন্দেহ হয়েছিল। সেই সন্দেহের বসে তিনি ফোন করেছিলেন লোকাল থানায়। আর তার ফলেই ব্যাপারটা প্রকাশ্যে চলে আসে। মানসিক হাসপাতালে গেলে আজও দেখা পাওয়া যাবে বাংলা সাহিত্যের অনুরাগী এক প্রাক্তনশিক্ষককে। যিনি কথায় কথায় শক্তি চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্যর কবিতা আউড়ে বেড়ান। সাহিত্যের কোনো বিষয় নিয়ে প্রশ্ন করলে অমায়িক এক হাসি হেসে উত্তর দেন। কিন্তু স্ত্রীর কথা জিজ্ঞেস করলেই বিছানায় শোয়ানো বালিশের দিকে দেখিয়ে ঠোঁটে আঙুল দিয়ে বলেন, “শশস! চুপ! ও এখন ঘুমোচ্ছে! বিরক্ত করবেন না। অনেকে বলছে বটে ও মরে গেছে। লোকের কথায় বিশ্বাস করবেন না। ও কিন্তু মরেনি। ও ঘুমোচ্ছে!”

(স্ত্রীর মৃতদেহ আগলে রাখার ঘটনা বাদে গল্পের স্থান-কাল-পাত্র লেখকের মস্তিস্কপ্রসূত এবং একেবারে কাল্পনিক। কোথাও মিল খুঁজে পেলে সেটা একেবারে কাকতালীয়)

সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২

অস্তরাগ অন্তিম পর্ব




রজতাভকে কাঁদতে দেখে সুজাতা বেঞ্চ থেকে উঠে রজতাভর পাশে গিয়ে দাঁড়ান। তারপর রজতাভর কাঁধে হাত রাখেন। অভীকও রজতাভর পাশে গিয়ে বসে। রজতাভ সামনের দিকে তাকিয়ে দেখেন সুজাতার চোখও শুকনো নেই। সুজাতা অশ্রুসজল চোখে রজতাভর দিকে তাকিয়ে বলেন, “নিজেকে সামলাও রজতদা। ঐশী তোমাকে এভাবে দেখলে কষ্ট পাবে। আর কাঁদবে না! তোমার প্রায়শ্চিত্তের আগুনে পোড়ার দিন শেষ রজতদা। আজকে কান্নার দিন নয় হাসির দিন। কষ্টের নয়, আনন্দের দিন। দুঃখের নয়, উৎসবের দিন। অভিনন্দন নতুন দাদুকে! এসো নবজাতককে স্বাগত জানাব আমরা।” বলে হাসেন সুজাতা। রজতাভ সুজাতার হাত নিজের হাতে নিয়ে কপালে ঠেকিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকার পর নিজেকে সামলে চোখের জল মুছে হেসে বলেন, “তাই তো! তাই তো! আজ তো উৎসবের দিন! আনন্দের দিন! আমি দাদু হয়ে গেছি! হে হে! আমি দাদু হয়ে গেছি! তোমাকেও ঠাকুমা হবার অনেক অনেক অভিনন্দন সুজাতা!” বলে অভীকের দিকে তাকিয়ে বলেন, “কি হে ছোঁড়া! এখনও বসে আছো? যাও মিষ্টি নিয়ে এসো! বাবা হয়ে সব বুদ্ধিশুদ্ধি গোল্লায় গেছে নাকি? মিষ্টিমুখ করাতে হবে তো সবাইকে! আমার নাতি হয়েছে! দাদু হয়ে নাতিকে খালিহাতে দেখব নাকি? কি হল যাও নিয়ে এসো মিষ্টি! উফ! ঐশী ঠিকই বলে! একেবারে ক্যালাস!”

কিছুক্ষণ পর যখন ঐশীকে কেবিনে দেওয়া হল তখনও তার জ্ঞান ফেরেনি। অগত্যা রজতাভরা এগিয়ে গেলেন চাইল্ড কেয়ার ইউনিটের দিকে। ঐশীর সন্তানকে দেখতে। নার্স নির্দিষ্ট ক্রেটের দিকে এগোতেই রজতাভর মনে হতে লাগল তাঁর পা ক্রমশ পাথরের হয়ে আসছে। তিনি চাইলেও এগোতে পারছেন না। সুজাতারা ততক্ষণে পৌঁছে গেছেন ক্রেটের সামনে। ঐশীর সন্তানকে দেখছেন প্রাণভরে। রজতাভ ধীর পায়ে এগিয়ে এলেন ক্রেটের সামনে। তারপর তাকালেন ক্রেটের মধ্যে শুয়ে থাকা শিশুটার দিকে।

মুখটা হুবহু না হলেও চোখটা অবিকল তাঁর মতো পেয়েছে শিশুটা। কপালটা ঐশীর মতো ছোটো। কানদুটো সরু ঠিক অভীকের মতো। নাকটা কিছুটা সুজাতার মতো কি? ঐশীর সন্তানের দিকে তাকিয়ে আরেকবার চোখে জল এল রজতাভর। নার্স ততক্ষণে ক্রেট থেকে শিশুটাকে তুলে নিয়েছে। সুজাতা নার্সকে ইশারা করতেই নার্স শিশুটাকে তুলে দিল রজতাভর কোলে। রজতাভ অপটু হাতে সাবধানে শিশুটাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। তারপর অশ্রুসজল চোখে তাকালেন নাতির দিকে। শিশুটা ততক্ষণে পুর্ণচোখে তাকিয়েছে রজতাভর দিকে। রজতাভর মনে হল যেন শিশুটা তাকে দেখে হাসছে। একটা নির্মল, অপাপবিদ্ধ, ক্ষমাসুন্দর হাসি। কিছুক্ষণ প্রাণভরে দেখার পর সুজাতার কোলে শিশুটাকে তুলে দিলেন রজতাভ। সুজাতা শিশুটাকে কোলে নিয়েই আদর করতে লাগলেন। রজতাভ দেখলেন সুজাতার কোলে যাওয়া মাত্র শিশুটা আবার ফিক করে হাসল। কিছুক্ষণ সেখানে থেকে বেরিয়ে এলেন তিনি। পায়ে পায়ে এগিয়ে গেলেন ঐশীর কেবিনের দিকে।

কেবিনে ঢুকে দেখলেন ঐশীর জ্ঞান ফিরেছে। বাপিকে দেখে সে উঠে বসতে গেলে রজতাভ ইশারায় বারণ করলেন উঠতে। তারপর বেডের পাশে দাঁড়িয়ে ঐশীর মাথায় হাত রেখে বললেন, “চিন্তার কিছু নেই। সব ঠিক আছে। কংগ্রাচুলেশন! ছেলে হয়েছে!” ঐশী বেডে শুয়ে অশ্রুসজল চোখে তাকায় বাপির দিকে। রজতাভ মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। 

******

- কি ব্যাপার রে? এখনও তৈরী হোসনি কেন? পুরোহিতমশাই এসে গেছেন। গেস্টরাও এসে পড়ল বলে! 

- আরে আমার পাঞ্জাবীর বোতামগুলো খুঁজে পাচ্ছি না। আলমারীতেই তো রেখেছিলাম। 

- সেকি রে! ওখানেই তো রাখা ছিল! সর আমি দেখছি। আর এটা ধুতি পরা হয়েছে?

- আরে কুচি হচ্ছে না কিছুতেই। তাই...!

- তাই সাউথ ইন্ডিয়ান স্টাইলে পরেছি! উফ সত্যি তোকে নিয়ে পারা যায় না! এভাবে কেউ পরে?তার উপর গরদের ধুতি বলে ভেতরের সব কিছু দেখা যাচ্ছে! তখন পই পই করে বললাম ধুতি পরার এত যখন ইচ্ছে তখন রেডি টু ওয়্যার ধুতি কিনে নিচ্ছি। কিন্তু না! বাবুর একেবারে ট্রাডিশনাল ধাঁচে ধুতি পরবেন! তা এই বুঝি তোর ট্র্যাডিশনাল স্টাইল?

- আরে তখন বুঝবো কি করে যে কুচিটা এরকম বিচ্ছিরিভাবে ফাঁসাবে!একটু হেল্প কর না প্লিজ!

- হুম! হেল্প করেই তো কেটে যাচ্ছে সারাদিন! দিনে বেবিকে সামলাতে বাপি-মাকে হেল্প করো, রাতে বেবির বাপের জাগে হুয়ে অরমান নেভাতে হেল্প করো। গোটা জীবন বোধহয় হেল্প করেই কেটে যাবে।

- শসসস! চুপ! তোর মুখে কি কিছুই আটকায় না! বাড়ি ভর্তি লোকের সামনে এসব প্রাইভেট কথা কে বলে?

- বেশ করেছি বলেছি! পাবলিকও জানুক তাদের আদরের নিরীহ অভীক কতটা মিটমিটে শয়তান! দিনে যতই সুবোধ বালক সাজুক না কেন রাতে পুরো ভোল পাল্টে অন্য মানুষ হয়ে যায়।

বলতে বলতে আলমারী থেকে একটা কৌটো বের করে অভীকের হাতে ধরিয়ে দেয় ঐশী। অভীক বাইরের দিকে একবার তাকিয়ে চকিতে ঐশীর হাত টেনে জড়িয়ে ধরে বুকের মাঝে। ঐশী নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে,“কি হচ্ছেটা কী? দরজা খোলা আছে। কেউ দেখে ফেলবে তো!”

- দেখুক! আমার বউকে আমি আদর করবো তাতে কার কি এসে গেল আই ডোন্ট কেয়ার। বাই দা ওয়ে শাড়িটায় তোকে দারুণ লাগছে।

- অভি ছাড় আমাকে! অনেক কাজ আছে!যেকোনো মুহূর্তে মা ডাকতে পারে।

- উহু! এত সহজে তো ছাড়ব না। আগে একটা মিষ্টি করে চুমু খাব তারপর ছাড়বো।

- পাগল হয়ে গেছিস নাকি?বাড়ি ভর্তি লোক, কে কখন চলে আসবে ঠিক নেই !

- বললাম তো! আই ডোন্ট কেয়ার! চুমু না খেয়ে ছাড়ছি না।

- অভি প্লিজ!

- উহু!

বলে ঐশীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় অভীক। ঐশীকে প্রগাড় চুমু খেতে খেতে আবেশে শিথিল হয় অভীকের বাহুডোর। পরক্ষণেই সুজাতার ডাকে চমকে ওঠে অভীক! সেই সুযোগে অভীকের ঠোঁটে কামড় বসিয়ে একটা ধাক্কা মেরে সরিয়ে দেয় ঐশী। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে হাসতে হাসতে বেরিয়ে যায় ঘর থেকে।

ভাতের থালা সাজিয়ে বৈঠকখানায়‌ পাতা জলচৌকিতে রাখেন সুজাতা। তারপর বসার আসন পেতে ডাকেন রজতাভকে। নাতিকে কোলে নিয়ে হই হই করে বৈঠকখানায় আসেন রজতাভ। তারপর পুরোহিতের কথামতো আসনে বসে পড়েন। এই ছমাসে নাতিটা বড্ড দুরন্ত হয়েছে। সারাক্ষণ এই ভাঙছে, ঐ ফেলছে। বাড়ির সবাই অতিষ্ঠ পুঁচকের দৌরাত্ম্যে । না সবাই নয়, রজতাভ বাদে সবাই পুঁচকের দুরন্তপনায় অতিষ্ঠ। রজতাভর কাছে নাতির এসব কাজ মোটেই শয়তানি নয়। তার মতে, “এই বয়সে খেলবে না তো কি তোদের মতো ধেড়ে বুড়ো বয়সে খেলবে?” 

