অনুসরণকারী
সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
অস্তরাগ অন্তিম পর্ব
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
অস্তরাগ ত্রয়োবিংশ পর্ব
রজতাভ অভীকের দিকে তাকিয়ে হেসে বললেন, “তারপর আর কি? বাপ-মেয়েতে নতুন করে জীবনযাপন শুরু করলাম। ঊর্মির মারা যাবার তেরোদিন পর পারলৌকিক কাজ সেরে ঠিক করলাম যে কারনে ঊর্মি আমার উপর অভিমান করে চলে গেছে সেই স্মৃতিস্বরূপ চিঠিগুলোর কোনো চিহ্ন আমি রাখবো না। সুজাতা যখন নিজেই সব সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছে তখন আমিও আর কোনো সম্পর্ক রাখবো না। ঠিক করলাম সুজাতাদের সাথে থাকা আমাদের সব স্মৃতি মুছে দেব। সেই মতো একদিন আমাদের সব ছবি, চিঠি খুঁজে বের করে পুড়িয়ে দিলাম আমি। শুধু পোড়ালাম না ঊর্মির ডাইরিগুলো। কারন ওগুলো ছিল আমার ঊর্মির শেষ স্মৃতি। ঠিক করলাম যে ডাইরির পাতায় সুজাতার উল্লেখ থাকবে সেই পাতাগুলো বাদ দিয়ে ডাইরিগুলো তুলে দেবো ঐশীর হাতে। আমাদের জীবনে যে সুজাতাদের কোনো অস্তিত্ব ছিল তা কিছুতেই জানতে দেব না ঐশীকে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। নিয়তি আবার আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। যেকারনে আমি আর সুজাতা পরস্পরের থেকে দুরে সরে গিয়েছিলাম ঠিক সেই কারনে আমরা পরস্পরের সামনে চলে এলাম। আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের অতীতের ছায়া তোমাদের উপর না পড়ুক। অথচ দেখো ঠিক তাই হল। তোমাদের চারহাত এক হয়ে গেল। ঊর্মির এই ডাইরিটা তোমরা কোথা থেকে পেলে জানি না। কিন্তু ডাইরি পড়ে তোমরা যতটুকু জেনেছ তা অর্ধেক সত্যি। বাকিটুকু শোনার পরেও যদি তোমাদের মনে হয় আমরা অপরাধী তাহলে তোমরা যা শাস্তি দেবে মাথা পেতে নেব। শুধু দুটো কথাই বলার আছে। প্রথমত ঐ মানুষটার সাথে আমার কোনো অবৈধ্য সম্পর্ক নেই। কোনো কালেই ছিল না। যা ছিল তা সম্পূর্ণ বন্ধুত্বের সম্পর্ক। আর এই সম্পর্ককে যদি তোমরা নোংরা মনে করো তাহলে আমার কিছু করার নেই। কিন্তু ঐ মানুষটাকে তোমরা কিছু বলো না। ঐ মানুষটার কোনো দোষ নেই। ও সম্পূর্ণ নির্দোষ।”
কিছুক্ষণ থেমে রজতাভ আবার বলতে শুরু করেন,“সেদিনের পর প্রায় তেইশটা বছর কেটে গেছে। তোমার মায়ের সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। আমিও কোনো চেষ্টা করিনি কারন সেটা করলে তোমার মায়ের সাথে যে বন্ধুত্বের সম্পর্কটা তৈরি হয়েছিল সেটাকে অশ্রদ্ধা করা হত। যেখানে সুজাতা নিজেই সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল সেখানে যদি আমি এগোতাম তাহলে তোমার মা সমস্ত সমাজের কাছে ছোটো হয়ে যেত। এমনিতেও সে সময়টায় একজন পুরুষ ও আরেকজন স্ত্রীর নিখাদ বন্ধুত্বকে সমাজ ভালো চোখে দেখত না। এখনও দেখে না। তার উপর একজন বিবাহিত অপরজন সদ্য বিপত্নীক। তাই সব দিক ভেবে তোমার মায়ের সিদ্ধান্ত কে সম্মান দিয়ে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম আর দেখা হবে না আমাদের। কিন্তু আমাদের ভাগ্য আবার পরস্পরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল। তোমার সাথে ঐশীর আলাপ,পরে বন্ধুত্ব হয়ে গেল। ধীরে ধীরে সে সম্পর্ক প্রেমে গড়াল এবং সেদিন কফিশপে সুজাতার সাথে আবার দেখা হয়ে যাবার পর আবিস্কার করলাম তুমি