মাঝে মাঝে নাতিকে নিয়ে মেয়ের সাথে ঝগড়াও হয় রজতাভ। নাতি অন্তপ্রাণ রজতাভর সামনে নাতিকে কিছুতেই বকা যাবে না। বকলেই নাতি ফিচফিচ করে কাঁদতে‌ কাঁদতে‌ দাদুর কোলে উঠে বসবে। সেও যে দাদুর ভীষণ ন্যাওটা। তার আবদার, ঘুমনো,খেলা করা,আধো আধো গলায় যাবতীয় গল্প করা সব দাদুর সাথেই। 

রজতাভ নাতিকে নিয়ে বসতেই পুরোহিত মন্ত্রোচ্চারণ করে আশীর্বাদী ফুল ছোঁয়ালেন নাতির মাথায়। তারপর নিয়মাচার পালন করে নামকরণ শুরু হল। পুরোহিতমশাই জানালেন পাঁজি ঘেটে তিনি যা বুঝছেন তাতে পুঁচকের নাম ‘অ’ দিয়ে হলেই মঙ্গল। রজতাভ মুচকি হেসে‌ তাকালেন ঐশীদের দিকে। সেদিন নাতিকে প্রথমবার দেখার পরেই একটা নাম মাথায় এসেছিল তার। ঐশীকে জানাতে সেও সায় দিয়েছিল সে নামে। এবারও ঐশী হাসতে হাসতে চোখ নামিয়ে সায় দিল। রজতাভ নাতিকে দুহাতে জড়িয়ে পুরোহিতকে বললেন, “ওর নাম হবে অজাতশত্রু।”

******

খাবার পালা শেষ করে নাতিকে কোলে নিয়ে রজতাভ যখন ব্যালকনিতে বসলেন ততক্ষণে সুর্য পশ্চিমের দিকে হেলে পড়েছে। অতিথিদের খাইয়ে ঐশীরা এতক্ষণে খেতে বসেছে। নাতিকে নিয়ে খেলতে খেলতে রজতাভ অস্তামিত সুর্যের দিকে তাকিয়েছিলেন। তার চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতো এক এক করে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠছিল। আজ থেকে কয়েকবছর আগে এরকমই এক বিকেলে কফিশপে ঐশীর সাথে তিনি অপেক্ষা করছিলেন অভীকের। আর আজ নাতিকে নিয়ে বসে আছেন ব্যালকনিতে। এই কটা বছর যেন ঝড়ের বেগে কেটে গেল। নাতির সাথে খেলতে খেলতে সুর্যের দিকে তাকিয়ে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন রজতাভ। ঘোর কাটল সুজাতার ডাকে। তাকিয়ে দেখলেন সুজাতা পাশে এসে দাঁড়িয়েছেন। সুজাতা হেসে পাশের চেয়ারে বসে বললেন, “কি ভাবছেন রজতদা?”

- ভাবছি সময়গুলো কত তাড়াতাড়ি কেটে যায়। এই সেই ঐশী যার ডায়পার বদলাতে গিয়ে গলদঘর্ম হতে হত আমাকে। পিরিয়ডের সময় মনে করে ব্যাগে প্যাড ঢুকিয়ে না দিলে যে মেয়ে বিপদে পড়ে যেত। দিনের শেষে যে মেয়ের বাপির আদর ছাড়া চলত না সেই মেয়ে কত তাড়াতাড়ি বড়ো হয়ে গেল। সে দিনের সেই পুঁচকে মেয়েটা আজ মা হয়ে গেছে।

- সময়ের কাজই তো বয়ে চলা রজতদা। তাকে কি কেউ আটকাতে পারে? আমার অভিকেই দেখুন। এই সেদিন পর্যন্ত যে ছেলে আমার কোলে কোলে ঘুরতো। সেই ছেলে আজ আমাদের দুটো পরিবারকে এক করে নিয়ে দায়িত্ব কাঁধে নিয়েছে। যে ছেলের বিয়ে নিয়ে আমার মনে সন্দেহ ছি‌ল সেই ছেলে আজ বাবা হয়ে নিজের সন্তানের অন্নপ্রাশন করাচ্ছে।

- সত্যিই ছেলেমেয়ে দুটো দেখতে দেখতে কত‌ বড়ো হয়ে গেল। ঠিকই বলেছ সুজাতা। সময়ের কাজ তো বয়ে চলা। সে বয়ে চলে আপন খেয়ালে নদীর মতো। কখনো সম্পর্ক নামক পারে চিড় ধরায়। কখনো পুরোনো ক্ষতে প্রলেপ লাগিয়ে সারিয়ে তোলে। কাউকে ভীষণ কাছের করে তোলে, আবার কাউকে দুরে সরিয়ে দেয়।

- সেদিন মিথ্যেটা না ব‌‌ললেও পারতেন।

রজতাভর ঘোর কাটে। তিনি তাকান সুজাতার দিকে, “কোন মিথ্যে?” সুজাতা নাতির দিকে চোখ রেখে বলেন, “কাজিরাঙার সেই দুপুরের কথাটা তো অর্ধ সত্য ছিল রজতদা।” 

রজতাভ নাতির মাথার চুলে বিলি কাটতে কাটতে বলেন,“তোমার কি মনে হয় সত্যিটা জানালে ওরা মেনে নিত? মানত না সুজাতা! কেউ মানতে পারবে না। ঊর্মি মেনে নিতে পারেনি। ওরাও পারত না। এদের প্রজন্ম, সমাজ যতই আধুনিক হোক না কেন একজন পরপুরুষ আর পর স্ত্রীর সম্পর্ককে মেনে নেওয়া এদের পক্ষে অসম্ভব। পরকীয়া যতই আইনি ভাবে বৈধ হোক না কেন ততদিন এটা স্বাভাবিক হবে না যতদিন সমাজ না মেনে নিচ্ছে এটাকে। এই যে তুমি প্রতি সন্ধ্যায় সিরিয়াল দেখো, খেয়াল করে দেখেছ প্রতিটা সিরিয়ালে যাদের খলনায়িকা হিসেবে দেখানো হয় তারা প্রত্যেকে নায়কের সাথে বা নায়িকার বরের সাথে পরকীয়ায় লিপ্ত। অর্থাৎ সিরিয়ালেই বলে দেওয়া হচ্ছে পরকীয়া সংসারের প্রতি ক্ষতিকারক। এতে সংসার ভাঙে। একবার ভেবে দেখো যেখানে সিরিয়ালেই এই মেসেজ দেওয়া হয় সেই সমাজে আমাদের সম্পর্ককে মেনে নেওয়া হবে কি করে?আর যদি সেদিন আমি সবটা বলে দিতাম ওদের তার ফলশ্রুতি কি হত বলো তো?অভীক আর ঐশীর সম্পর্কটা ভেঙে যেত। সারাজীবনের মতো আমরা ওদের চোখে নিচে নেমে যেতাম। একজন বাবা হয়ে নিজের মেয়ের জীবন এভাবে নষ্ট হোক তা আমি চাইনি। তাই মিথ্যেটা বলতে বাধ্য হয়েছিলাম। আমাদের নিজের জীবন তো আমাদের ভুলে কোনযুগেই শেষ হয়ে গেছে সুজাতা। সেই ভুলের মাশুল আমাদের সন্তানেরা গুনবে তা আমি চাই না সুজাতা। তাছাড়া আমি মনে করি বাবা-মা আর সন্তানের মধ্যে একটা লাইন ড্র করে রাখা ভীষণ জরুরী সুজাতা! নাহলে সর্বনাশ অবসম্ভাবী। ওরা ততটাই জানবে যতটা আমি জানাব। ওরা ততটাই দেখবে যতটা আমি দেখাবো।

- কিন্তু তাই বলে এভাবে! এতো মিথ্যে রজতদা! ওরা তো কোনোদিন না কোনোদিন সত্যিটা জানতে পারবে!

- হোক মিথ্যে! যে সত্যিটা বললে একটা সংসার বা দুজন মানুষের জীবন নষ্ট হয় সেটা বলার চেয়ে মিথ্যে বলাই ভালো। সত্যিটা তো সাহস করে বলেছিলাম আমি ঊর্মিকে। কি পেলাম? সেই দুপুরে করা একটা ভুলে শাস্তি হিসেবে ঊর্মি আমাকে একা ছেড়ে চলে গেল। তুমি অপবাদের ভয়ে সব সম্পর্ক চুকিয়ে স্বেচ্ছায় অজ্ঞাতবাস গ্রহণ করলে। এতগুলো বছর পর যদি আবার সত্যিটা বলতাম তাহলে যে সর্বনাশ হয়ে যেত সুজাতা। ওদের জীবনটা নরক হয়ে যেত ঠিক যেমন আমাদের হয়েছিল। ওদের চোখে‌ আমরা খারাপ হয়ে যেতাম। 

- কিন্তু সত্যিটা তো একদিন প্রকাশ্যে আসবেই রজতদা!ওরা সবটা জানতে পারবে! তখন কি হবে? 

সুজাতার কথা কিছুক্ষণের জন্য থমকে যান রজতাভ। তার মনে পড়ে যায় সেই অভিশপ্ত দুপুরের কথা। না পুরোটা মিথ্যে বলেননি তিনি। তবে গোপন করে গেছেন অনেক কথা ওদের কাছ থেকে। সেদিন তথাগতকে নিয়ে সুজাতার সাথে কথা বলা, সুজাতার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন সবটাই সত্যি। শুধু ঘটনাগুলো ঘটেছিল দুপুরে নয়, সকালবেলায়। সেদিন সকালে সুজাতার ওষুধে জ্বর কমলেও দুপুরে তা আবার বেড়ে যায়। দুপুরে সুজাতা যখন খাবার দিতে এলেন জ্বরের ঘোরে তিনি তখন উন্মাদপ্রায়। সুজাতা তাকে ডাকতে গিয়ে আবিস্কার করলেন জ্বরটা আবার বেড়েছে। আর তিনি সুজাতার স্পর্শকে জ্বরের ঘোরে তিনি ঊর্মির স্পর্শ বলে কল্পনা করে বসলেন। জ্বরের ঘোরে তিনি সুজাতাকে টেনে নিলেন নিজের বুকে। সুজাতা সবটা বুঝতে পেরে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও রজতাভর সাথে পেরে উঠলেন না। রজতাভ সুজাতার সমগ্র দৈহিক, বাক্য প্রতিরোধ উপেক্ষা করে, দুহাতে সুজাতাকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দিলেন। তারপর সারা দুপুর তিনি সুজাতাকে ঊর্মি ভেবে ভোগ করলেন।

অনেকপরে যখন রজতাভর হুশ ফিরে এল ততক্ষণে যা সর্বনাশ হবার হয়ে গেছে। সেদিনের পর থেকে তিনি সুজাতার চোখে চোখ রেখে কথা বলার সাহস আর না পেলেও প্রতি মুহূর্তে ক্ষমা চেয়েছেন নিজের পাপের জন্য। কাজিরাঙ্গা থেকে ফেরার পর তিনি বার বার চিঠি লিখেছেন সুজাতাকে। একটা চিঠিরও উত্তর পাননি। শেষ চিঠিটা নিয়ে যখন ঊর্মির কাছে ধরা পড়ে গেলেন তখন সবটা শিকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না রজতাভর কাছে। ভেবেছিলেন ঊর্মি রাগ করবেন, কথা বলবেন না। তেমন হলে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যাবেন। নিজের চরমতম শাস্তির জন্য প্রস্তুত ছিলেন রজতাভ। কিন্তু ঊর্মি যে তাকে এত বড়ো শাস্তি দেবেন তা তিনি বুঝতে পারেন নি। আজও ঊর্মির বলা শেষ কথাগুলো অভিশাপের মতো রজতাভর কানে বাজে। রোজ রাতে ঘুমের অতলে তাড়িয়ে বেড়ায়। রোজ তিনি শুনতে পান ঊর্মির ঘৃণায় ভরা সেই কথাগুলো, “তুমি মানুষটা ভীষণ ভয়ংকর রজতাভ! সাপের চেয়েও ভয়ংকর! তোমাকে ভালোবাসা যায়, জড়িয়ে ধরা যায়, কান্না পেলে কাঁধে মাথা রেখে কাঁদা‌ যায় কিন্তু বিশ্বাস? না! আর তোমায় বিশ্বাস করা যায় না! আর বাকি রইল ক্ষমা! তার কোনো প্রশ্নই ওঠে না। কারণ বাঘ যখন রক্তের স্বাদ একবার পায় তাকে শিকার করা থেকে আটকানো অসম্ভব! আজ যদি তোমায় ক্ষমা করি তাহলে তুমি আবার একই ভুল করবে! ও নয় তো অন্য কেউ হবে তোমার শিকার। আর তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না কেন জানো? তুমি জেনেশুনে একটা নিস্পাপ মেয়েকে পাপে জড়িয়েছ! তাকে পাঁকে‌ নামিয়ে পাপ করতে বাধ্য করেছ! ওকে কথার জালে বিবশ করে ভোগ করেছ! তোমাকে আমি হাড়ে হাড়ে চিনে গেছি রজতাভ! আমার দুঃখ কোথায় জানো? সে বেচারি নিজেকে দোষী ভেবে দুরে সরে গেছে। যদি আমার শক্তি থাকতো তাহলে ওকে খুঁজে বের করে জড়িয়ে ধরে বলতাম,‘তোর কোনো দোষ নেই!তুই নিজেকে শাস্তি দিস না!শাস্তি তো ওর প্রাপ্য!’ বলে তোমার সাথে সব সম্পর্ক ছিন্ন করতাম। কিন্তু আমার কপাল দেখো! তোমার সন্তানকে গর্ভে ধারন করার জন্য মরতে বসেছি। তোমার বিষাক্ত স্পর্শে আমার আয়ু কমে গেছে! এই মুহূর্তে তোমাকে দেখে আমার গা গুলোচ্ছে রজতাভ মজুমদার! বমি পাচ্ছে! নেহাত আমার মৃত্যুর পর আমার সন্তানকে দেখার কেউ নেই বলে তোমার কাছে রেখে যাচ্ছি। কিন্তু খবরদার রজতাভ! তোমার এই সুন্দর সুপুরুষ মুখের পেছনে যে কুৎসিত, নোংরা, ঘৃণ্য পরজীবী মুখটা আছে সেটার আভাস যাতে আমার মেয়ে না পায়!আর জেনে রাখো তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না!আমার মৃত্যুর পর তুমি আমার মৃতদেহকে স্পর্শ করবে না!”

সেই অভিশপ্ত দুপুরের পাপের প্রায়শ্চিত্তের আগুনে এতগুলো বছর পুড়েছেন রজতাভ। রোজ রাতে ঈশ্বরের কাছে, ঊর্মির কাছে নতজানু হয়ে ক্ষমা চেয়েছেন। প্রতিটা মুহূর্তে কেঁদেছেন নিজের ভুলের জন্য। অভীকের আসল পরিচয় জানার পর ভেবেছিলেন এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন। ঠিক করেছিলেন সুজাতার সাথে তিনি যে অন্যায় করেছিলেন তার প্রায়শ্চিত্তস্বরূপ ঐশী আর রজতের চার হাত এক করে দেবেন। শুধু একটাই ভয় ছিল তার মনে। সুজাতা কি তাকে ক্ষমা করতে পেরেছেন? সেদিন রাতে সুজাতার থেকে ওরকম ঠাণ্ডা ব্যবহার পেয়ে ভয়টা আরো বেড়ে গিয়েছিল। কিন্তু সুজাতা যখন ঐশী আর অভীকের বিয়ে দিতে রাজি হলেন সেদিন তিনি বুঝেছিলেন অবশেষে সুজাতা তাকে ক্ষমা করেছেন।  ঐশী আর অভীকের চারহাত এককরে শান্তি পেয়েছিলেন তিনি। ভেবেছিলেন এতদিনে তার পাপ থেকে মুক্তি হল তার। কিন্তু ফেলে আসা অতীত যে এভাবে তার সামনে আবার চলে আসবে তা তিনি ভাবতে পারেননি। সেদিন যদি তিনি মিথ্যে না বলতেন তাহলে তার সেই অতীতের আগুন ঐশী-অভীকের জীবনটাও ছাড়খাড় করে দিত। 

ভাবতে ভাবতে সুজাতার কথার জবাব দেন রজতাভ, “ কেউ জানতে পারবে না সুজাতা! তাছাড়া আমি চাই না সেদিন দুপুরে যা ঘটেছিল সেটা আমার মনের মণিকোঠায় গোপন ক্ষতের মতো বন্দী হয়ে থাকবে। সে পাপ, সে অপরাধের দায়, সে অভিশাপ সম্পুর্ণ আমার। আর সেই অভিশাপ, সেই ক্ষতটা আমার সাথেই এই পৃথিবী থেকে লুপ্ত হবে। আর কেউ জানতে পারবে না সেদিন ঠিক কী হয়েছিল।”

“কোন দিন কি হয়েছিল বাপি?” ঐশীর ডাকে চমকে গিয়েও পর মুহূর্তে নিজেকে সামলে হেসে‌ রজতাভ বলেন,“ ঐ পুরোনো দিনের ঘটনা। তোর শ্বশুর মানে তথাগত একবার এরকমই এক অনুষ্ঠানে যা কাণ্ড করেছিল বলার মতো নয়। সেটারই কথা মনে পড়ছিল।”

“কি ঘটনা?” ব্যালকনিতে আরেকটা চেয়ার নিয়ে বসে ঐশী। রজতাভ হেসে বলেন,“ আর বলিস না! দার্জিলিং-এ আমাদের বাড়ির কথা তো বলেছি তোদের। তা সেখানে...।” বলে পুরোনো এক ঘটনার স্মৃতি রোমন্থন করেন রজতাভ। পুরোটা শুনে হাসতে হাসতে চেয়ারে গড়িয়ে পড়ে ঐশী। সুজাতার মুখেও পুরোনো দিনের কথা মনে করে হাসির রেখা ফুটে ওঠে। বিকেলের অস্তরাগের আলোয় তিনজন মানুষ মেতে ওঠেন পুরোনো স্মৃতিকথায়।

(সমাপ্ত)

বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

অস্তরাগ ত্রয়োবিংশ পর্ব



রজতাভ অভীকের দিকে তাকিয়ে হেসে বললেন, “তারপর আর কি? বাপ-মেয়েতে নতুন করে জীবনযাপন শুরু করলাম। ঊর্মির মারা যাবার তেরোদিন পর পারলৌকিক কাজ সেরে ঠিক করলাম যে কারনে ঊর্মি আমার উপর অভিমান করে চলে গেছে সেই স্মৃতিস্বরূপ চিঠিগুলোর কোনো চিহ্ন আমি রাখবো না। সুজাতা যখন নিজেই সব সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছে তখন আমিও আর কোনো সম্পর্ক রাখবো না। ঠিক করলাম সুজাতাদের সাথে থাকা আমাদের সব স্মৃতি মুছে দেব। সেই মতো একদিন আমাদের সব ছবি, চিঠি খুঁজে বের করে পুড়িয়ে দিলাম আমি। শুধু পোড়ালাম না ঊর্মির ডাইরিগুলো। কারন ওগুলো ছিল আমার ঊর্মির শেষ স্মৃতি। ঠিক করলাম যে ডাইরির পাতায় সুজাতার উল্লেখ থাকবে সেই পাতাগুলো বাদ দিয়ে ডাইরিগুলো তুলে দেবো ঐশীর হাতে। আমাদের জীবনে যে সুজাতাদের কোনো অস্তিত্ব ছিল তা কিছুতেই জানতে দেব না ঐশীকে। কিন্তু মানুষ ভাবে এক‌ আর হয় আরেক। নিয়তি আবার আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। যেকারনে আমি আর সুজাতা পরস্পরের থেকে দুরে সরে গিয়েছিলাম ঠিক সেই কারনে আমরা পরস্পরের সামনে চলে এলাম। আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের অতীতের ছায়া তোমাদের উপর না পড়ুক। অথচ দেখো ঠিক তাই হল। তোমাদের চারহাত এক হয়ে গেল। ঊর্মির এই ডাইরিটা তোমরা কোথা থেকে পেলে জানি না। কিন্তু ডাইরি পড়ে তোমরা যতটুকু জেনেছ তা অর্ধেক সত্যি। বাকিটুকু শোনার পরেও যদি তোমাদের মনে হয় আমরা অপরাধী তাহলে তোমরা যা শাস্তি দেবে মাথা পেতে নেব। শুধু দুটো কথাই বলার আছে। প্রথমত ঐ মানুষটার সাথে আমার কোনো অবৈধ্য সম্পর্ক নেই। কোনো কালেই ছিল না। যা ছিল তা সম্পূর্ণ বন্ধুত্বের সম্পর্ক। আর এই সম্পর্ককে যদি তোমরা নোংরা মনে করো তাহলে আমার কিছু করার নেই। কিন্তু ঐ মানুষটাকে তোমরা কিছু বলো না। ঐ মানুষটার কোনো দোষ নেই। ও সম্পূর্ণ নির্দোষ।”

কিছুক্ষণ থেমে  রজতাভ আবার বলতে শুরু করেন,“সেদিনের পর প্রায় তেইশটা বছর কেটে গেছে। তোমার মায়ের সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। আমিও কোনো চেষ্টা করিনি কারন সেটা করলে তোমার মায়ের সাথে যে বন্ধুত্বের সম্পর্কটা তৈরি হয়েছিল সেটাকে অশ্রদ্ধা করা হত। যেখানে সুজাতা নিজেই সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল সেখানে যদি আমি এগোতাম তাহলে তোমার মা সমস্ত সমাজের কাছে ছোটো হয়ে যেত। এমনিতেও সে সময়টায় একজন পুরুষ ও আরেকজন স্ত্রীর নিখাদ বন্ধুত্বকে সমাজ ভালো চোখে দেখত না। এখনও দেখে না। তার উপর একজন বিবাহিত অপরজন সদ্য বিপত্নীক। তাই সব দিক ভেবে তোমার মায়ের সিদ্ধান্ত কে সম্মান দিয়ে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম আর দেখা হবে না আমাদের। কিন্তু আমাদের ভাগ্য আবার পরস্পরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল। তোমার সাথে ঐশীর আলাপ,পরে বন্ধুত্ব হয়ে গেল। ধীরে ধীরে সে সম্পর্ক প্রেমে গড়াল এবং সেদিন কফিশপে সুজাতার সাথে আবার দেখা হয়ে যাবার পর আবিস্কার করলাম তুমি আমাদের সুজাতার ছেলে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না তবে এতগুলো বছর পর সেদিনই আবার দেখা হল আমাদের। আর আমি দেখলাম এতবছর পরেও সুজাতা ঠিক আগের মতোই আছে। সেই হাসিখুশি, প্রাণোচ্ছল, তবে সেই প্রগলভতা আর নেই। বরং একটা শান্তভাব এসেছে। ঐদিন ঐশীকে যেভাবে সুজাতা প্রথম দেখাতেই আপন করে নিল বিশ্বাস করো সেদিন মনে একটা প্রশান্তি অনুভব করেছিলাম। কারণ আমি বুঝেছিলাম আমার মেয়ে শাশুড়ি নয় আবার ওর মাকে পেতে চলেছে। কাল যদি আমি মরেও যাই আমার মেয়েটাকে সামলানোর মতো দুজন মানুষ থাকবে। যাদের একজনের সাথে একসময় আমার আত্মার সম্পর্ক ছিল। সেদিনই ঠিক করলাম যে করেই হোক তোমাদের চার হাত এক করতে হবেই। সেই মতো আমি প্রস্তাব রাখলাম সুজাতার কাছে। ভেবেছিলাম সুজাতা হয়তো রাজি হবে না এ প্রস্তাবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সুজাতা রাজি হল। তারপরের ঘটনা তো তোমাদের জানা।”


কথাগুলো বলে একটু থামলেন রজতাভ। গোটা ঘরে তখন নিস্তব্ধতা বিরাজ করছে। শুধু আর সুজাতার ফোপানোর শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। অভীক গম্ভীর মুখ করে মেঝের দিকে তাকিয়ে স্থির হয়ে বসে আছে। ঐশীর অবস্থাও তথৈবচ। কিছুক্ষণ পর অভীকের দিকে তাকিয়ে রজতাভ বলেন, “সবটা জানার পরেও যদি তোমাদের বিচারে আমরা দোষী হই তাহলে আমার কিছু বলার নেই। শুধু কটা প্রশ্ন আছে। তোমাদের জেনারেশন বেশ ম্যাচিওর আর স্মার্ট। আমাদের থেকে তোমরা অনেকটা ক্যাজুয়াল। তোমরা এখন বড় হয়েছ, বিয়ে করে সদ্য দাম্পত্য জীবনে পা দিয়েছ। আশা করি প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে আছে। তোমাদের কী মনে হয়,দুজন মানুষের মধ্যে কী নিখাদ বন্ধুত্বের সম্পর্ক তৈরী হতে পারে না? দুজন মানুষের সংসার থেকে বীতশ্রদ্ধ হয়ে পরস্পরের কাছে আশ্রয় কামনা করে থাকাটা কি ভুল? দুজন মানুষ যদি আশ্রয়ের খোঁজে বেরিয়ে পরস্পরকে দোসর হিসেবে খুঁজে পায় তাহলে আপত্তি কোথায়? তাদের সেই নিখাদ বন্ধুত্বের সম্পর্ককে তোমরা কি নাম দেবে? আর সব থেকে বড়ো প্রশ্ন যেটা আমি ঊর্মিকে করতে পারিনি সেটাই তোমাদের করছি। দুজন একা মানুষের মধ্যে গড়ে ওঠা নিখাদ বন্ধুত্ব কি গুরুতর অপরাধ? নাকি পাপ? যদি তা না হয়ে থাকে তাহলে এতগুলো বছর আমাদের জ্বলতে হল কেন? কেন তোমার মাকে অপবাদের ভয়ে সারাজীবন এই পাণ্ডববরিজিত জায়গায় কাটাতে হল? কেন আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ঐশীর মা ছেড়ে চলে গেল? কেন এত বছর পর আমাকে তোমাদের কাছে জবাবদিহি করতে হচ্ছে? আমার জায়গায় তোমরা থাকলে কি করতে? বলতে পারবে? জানা আছে জবাবগুলো?জানি পারবে না! যদি পারতে তাহলে ঐ যে সোফায় বসে তখন থেকে কেঁদে চলা মানুষটাকে এতবছর পর একটা ডাইরির লেখাকে ভিত্তি করে সন্দেহ করতে না। এভাবে নাটকীয়ভাবে আমাদের কে কাঠগড়ায় তুলতে না। বরং সোজাসুজি জিজ্ঞেস করতে ডাইরিটার ব্যাপারে। কিন্তু তোমরা তা করোনি। করেছ কি? বরং উল্টে নিজের বাবা-মায়ের চরিত্রকে সন্দেহ করেছ! মানছি আশ্রয়ের খোঁজে মানুষটাকে আমি মুহূর্তের জন্য দুর্বল করে তুলেছিলাম ঠিকই। কিন্তু মানুষটাকে একবারের জন্যেও কালিমালিপ্ত করিনি আমি। যেটা তোমরা আজ প্রকারান্তরে করলে! ঊর্মির কাছে সবটা জানাজানি হবার পরেও সব দোষ আমি নিজে মাথা পেতে নিলেও যার দিকে অভিযোগের একটা আঙুলও তুলতে দিইনি। সেই মানুষটার চরিত্র নিয়ে আজ তারই সন্তান সন্দেহপ্রকাশ করছে। এত সংঘর্ষের পর যে মানুষটা তোমাকে নিজের আদর্শ, শিক্ষায় মানুষ করে তুলল, এতটা আঘাত বোধহয় তার প্রাপ্য ছিল না। আজ যেটা তোমরা করলে সেটা ও ডিজার্ভ করতো না।"


কথাগুলো বলতে বলতে রজতাভর গলাটা হাল্কা ধরে এলেও তাতে একটা প্রচ্ছন্ন অভিমানের সুর ধরা পড়ে। সুজাতার দেহটা কান্নার দমকে কেঁপে ওঠে আবার। ঐশী সুজাতাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলেও ওর দু গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। অভীক স্থির হয়ে মেঝেতে দৃষ্টি রেখে বসে থাকে কিছুক্ষণ। তারপর উঠে ধীরপায়ে হাটতে হাটতে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর সুজাতাকে নিয়ে ঐশীও চলে যায় সুজাতার ঘরে। রজতাভ বৈঠকখানায় বসে থাকেন একা।


******


- আর মাত্র আধ ঘন্টা!


- সাড়ে এগারোটা বেজে গেছে?


- উহু! এগারোটা পঁচিশ।


- ডাক্তার তো বলল সাড়ে বারোটায় অপারেশন করবে!


- হুম! তবে তোকে ওটিতে নিয়ে যাবে বারোটার দিকে।


- এত আগে কেন?


- কি জানি? কি সব প্রসিডিওর আছে বলল।


- বাপি কোথায়?


- বাইরে বসে আছেন। যা হাবভাব বুঝলাম তোর চেয়ে বেশী টেনশনে তো উনি পড়ে গেছেন।


- মানে?


- মানেটা হল আমার শ্বশুরমশাই এমন প্যানিকড হয়ে আছেন যেন ওনার মেয়ের নয় ওনারই সিজার হবে।


- ধ্যাত! কিসব আলফাল বকছিস?লাথি মারবো হারামী!


- বিশ্বাস না হলে ভেতরে ডাকছি ওনাকে। নিজেই দেখে নে। 


- ইস! বাপি সবসময় এরকম টেনসড ফিল করে।


- ওনার আর কি দোষ বল? মেয়ে যদি প্রেগনেন্ট হবার পরেও এরম ধিঙ্গিপনা চালিয়ে যায়। তাহলে বাবার চিন্তা বেড়েই যায়।


- বটে? একবার এখান থেকে বেরোই,তারপর তোকে দেখাব ধিঙ্গিপনা কাকে বলে?


- ঐ দেখো আবার রেগে যাচ্ছে! 


- রাগব না? সালা একে টেনশন হচ্ছে কি হবে না হবে তার উপর তুই আমাকে ইরিটেট করছিস!


- আচ্ছা ঠিক আছে আর করব না।


বলে কান ধরে অভীক। অভীকের কাণ্ড দেখে ফিক করে হেসে ফেলে ঐশী। অভীক ঐশীর একটা হাত ধরে বলে,“ একটা কথা বলবি?”


ঐশী অভীকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে,“কী?”


- তুই রেডি তো? মানে ভয় করছে না তো?


- একটু যে ভয় করছে না তা নয়। তবে ওটুকু চলে। তা অভীকবাবুর কি মনে হয়? কে আসতে চলেছে? জুনিয়র অভীক না জুনিয়র ঐশ্বর্য?


- যেই আসুক। দুজনকেই স্বাগত জানানো হবে। ঐশী...


- কী?


- কিছু না। থ্যাঙ্ক ইউ ফর এভরিথিং! দাঁড়া তোর বাপিকে ভেতরে পাঠাচ্ছি। নাহলে উনি টেনশনে টেনশনে পাগল হয়ে যাবেন।


বলে ঐশীর কপালে একটা চুমু খেয়ে কেবিন থেকে বেড়িয়ে আসে অভীক। ততক্ষণে কেবিনের বাইরেও আরেক নাটকের সৃষ্টি হয়েছে। কেবিনের বাইরে বেঞ্চে বসে আছেন সুজাতা। আঁচলে মুখ চাপা দিয়ে হাসি লুকিয়ে রজতাভকে দেখছেন। আর রজতাভ কেবিনের বাইরে ক্রমাগত পায়চারী করে যাচ্ছেন। সুজাতা একসময় থাকতে না পেরে বলে ফেললেন, “একটু শান্ত হয়ে বসুন তো রজতদা। এত চিন্তা করলে হয়? এসব অভিকে মানায়। আপনাকে নয়। আপনাকে দেখে মনে হচ্ছে যেন অভি নয় আপনি বাবা হতে চলেছেন।”


রজতাভ পায়চারী করতে করতে বলে ওঠেন, “তুমি বুঝবে না সুজাতা! বাবা হবার কি জ্বালা! এত বড়ো অপারেশন হতে চলেছে মেয়েটার। না জানি কি হতে চলেছে! নির্ঘাত ভয় পাচ্ছে মেয়েটা। বাবা হয়ে চিন্তা হবে না?”


সুজাতা হেসে বলেন, “সব ঠিক হয়ে যাবে রজতদা। আমিও তো সন্তানের জন্ম দিয়েছি নাকি? আপনি শান্ত হয়ে বসুন। আপনাকে এভাবে দেখলে তো ঐশী চিন্তায় পড়ে যাবে। ওকে অপারেশনের আগে হাসিখুশি আর টেনশন ফ্রি রাখতে হবে আমাদের।”


প্রত্যুত্তরে রজতাভ কিছু একটা বলতে যাচ্ছিলেন অভীককে কেবিন থেকে বেরোতে দেখে থেমে এগিয়ে যান।


- ঐশীর কি খবর? কি করছে? নেহাত ভয় পাচ্ছে তাই না?


- ভেতরে গিয়েই দেখে নিন। 


বলে নির্বিকার মুখে সরে দাঁড়ায় অভীক। রজতাভ ঢুকে যান কেবিনে আর তার সাথে সাথে অভীক ফিক করে হেসে ফেলে। সুজাতাও আঁচল নামিয়ে হাসেন। অভীক হাসতে হাসতে মায়ের পাশে বসতেই সুজাতা জিজ্ঞেস করেন, “কি বুঝলি?”


- বুঝলাম মেয়ের থেকে মেয়ের বাবার চিন্তা অনেক বেশী। 


- রজতদা চিরকাল এরকমই। সিরিয়াস বিষয় নিয়ে চিন্তা করবে না অথচ সামান্য বিষয় নিয়ে টেনশনে পড়ে যাবে। আরে এখন কি আর আগের মতো চিকিৎসা ব্যবস্থা আছে? এখন কত উন্নত হয়ে গেছে সব কিছু। এত চিন্তা করলে চলে?


বলতে বলতে হাসেন সুজাতা। অভীক মায়ের কাঁধে‌ মাথা রাখে। সুজাতা হাত বাড়িয়ে দেন অভীকের মাথায়। সেদিনের ঘটনার পর পাঁচ বছর কেটে গেছে। সেদিন রজতাভর স্বীকারোক্তি পর অভীক সারারাত ঘুমোতে পারেনি। নিজের মাকে সন্দেহ করার অপরাধবোধ তাকে কুড়ে খাচ্ছিল। পরদিন সকালে সুজাতাদেবী ছেলেকে প্রাতরাশের জন্য ডাকতেই মাকে জড়িয়ে হাউহাউ করে কেঁদেছিল অভীক। মা-ছেলের সেই মানভঞ্জনের দৃশ্য দেখে রজতাভ বুঝেছিলেন এতদিনে তার শাপমোচন ঘটেছে। তারপর বিগত পাঁচবছরে অভীক নিজের পায়ে দাঁড়িয়েছে। নিজের সাথে সাথে সুজাতা আর রজতাভর দায়িত্বও সে নিয়েছে। চাকরি থেকে অবসর নেওয়ার পর এখন ওরা চারজন একসাথেই থাকেন। সুজাতার মনে আছে তিনি যখন রজতাভকে ঐশীর মা হওয়ার খবর দিয়েছিলেন রজতাভ বাচ্চাদের মতো হাউহাউ করে কাঁদছিলেন। তারপর থেকে ঐশীর যাবতীয় যত্ন দুজনে মিলে করে এসেছেন। আজ ঐশীর ডেলিভারি ডেট পড়েছে। ডাক্তারবাবু নর্মাল এবং সিজারিয়ান দুটো অপশনই দিয়েছিলেন। ঐশীর যাতে কষ্ট না হয় তাই রজতাভরা সিজারিয়ান ডেলিভারি বেছে নিয়েছেন। আর শেষ মুহূর্তে এসে রজতাভর চিন্তা আরো বেড়ে গেছে এই ভেবে যে অপারেশন ঠিকঠাক হবে কিনা? সুজাতা যতই বোঝাবার চেষ্টা করছেন রজতাভ ততটাই অবুঝ হয়ে উঠছেন। 


ঠিক বারোটার একটু আগে নার্সিংহোমের স্টাফরা ঐশীকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। রজতাভ ঐশীর পিছু পিছু কিছুদুর যাবার পর থেমে গেলেন। তারপর শুরু হল সকলের এক অনন্ত প্রতিক্ষা। ঘড়ির কাঁটা যেন কিছুতেই ঘুড়তে চায় না। রজতাভ ঠায় দাঁড়িয়ে রইলেন অপারেশন থিয়েটারের সামনে। বেশ কয়েকঘন্টা কেটে যাবার পর নার্স বেরিয়ে এসে জানালেন অপারেশন সাকসেসফুল। ঐশীর ছেলে হয়েছে। মা আর সন্তান দুজনেই সুস্থ। কিছুক্ষণ পর ঐশীকে কেবিনে নিয়ে যাওয়া হবে। 


খবরটা শোনার পর অভীক একটা দীর্ঘশ্বাস ফেলে হাসে। সুজাতা দুটো হাত জড়ো করে কপালে ঠেকিয়ে ঈশ্বরের কাছে ধন্যবাদ জানান। আর রজতাভ থরথর করে কাঁপতে কাঁপতে বেঞ্চে বসে পড়েন তারপর দুহাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করেন।


(আগামী পর্বে সমাপ্য)

রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২

অস্তরাগ দ্বাবিংশতম পর্ব


এই পর্যন্ত বলে সিগারে শেষ টান দিয়ে চায়ের কাপে গুঁজে সোনার ব্যাকরেস্টে হেলান দেন রজতাভ। সুজাতা‌ মুখে হাত‌‌ দিয়ে বসে থাকেন। পাশে ঐশী সুজাতাকে জড়িয়ে ধরে বসে থাকেন। কাপে থাকা সিগারটা থেকে তখনও সদ্য ধোঁয়া উঠছে। সেই ধোঁয়ার দিকে তাকিয়ে বুঁজে আসা গলায় অভীক বলে ওঠে, “তারপর?”


অভীকের দিকে‌ তাকিয়ে ম্লান হাসেন রজতাভ, “তারপর আর কি?বিকেলের মধ্যে আমার জ্বর সেরে গেল! আরো চারদিন সেখানে থেকে ফিরে এলাম আমরা। তবে ফেরার সময় জানলাম আমরা একা নই। এই পৃথিবীতে আমার মতো আরেকজন আছে। যে সুখী না হয়েও সুখী থাকার অভিনয় করে চলেছে। অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। বিশ্বাস করো সেদিন সুজাতার আশ্বাসে আমার মনোবল অনেক বেড়ে গেল। আমি আবার সাহস পেলাম ঊর্মিকে ফিরিয়ে আনার। কাজিরাঙ্গা থেকে ফেরার পর প্রতি রবিবার সুজাতাদের ফোন করতাম আমরা। ঊর্মির সাথে অনবরত কথা বলত সুজাতা। সেখানে আমি কয়েকটা কথা বলেই দায় সাড়তাম। সুজাতার সাথে আমার কথা হত অন্যপথে। তখনকার দিনে এই হোয়াটসঅ্যাপ,মেসেঞ্জার ছিল না। ছিল চিঠি, পোষ্টকার্ড। সুজাতার সাথে প্রতি মাসে আমি চিঠিতে কথা বলতাম। রোজকার প্রগ্রেস, মনের ভাব লিখে রাখতাম কাগজে তারপর সেটা পাঠাতাম ওকে। সুজাতাও তাই করত। অবশেষে আমার তপস্যা সফল হল। ঊর্মিকে ফেরাতে পারলাম আমি। আমাদের জীবন আগের মতোই চলতে লাগল। তারপর একদিন ঊর্মি জানাল ঐশীর খবর। সেদিন আমার কি আনন্দ হয়েছিল বলে বোঝানো অসম্ভব। সেদিন রাতেই চিঠি লিখেছিলাম আমি। সুজাতাকে জানিয়েছিলাম খবরটা। তারপর সেটাকে পরদিন ডাকে ফেলে দিয়েছিলাম। সেই আমার পাঠানো শেষ চিঠি।”


রজতাভ হেসে বলেন, “কথায় আছে শাক দিয়ে মাছ ঢাকার যতই চেষ্টা করো না কেন? একদিন না একদিন ধরা পড়বেই! সেদিন তাই হল। আমাদের এই চিঠি চালাচালি ধরা পড়ল। আর পড়বি তো পর একেবারে ঊর্মির হাতে।” 

"তখন ঊর্মি পূর্ণগর্ভা। ডাক্তারবাবু ডেট দিয়েছেন ১১ই ডিসেম্বর। আমরা ঐশীর আগমনের প্রহর গুনছি। ঊর্মির ইচ্ছে একটা মেয়ে হোক। আমি চাইছি একটা ছেলে। ঠিক করেছি মেয়ে হলে নাম দেব ঐশ্বর্য। ছেলে হলে নাম হবে অজয়। দুজনে বাজি রেখেছি এ নিয়ে। মোট কথা যে দাম্পত্য সুখ থেকে মাঝের কটা বছর বঞ্চিত ছিলাম ঊর্মি সেই সুখে ভরিয়ে দিয়েছে আমাকে। সুখের সাগরে ভাসছি দুজনে। এমন সময় চিঠিটা এসে পৌঁছল ঊর্মির হাতে। সেদিন ছিল ৯ ডিসেম্বর। দুদিন পর বিকেলে ঊর্মিকে হাসপাতালে অ্যাডমিট করার কথা। সেদিন সকালেই ঘটল ঘটনাটা।


******

মনের সুখে বাজার সেরে বাড়ি ফিরল রজতাভ। আজকের বাজারটা ঊর্মির মন মতো হবেই। ঊর্মি বোয়ালমাছ খেতে ভালোবাসে বলে অনেকটা বোয়ালমাছ নিয়ে এসেছে সে। ইচ্ছে আছে নিজে হাতে রান্না করে ঊর্মিকে খাওয়াবে।‌‌  সন্তানসম্ভবা হবার পর থেকে শুধু রান্নাঘর নয় রজতাভ ঊর্মিকে আর ঘরের সব কাজ থেকে ছুটি দিয়েছে। ঊর্মির কাজ শুধু আরাম করে শুয়ে বসে প্যাম্পারড হওয়া আর রজতাভর কাজ তদারকি করা। রজতাভ নিজেই রান্না করে ওকে ভালোমন্দ খাওয়ায়। আজ মাংস, কাল মাছ তো পরশু চাইনিজ,যাই হোক না কেন চটজলদি রান্না করে দেয় সে। শুধু খাবারই কেন? ঊর্মির যখন যেটা চাই একবার মুখ ফুটে বললেই হল, রজতাভ সঙ্গে সঙ্গে হাজির করে দেয়। যেমন একদিন হঠাৎ সন্ধ্যেবেলা ঊর্মির ইচ্ছে হল আইসক্রিম খাবে। ব্যাস! রজতাভকে বলতেই সে ছুটল বাজারে। আইসক্রিমের সাথে নিয়ে এল তেলেভাজা আর আচারও।‌ কারন এই সময় ঊর্মির মন বোঝা অসম্ভব। এই আইসক্রিমের ক্রেভিং হচ্ছে কিছুক্ষণ পর টক খেতে চাইবে। আর হয়ও তাই! আইসক্রিমের সাথে বাকি জিনিসগুলো রাখতেই ঊর্মি তুলে নেয় আচারের শিশিটাকে। আঙুলে করে অল্প আচার মুখে দিয়েই জিভে টক করে শব্দ করে টিভি দেখতে থাকে । আর রজতাভ লেগে পড়ে ঘরের কাজে।‌ 


কলিং বেলটা‌ বাজাতেই ঊর্মি দরজা খুলে দিয়ে চলে গেল ড্রয়িংরুমে। রান্নাঘরে ঢুকে বাজারের ব্যাগ থেকে মাছের প্লাস্টিকটা বের করে সিঙ্কে রাখল রজতাভ। তারপর জামার হাতা গুটিয়ে শুরু করল মাছ ধোয়া। মাছটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করতে করতে রজতাভ শুনতে পেল কলিংবেলের শব্দ। মাছটাকে ম্যারিনেট করে হাত ধুয়ে রজতাভ রান্নাঘর থেকে বেরিয়ে দেখল ঊর্মি ড্রয়িংরুমে দাঁড়িয়ে আছে। ওর হাতে ধরা একাধিক কাগজ আর একটা চিঠির খাম। খামটা খুলে ঊর্মি ততক্ষণে চিঠিটা পড়া শুরু করেছে। 


চিঠির খামটা দেখা মাত্র রজতাভ থমকে গেল। রজতাভ বুঝতে পারল ও ধরা পড়ে গেছে। আর কোনো উপায় নেই। সে চোখ বুঁজে বসে পড়ল সোফায়। ঊর্মি চিঠিটা শেষ করে স্থিরদৃষ্টিতে তাকাল রজতাভর দিকে। তারপর থমথমে গলায় জিজ্ঞেস করল, “এটা কী?”


******

“চিঠিটাতে দেখতে গেলে তেমন কিছুই ছিল না। সামান্য কয়েকটা কথাবার্তা, কিছু খবর আর কয়েকটা একান্ত গোপন মনের কথা যা দুজন বন্ধুর মধ্যে থাকতে পারে। কিন্তু ঊর্মি সেটা বুঝতে চাইল না। ওর একটাই কথা, সুজাতা কেন আমায় চিঠি লিখল? এমন কী কথা আছে আমাদের মধ্যে যা ফোনে বলা যাবে না? আর এইসব কথার মানে কী?” বলতে বলতে আরেকটা সিগার ধরালেন রজতাভ। তারপর সোফায় সোজা হয়ে বসে বললেন, “ সেই দিনের চিঠিটা নিয়ে ঊর্মি ভীষণ রিঅ্যাক্ট করল। ওকে আমি কিছুতেই বোঝাতে পারলাম না যে সুজাতা আর আমার মধ্যে কিছু নেই। আমরা দুজন বন্ধুমাত্র। যে বন্ধুত্ব আমাদের অজান্তেই গভীর হয়ে উঠেছে। যে বন্ধুত্বে কোনো নোংরামো নেই। কোনো প্রত্যাশা নেই! সুজাতা যেমন ঊর্মির বেস্টি হয়ে উঠেছে তেমনই আমারও অত্যন্ত কাছের একজন সুহৃদ হয়ে উঠেছে। ঊর্মি মানল না। আমাদের সম্পর্ককে ও সন্দেহ করতে শুরু করল। এমনকি নোংরা ইঙ্গিত করতেও বাধল না তার। তোমাদের সৌভাগ্য যে তোমরা ঊর্মির রাগ দেখোনি। রাগলে ঊর্মির যুক্তিবোধ লুপ্ত হয়ে যেত। আর সেই রাগটাকে ও পুষে রাখত বহুদিন। কিন্তু সেদিন ঊর্মির রাগ এতটাই বাড়ল যে শেষ পর্যন্ত সেটাই ওর কাল হয়ে গেল।”


বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন রজতাভ। তারপর সিগারে আরেকটা টান দিয়ে বললেন, “রাগের মাথায় সেদিন আমাকে যা নয় তা বলে যেতে লাগল ঊর্মি। সুজাতাকে নিয়ে অজস্র নোংরা কথায় বিঁধতে লাগল আমাকে। আমি ওকে পাগলের মতো বোঝাতে চাইলাম। কিন্তু ও বুঝল না। যা নয় তা বলতে লাগল সুজাতার নামে। ক্রমে আমারও ধৈর্য্য কমে আসছিল। শেষে আমিও জড়িয়ে পড়লাম তর্কে। কথাকাটি ক্রমশ বাড়তে লাগল। শেষে বাধ্য হয়ে থাকতে না পেরে এত বছর যা করিনি তাই করে বসলাম আমি! হিতাহিত ভুলে ঊর্মির গায়ে হাত তুললাম আমি!”


বলতে বলতে রজতাভর গলা ধরে আসে। কথা বলা থামিয়ে মাখা নত করে তিনি বসে থাকেন কিছুক্ষণ। তারপর একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করেন, “তখন বুঝতে পারিনি চড়টা এত জোরে লেগে যাবে। চড়টা মারার সাথে সাথেই সম্বিত ফিরে আসতেই বুঝতে পারলাম কি ভুলটাই না করেছি আমি। চড় খেয়ে ঊর্মি গালে হাত‌ দিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। আমি নতজানু হয়ে বসে ওকে জড়িয়ে ধরলাম। ঊর্মি প্রাণপণে আমাকে বাধা দিতে চাইলেও পারল না। কিল, ঘুষি, চড়, আচড় কিছুই বাদ গেল না। কিন্তু আমি ওকে কিছুতেই ছাড়লাম না। অনেক সংঘর্ষের পর এক সময় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল ঊর্মি। তারপর আমাকে আকড়ে ধরে হাউহাউ করে কাঁদতে লাগল। আমি চুপ করে ওকে জড়িয়ে ধরে বসে রইলাম অনেকক্ষণ।”


বলে সিগারে‌ শেষ‌ টান দিয়ে কাপে অবশিষ্টাংশটা গুঁজে রজতাভ বললেন, “ সেদিনের পর দুদিন আমরা পরস্পরের সাথে প্রয়োজন ছাড়া আর কোনো কথা বলিনি। বা বলা ভালো ঊর্মিই আমার সাথে কোনো কথা বলতে চায়নি। ঐ দুটো দিন পাগলের মতো ওর কাছে মাথা কুটেছি। ওর সাথে কথা বলার, আমার মতটা জানানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু ঊর্মি আমাকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগও দেয়নি। বরং একটা মিথ্যে অভিমানে আমাকে আবার দূরে সরিয়ে দিয়েছিল। ওকে আমি আর বোঝাতে পারিনি যে সুজাতা আর আমার মধ্যে কোনো অবৈধ্য সম্পর্ক নেই। আমাদের মধ্যে যেটা আছে‌ সেটা নিখাদ বন্ধুত্ব ছাড়া আর কিছু নয়। সেই মিথ্যে অভিমানেই ঐশীকে জন্ম দিয়ে সেপ্টিসেমিয়ায় সাতদিনের মাথায় আমাকে একা রেখে চলে গেল ঊর্মি। আর সেই খবরটা জানার পর সুজাতাও সব সম্পর্ক ছিন্ন করে অজ্ঞাতবাসে চলে গেল। এই পৃথিবীতে আমি একেবারে একা হয়ে গেলাম। একবার মনে হয়েছিল নিজেকে‌ শেষ করে দিই। চিরতরে এই পৃথিবী থেকে মুছে দিই রজতাভ মজুমদারকে কিন্তু পারলাম না। ঐ যে সুজাতার পাশে বসে আছে মেয়েটা, ওই আমাকে শেষ হয়ে যেতে দিল না। আমাকে বাঁচার নতুন পথ দেখাল। মেয়েটাকে নিয়ে নতুন করে জীবন শুরু করলাম আমি।”


ঐশীর দিকে তাকিয়ে কথাগুলো বলে মৃদু হাসলেন রজতাভ। ঐশী ততক্ষণে সুজাতাকে জড়িয়ে পাথরের মতো বসে আছে। দু গাল বেয়ে বেড়িয়ে আসছে অশ্রুধারা। অভীকের চোখও জলশূন্য নেই। কিছুক্ষণ পর ধরা গলায় অভীক জিজ্ঞেস করল, “তারপর?”


রজতাভ অভীকের দিকে তাকিয়ে হেসে বললেন, “তারপর আর কি? বাপ-মেয়েতে নতুন করে জীবনযাপন শুরু করলাম। ঊর্মির মারা যাবার তেরোদিন পর পারলৌকিক কাজ সেরে ঠিক করলাম যে কারনে ঊর্মি আমার উপর অভিমান করে চলে গেছে সেই স্মৃতিস্বরূপ চিঠিগুলোর কোনো চিহ্ন আমি রাখবো না। সুজাতা যখন নিজেই সব সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছে তখন আমিও আর কোনো সম্পর্ক রাখবো না। ঠিক করলাম সুজাতাদের সাথে থাকা আমাদের সব স্মৃতি মুছে দেব। সেই মতো একদিন আমাদের সব ছবি, চিঠি খুঁজে বের করে পুড়িয়ে দিলাম আমি। শুধু পোড়ালাম না ঊর্মির ডাইরিগুলো। কারন ওগুলো ছিল আমার ঊর্মির শেষ স্মৃতি। ঠিক করলাম যে ডাইরির পাতায় সুজাতার উল্লেখ থাকবে সেই পাতাগুলো বাদ দিয়ে ডাইরিগুলো তুলে দেবো ঐশীর হাতে। আমাদের জীবনে যে সুজাতাদের কোনো অস্তিত্ব ছিল তা কিছুতেই জানতে দেব না ঐশীকে। কিন্তু মানুষ ভাবে এক‌ আর হয় আরেক। নিয়তি আবার আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। যেকারনে আমি আর সুজাতা পরস্পরের থেকে দুরে সরে গিয়েছিলাম ঠিক সেই কারনে আমরা পরস্পরের সামনে চলে এলাম। আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের অতীতের ছায়া তোমাদের উপর না পড়ুক। অথচ দেখো ঠিক তাই হল। তোমাদের চারহাত এক হয়ে গেল। ঊর্মির এই ডাইরিটা তোমরা কোথা থেকে পেলে জানি না। কিন্তু ডাইরি পড়ে তোমরা যতটুকু জেনেছ তা অর্ধেক সত্যি। বাকিটুকু শোনার পরেও যদি তোমাদের মনে হয় আমরা অপরাধী তাহলে তোমরা যা শাস্তি দেবে মাথা পেতে নেব। শুধু দুটো কথাই বলার আছে। প্রথমত ঐ মানুষটার সাথে আমার কোনো অবৈধ্য সম্পর্ক নেই। কোনো কালেই ছিল না। যা ছিল তা সম্পূর্ণ বন্ধুত্বের সম্পর্ক। আর এই সম্পর্ককে যদি তোমরা নোংরা মনে করো তাহলে আমার কিছু করার নেই। কিন্তু ঐ মানুষটাকে তোমরা কিছু বলো না। ঐ মানুষটার কোনো দোষ নেই। ও সম্পূর্ণ নির্দোষ।”


(চলবে...)

বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২

অস্তরাগ একবিংশতম পর্ব


(পাঠকের সুবিধার্থে খেই ধরিয়ে দেওয়ার জন্য আগের পর্বের কিছু অংশ  তুলে দেওয়া হল।) 

রজতাভ বিরক্তিতে ভরা গলায় বলে, “দরকার নেই! আমার আর খিদে নেই!”

- সে তোমার নাই থাকতে পারে। কিন্তু আমার আছে। সকালে এক জোড়া পাউরুটি ছাড়া আর কিছু জোটেনি। আর দুপুরের কথা তো ছেড়েই দিলাম। অগত্যা ক্ষুন্নিবৃত্তির জন্য কিছু তো খেতে হবে! তাই আমি যাচ্ছি আমার জন্য ডিমটোস্ট বানাতে। তুমি বরং তোমার জামাটা পাল্টে নাও। ভাতে-ডালে মাখামাখি হয়ে গেছে। আমি চললাম।

বলে ট্রে হাতে সুজাতা চলে যায় রান্নাঘরে। কিছুক্ষণ পর সুজাতা যখন আবার ট্রে সাজিয়ে ফিরল ততক্ষণে রজতাভ পোশাক পাল্টে বিছানায় শুয়ে পড়েছে। ট্রে-টা খাটের পাশে রেখে চেয়ারে বসে সুজাতা খেতে শুরু করল। শব্দ শুনে রজতাভ পিছন ফিরে সুজাতাকে দেখে  জিজ্ঞেস করল, “কি ব্যাপার? এ ঘরে বসে খাচ্ছ যে?”

- উপায় কী বলো রজতদা? ঊর্মি যে একটা বাচ্চা ছেলের দায়িত্ব দিয়ে গেছে। চোখের আড়াল করলে যদি আবার কিছু করে বসে!তাই চোখে চোখে রাখতে হচ্ছে।

- উফ সুজাতা তুমি থামবে!

- যতক্ষণ তোমার এই ছেলেমানুষি না থামছে ততক্ষণ পর্যন্ত তো কোনো প্রশ্নই ওঠে না!

- সুজাতা!

- ভদ্রমহিলার এককথা! মিছিমিছি জেদ করে লাভ নেই! এতে তোমারই ক্ষতি। ঊর্মি বড় ভালো মেয়ে রজতদা।

- ওকে বুঝিয়ে লাভ নেই সুজাতা! ও বুঝবে না। বরং তোমাকেও ভুল বুঝে বসবে।

রজতাভ চোখ থেকে হাত নামিয়ে তাকায় দরজার দিকে। সুজাতা এগিয়ে এসে বিছানায় বসে।

- কিছু ভুল বুঝবে না। আমি আছি তো! আমি ঠিক বুঝিয়ে বলব। তবে তার আগে জানতে চাই এই বন্ধুত্বের সম্পর্কে তুমি রাজি কিনা?

- রাজি যদি না হতাম তাহলে এতক্ষণে অনেক কিছুই করতে পারতাম সুজাতা। তুমি কিছু করতে পারতে না। এই গোটা বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। আর এই দুর্যোগে চিৎকার করলেও কেউ আসবে না। চাইলে আমি জোর করে অনেক কিছুই করতে পারতাম। তুমি যা ভেবেছ তা করতেও আমাকে কেউ আটকাতে পারতো না। কিন্তু তা আমি করিনি কেন জানো? আমার ভালোবাসার স্পর্শ, মনের দোসরের প্রয়োজন হলেও এতটাও চরিত্রহীন হয়ে উঠিনি যে আমার স্ত্রীর সহোদরা না হলেও বোনের চেয়ে কম নয় এমন স্ত্রীকে নিজের অঙ্কশায়িনী করবো। এতে যেমন বিশ্বাসঘাতকতা করা হবে, তেমনই একাধিক সম্পর্ক নষ্ট হবে। নিজের চোখে আমি ছোটো হয়ে যাব। তুমি কি ভেবেছিলে? মুহূর্তের সুযোগ নিয়ে আমি তোমার কাছে আশ্রয় চাওয়ার নামে…ছিঃ! তুমি আমাকে এতদিনে এই চিনলে সুজাতা? তুমি আমাকে দাদা ডাকো। এতটুকু বিশ্বাস নেই দাদার উপর? মেজর রজতাভ মজুমদারের চরিত্র অতোটাও নীচু নয় যে ঊর্মিকে ভালোবাসা সত্ত্বেও অন্য নারীর কাছে আশ্রয় চাইবে। তার সাথে শারীরিকভাবে… ছিঃ! তুমি আমাকে এত নীচ ভাবতে পারলে?

- না মানে আমি ওভাবে মিন করতে চাইনি। কিন্তু পুরুষজাতটাকে আমি হাড়ে হাড়ে চিনি তো!

- বটে? তা এখন পর্যন্ত কটা পুরুষের সাথে সাক্ষাত হয়েছে শুনি? আমি তো জানতাম তুমি দুজনকেই চেন। নাকি ভেতর ভেতর আরো অনুরাগী আছে?

- ইস! তোমার মুখে কি কিছু আটকায় না?

- এই রাগ করলে নাকি? আমি কিন্তু মজা করছিলাম।

- তা রাগ করবো না? তখন থেকে আমার স্বামীর নামে যা নয় তা বলে চলেছ। এমনকি আমাকে আরেকটু হলে বিশ্বাসঘাতিনীতে পরিণত করতে। রাগ করার কারণ হিসেবে কম কী?

- সে তো এমনি এমনি বলছিলাম। কিন্তু বিশ্বাস করো আমি কোনো নোংরা ইঙ্গিত করিনি। আমি শুধু তোমার কষ্টটা ভাগ করে নিতে চেয়েছি। এক বন্ধুর মতো।

- সে কারণেই তো প্রস্তাবটা দিলাম। নাহলে সোজা কমপ্লেন করতাম ঊর্মির কাছে। ইস! আবার বাচ্চাদের মতো গোঁসা করেছে!

- ইচ্ছে করে করেছি নাকি? করেছি তো অভিমানে।

- ইস! আবার অভিমান করা হয়েছে! স্বামী-স্ত্রীর মধ্যে ওরকম একটু-আধটু ঝামেলা হয়। সেটাকে নিজেদের মধ্যে মিটিয়ে নিতে হয়। আমাকেই দেখো। তথাগতর সাথে রোজ অ্যাডজাস্ট করি আমি। সংসার মানে এক বিছানায় শোয়া, একছাদের নিচে একসাথে থাকা বা একে অপরের দায়িত্ব নেওয়া নয়! সংসার মানে হল অ্যাডজাস্টমেন্ট। কথাটা নাটকীয় শোনালেও হাড়ে হাড়ে সত্যি। আর এটা একপাক্ষিক নয়। দুই দিক থেকেই চাই। মানছি একটা মানুষ যতই কঠোর হোক না কেন দিনের শেষে তারও একটা আশ্রয়ের প্রয়োজন হয়। কিন্তু তার মানে এই নয় সে ঘরের মানুষটাকে ছেড়ে বাইরে আশ্রয় খুঁজে বেড়াবে। সেটা উচিতও নয়। প্রয়োজনে সেই মানুষটাকে বোঝাতে হবে! তাকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে ভুলটা কোথায়?

- তোমার কি মনে হয়? ঊর্মি বুঝবে?

- বুঝতে হবে! এবং সেটা তুমিই বোঝাবে। 

রজতাভ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, “বুঝলাম!”

“কি বুঝলে?” সুজাতা তাকায় রজতাভর দিকে। রজতাভ হেসে বলে, “বড়ো সড়ো ঝামেলা বাঁধতে চলেছে। যাকগে একটা কথা ছিল।”

- কী?

- ঝামেলা লাগার আগে একটু শক্তির প্রয়োজন। কারন ঊর্মিকে সামলানো ভীষণ চাপের। তাই বলছিলাম যে একটু খাবার হলে মন্দ হত না।

- থাক! ঢের অভিনয় হয়েছে। আমি জানতাম তুমি কথাটা তুলবে। তাই তোমার ভাগের খাবারটাও বানিয়েছিলাম। নিয়ে আসছি সেটা। চুপচাপ খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করো।

বলে রান্নাঘর থেকে খাবারের প্লেটটা নিয়ে এনে রজতাভর হাতে ধরিয়ে দেয় সুজাতা। তারপর দুজনে খেতে বসে। সুজাতা দেখে রজতাভ গোগ্রাসে খাচ্ছে। দেখে বোঝাই যাচ্ছে ভীষণ ক্ষুধার্ত ও। প্লেটে থাকা পাউরুটি চিবোতে চিবোতে রজতাভর খাওয়া দেখতে থাকে সুজাতা।   

খাওয়া শেষ হলে প্লেট দুটো নিয়ে সুজাতা ঘরের বাইরে বেরোতে যাবে এমন সময় ঝপ করে ঘরের আলো নিভে যায় আর তার সাথে সাথে গোটা বাংলো কেঁপে ওঠে বাজের শব্দে, তারপর মুষলধারে বৃষ্টি নামে। আলো নিভে যাওয়ার সময় সুজাতা থমকে গেলেও বাজের শব্দে চমকে ওঠে। রজতাভ সঙ্গে সঙ্গে বিছানার পাশে থাকা পকেট টর্চ বের করে জ্বালিয়ে চিৎকার করে ডাকে, “সুজাতা?”

সুজাতা নিজেকে সামলে নিয়ে বলে, “আমি ঠিক আছি রজতদা। তুমি শান্ত হয়ে বসো। বিছানা থেকে নামবে না। এদিকে এরকমই হয়। একটু বাজ পড়লে, বা বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। এক কাজ করো, টর্চটা আমায় দাও। আমি প্লেটগুলো রেখে জেনারেটরের সুইচটা অন করে আসছি।”

রজতাভ টর্চ হাতে বিছানা থেকে নেমে বলে, “তুমি একা পারবে না। চলো আমি তোমাকে আলো দেখিয়ে দিচ্ছি।” সুজাতা মাথা নাড়ে, “একদম না! তুমি বিশ্রাম করো। আমি যাচ্ছি।”

- বললাম তো একহাতে প্লেট নিয়ে তুমি পারবে না। চলো আমিও যাচ্ছি তোমার সাথে। এখন আর অতো দুর্বল লাগছে না আমার।

- কোনো দরকার নেই! আমি পারবো। তুমি টর্চটা দাও।

রজতাভ সুজাতার কথায় পাত্তা না দিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। সুজাতা রজতাভর পেছন পেছন বেরিয়ে আসে ঘর থেকে। তারপর রান্নাঘরে গিয়ে খাবার প্লেটগুলো সিঙ্কে রেখে হাত ধুয়ে বেরিয়ে আসে সুজাতা। তারপর এগিয়ে যায় ড্রয়িংরুমের এককোণের দিকে। রজতাভ টর্চের আলো দিয়ে পথ দেখায় তাকে। ড্রয়িংরুমের এককোণে সুইচবোর্ডের সামনে এসে দাঁড়ায় সুজাতা। তারপর সুইচবোর্ডের পাশে থাকা একটা লিভারে হ্যাচকা টান দেয়। কিন্তু লিভার নামাতে পারে না। বেশ কয়েকবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে সুজাতা সরে দাঁড়ালে হাল ধরে রজতাভ। সুজাতা টর্চের আলো দেখায়। বেশ কয়েকটা হ্যাচকা টান দিতে গিয়ে সে বোঝে সুইচটা কোথাও জ্যাম হয়ে গেছে। রজতাভ তাও হাল ছাড়ে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লিভারটা নামিয়ে দিতেই ড্রয়িংরুমের আলোটা জ্বলে ওঠে। 

আলোটা জ্বলে ওঠামাত্র কলিংবেল সশব্দে বেজে ওঠে। সুজাতা এক ছুটে দরজাটা খোলামাত্র তথাগতরা প্রবেশ করে ঘরের ভেতর। দুজনেই প্রায় কাকভেজা হয়ে ঘরে ঢুকেছে। রজতাভ ড্রয়িংরুমের সোফায় বসে ওদের দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, “ইস! দুজনে একেবারে ভিজে চিপ্পুস হয়ে গেছো দেখছি! কি দরকার ছিল এই ঝড়বৃষ্টি মাথায়‌ করে ফেরার? কোথাও একটু থেমে যেতে পারতে!”

সুজাতা দরজা আটকে দৌড়ে দুজনকে তোয়ালে এগিয়ে দেয়। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে দুজনে যে যার ঘরের ভেতর ঢুকে যায়। তথাগত পোশাক পাল্টে ড্রয়িংরুমে সোফায় বসে সিগারেট ধরিয়ে বলে,

-  আর বোলো না! স্পটে পৌঁছে কিছুক্ষণ ঘোরার সাথে সাথে দেখি আকাশের কোণে মেঘ জমেছে। মেঘের ধরণ দেখেই বুঝেছি এ ভোগাবে! সঙ্গে সঙ্গে ঊর্মিকে তাড়া দিলাম। এখানে মাঝে মাঝে এরকম অকাল বর্ষণ ঘটে বুঝলে? এমনিতে তেমন ভোগায় না তবে যখন হয় নাস্তানাবুদ করে ছাড়ে। ওসব এখন বাদ দাও। আগে বলো শরীর কেমন আছে এখন?

সুজাতার দিকে একবার তাকিয়ে রজতাভ বলে,“একটু ভালো। সকালের সেই কাঁপুনিটা নেই। আর তোমার সু যা সেবা করেছে সেটাতেই একবেলায় উঠে বসেছি। আর বারান্দার দরজা খুলে বৃষ্টিতে জুলজুল চোখে ওয়াইল্ডলাইফ দেখেছি।

- ধুস! ওটা আবার দেখা হলো নাকি! আসল দেখা তো আমরা দেখলাম। তুমি জানো না কি মিস করলে তুমি। 

- ও বাদ দাও! পরে আবার শরীর ঠিক থাকলে দেখব। তা ঊর্মির কি খবর?ও আনন্দ পেয়েছে?

- ওর থেকেই শুনে নাও! প্রথম প্রথম মনমরা ছিল ঠিকই তবে এখন দারুণ উপভোগ করছে চারদিক। ফেরার পথেই তো কত পশু দর্শন হল আমাদের! যাদের টাওয়ারে বসে দুরবীনে দেখার কথা তারা আজ ফেরার পথে গাড়ির আশেপাশে এসে দাঁড়িয়েছিল। বলতে গেলে একদম কাছ থেকে দেখা।

তথাগতর কথা চলাকালীন ঊর্মি পোশাক পাল্টে একটা হাউজকোট পরে ড্রয়িংরুমে ঢোকে। রজতাভর পাশের সোফায় বসে গায়ে হাত দিয়ে জ্বর বোঝার চেষ্টা করে তারপর সুজাতাকে জিজ্ঞেস করে, “ক্যালপল কটার দিকে দিয়েছিলি?” 

সুজাতা হেসে বলে,“বাহ! এসেই  গিন্নিপনা চালু! ওরে তোর বর অক্ষত আছে! ক্যালপল দিয়েছিলাম বারোটার দিকে। তারপর ঘুমিয়ে কাটিয়েছে সারাদিন।”

ঊর্মি সুজাতার কথায় পাত্তা না দিয়ে রজতাভকে জিজ্ঞেস করে, “কিছু খেয়েছ?”

রজতাভ সুজাতার দিকে আড়চোখে তাকিয়ে মনে মনে ফিক করে হেসে বলে, “এই মাত্র খেয়ে উঠলাম। ”

- কী খেলে?

- আমার কথা রাখো। তোমরা কিছু খেয়েছ? দেখে তো মনে হচ্ছে ব্রেকফাস্ট ছাড়া আর কিছু জোটেনি। 

- আগে বলো কি খেলে?

রজতাভ ফিক করে হেসে বলে, “জ্বর মুখে ভাত-ডালে রুচি হচ্ছিল না বলে রাজকীয় ডিমটোষ্ট আর নুনছাড়া চিকেন স্টু গলাধঃকরণ করেছি। এবার তোমাদেরও যদি ভাত-ডালে রুচি না হয় তাহলে তোমরাও খেতে পারো। কি তথাগত? আপত্তি নেই তো?”

তথাগত চুপ করে রজতাভদের কার্যকলাপ দেখছিল। রজতাভর প্রশ্নে হেসে বলে, “না! তেমন আপত্তি নেই।‌ এই অবেলায় খিদে‌ মেটার‌ মতো খাবার পেটে পড়লেই হল।”

তথাগতর কথা শুনে সুজাতা উঠে দাঁড়ায়। তারপর পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তথাগতদের জন্য ডিমটোষ্ট,আর চিকেন স্টু নিয়ে ডাইনিং টেবিলে রেখে ডাক দেয়। তথাগতরা ড্রয়িংরুম থেকে ডাইনিং টেবিলে এসে বসে। সুজাতা পরিবেশন করে দেয় দুজনকে। তারপর টেবিলে বসে। 

টেবিলের এপাশ থেকে‌ সুজাতা দেখে রজতাভ হাসিমুখে‌ ঊর্মির সাথে‌ গল্প করে চলেছে। সুজাতা অপলকে দেখতে থাকে রজতাভকে। কি অদ্ভুত মানুষ এই রজতাভ! এই একটু আগে এই মানুষটাকেই  ঊর্মির থেকে মানসিকভাবে দুরে সরে যাওয়ার জন্য হাউ হাউ করে কাঁদতে দেখেছে সে। দাম্পত্যজীবনে সুখের খোঁজ হারিয়ে ফেলে উদভ্রান্তের মতো প্রলাপ বকতে দেখেছে সে। অথচ সেই মানুষটাই এখন স্ত্রীর সাথে খুনশুটি করে চলেছে। নিজে হাতে খাই সত্যি! রজতাভ দারুণ অভিনেতা।‌ অবশ্য সেও বা অভিনয়ে কম কীসে? রোজ সেও যে একজন সুখী মানুষের চরিত্রে‌ অভিনয় করে। রজতাভদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সুজাতা।

******

এই পর্যন্ত বলে সিগারে শেষ টান দিয়ে চায়ের কাপে গুঁজে সোনার ব্যাকরেস্টে হেলান দেন রজতাভ। সুজাতা‌ মুখে হাত‌‌ দিয়ে বসে থাকেন। পাশে ঐশী সুজাতাকে জড়িয়ে ধরে বসে থাকেন। কাপে থাকা সিগারটা থেকে তখনও সদ্য ধোঁয়া উঠছে। সেই ধোঁয়ার দিকে তাকিয়ে বুঁজে আসা গলায় অভীক বলে ওঠে, “তারপর?”

অভীকের দিকে‌ তাকিয়ে ম্লান হাসেন রজতাভ, “তারপর আর কি?বিকেলের মধ্যে আমার জ্বর সেরে গেল! আরো চারদিন সেখানে থেকে ফিরে এলাম আমরা। তবে ফেরার সময় জানলাম আমরা একা নই। এই পৃথিবীতে আমার মতো আরেকজন আছে। যে সুখী না হয়েও সুখী থাকার অভিনয় করে চলেছে। অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। বিশ্বাস করো সেদিন সুজাতার আশ্বাসে আমার মনোবল অনেক বেড়ে গেল। আমি আবার সাহস পেলাম ঊর্মিকে ফিরিয়ে আনার। কাজিরাঙ্গা থেকে ফেরার পর প্রতি রবিবার সুজাতাদের ফোন করতাম আমরা। ঊর্মির সাথে অনবরত কথা বলত সুজাতা। সেখানে আমি কয়েকটা কথা বলেই দায় সাড়তাম। সুজাতার সাথে আমার কথা হত অন্যপথে। তখনকার দিনে এই হোয়াটসঅ্যাপ,মেসেঞ্জার ছিল না। ছিল চিঠি, পোষ্টকার্ড। সুজাতার সাথে প্রতি মাসে আমি চিঠিতে কথা বলতাম। রোজকার প্রগ্রেস, মনের ভাব লিখে রাখতাম কাগজে তারপর সেটা পাঠাতাম ওকে। সুজাতাও তাই করত। অবশেষে আমার তপস্যা সফল হল। ঊর্মিকে ফেরাতে পারলাম আমি। আমাদের জীবন আগের মতোই চলতে লাগল। তারপর একদিন ঊর্মি জানাল ঐশীর খবর। সেদিন আমার কি আনন্দ হয়েছিল বলে বোঝানো অসম্ভব। সেদিন রাতেই চিঠি লিখেছিলাম আমি। সুজাতাকে জানিয়েছিলাম খবরটা। তারপর সেটাকে পরদিন ডাকে ফেলে দিয়েছিলাম। সেই আমার পাঠানো শেষ চিঠি।”

“শেষ চিঠি কেন?” ঐশী বলে ওঠে। রজতাভ হেসে বলেন, “কথায় আছে শাক দিয়ে মাছ ঢাকার যতই চেষ্টা করো না কেন? একদিন না একদিন ধরা পড়বেই! সেদিন তাই হল। আমাদের এই চিঠি চালাচালি ধরা পড়ল। আর পড়বি তো পর একেবারে ঊর্মির হাতে।” 

(চলবে...)

সাদা অর্কিডের দেশে অন্তিম পর্ব

হোটেলে ফেরার পর লাগেজ গুছিয়ে নিতে বেশিক্ষণ সময় লাগল না মধুজার। শুধুমাত্র কালকের বাড়ি ফেরার সময়ের পোশাকগুলো বাইরে রেখে চটপট অতীন আর ওর জামাকা...