আমাদের সুজাতার ছেলে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না তবে এতগুলো বছর পর সেদিনই আবার দেখা হল আমাদের। আর আমি দেখলাম এতবছর পরেও সুজাতা ঠিক আগের মতোই আছে। সেই হাসিখুশি, প্রাণোচ্ছল, তবে সেই প্রগলভতা আর নেই। বরং একটা শান্তভাব এসেছে। ঐদিন ঐশীকে যেভাবে সুজাতা প্রথম দেখাতেই আপন করে নিল বিশ্বাস করো সেদিন মনে একটা প্রশান্তি অনুভব করেছিলাম। কারণ আমি বুঝেছিলাম আমার মেয়ে শাশুড়ি নয় আবার ওর মাকে পেতে চলেছে। কাল যদি আমি মরেও যাই আমার মেয়েটাকে সামলানোর মতো দুজন মানুষ থাকবে। যাদের একজনের সাথে একসময় আমার আত্মার সম্পর্ক ছিল। সেদিনই ঠিক করলাম যে করেই হোক তোমাদের চার হাত এক করতে হবেই। সেই মতো আমি প্রস্তাব রাখলাম সুজাতার কাছে। ভেবেছিলাম সুজাতা হয়তো রাজি হবে না এ প্রস্তাবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সুজাতা রাজি হল। তারপরের ঘটনা তো তোমাদের জানা।”
কথাগুলো বলে একটু থামলেন রজতাভ। গোটা ঘরে তখন নিস্তব্ধতা বিরাজ করছে। শুধু আর সুজাতার ফোপানোর শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। অভীক গম্ভীর মুখ করে মেঝের দিকে তাকিয়ে স্থির হয়ে বসে আছে। ঐশীর অবস্থাও তথৈবচ। কিছুক্ষণ পর অভীকের দিকে তাকিয়ে রজতাভ বলেন, “সবটা জানার পরেও যদি তোমাদের বিচারে আমরা দোষী হই তাহলে আমার কিছু বলার নেই। শুধু কটা প্রশ্ন আছে। তোমাদের জেনারেশন বেশ ম্যাচিওর আর স্মার্ট। আমাদের থেকে তোমরা অনেকটা ক্যাজুয়াল। তোমরা এখন বড় হয়েছ, বিয়ে করে সদ্য দাম্পত্য জীবনে পা দিয়েছ। আশা করি প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে আছে। তোমাদের কী মনে হয়,দুজন মানুষের মধ্যে কী নিখাদ বন্ধুত্বের সম্পর্ক তৈরী হতে পারে না? দুজন মানুষের সংসার থেকে বীতশ্রদ্ধ হয়ে পরস্পরের কাছে আশ্রয় কামনা করে থাকাটা কি ভুল? দুজন মানুষ যদি আশ্রয়ের খোঁজে বেরিয়ে পরস্পরকে দোসর হিসেবে খুঁজে পায় তাহলে আপত্তি কোথায়? তাদের সেই নিখাদ বন্ধুত্বের সম্পর্ককে তোমরা কি নাম দেবে? আর সব থেকে বড়ো প্রশ্ন যেটা আমি ঊর্মিকে করতে পারিনি সেটাই তোমাদের করছি। দুজন একা মানুষের মধ্যে গড়ে ওঠা নিখাদ বন্ধুত্ব কি গুরুতর অপরাধ? নাকি পাপ? যদি তা না হয়ে থাকে তাহলে এতগুলো বছর আমাদের জ্বলতে হল কেন? কেন তোমার মাকে অপবাদের ভয়ে সারাজীবন এই পাণ্ডববরিজিত জায়গায় কাটাতে হল? কেন আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ঐশীর মা ছেড়ে চলে গেল? কেন এত বছর পর আমাকে তোমাদের কাছে জবাবদিহি করতে হচ্ছে? আমার জায়গায় তোমরা থাকলে কি করতে? বলতে পারবে? জানা আছে জবাবগুলো?জানি পারবে না! যদি পারতে তাহলে ঐ যে সোফায় বসে তখন থেকে কেঁদে চলা মানুষটাকে এতবছর পর একটা ডাইরির লেখাকে ভিত্তি করে সন্দেহ করতে না। এভাবে নাটকীয়ভাবে আমাদের কে কাঠগড়ায় তুলতে না। বরং সোজাসুজি জিজ্ঞেস করতে ডাইরিটার ব্যাপারে। কিন্তু তোমরা তা করোনি। করেছ কি? বরং উল্টে নিজের বাবা-মায়ের চরিত্রকে সন্দেহ করেছ! মানছি আশ্রয়ের খোঁজে মানুষটাকে আমি মুহূর্তের জন্য দুর্বল করে তুলেছিলাম ঠিকই। কিন্তু মানুষটাকে একবারের জন্যেও কালিমালিপ্ত করিনি আমি। যেটা তোমরা আজ প্রকারান্তরে করলে! ঊর্মির কাছে সবটা জানাজানি হবার পরেও সব দোষ আমি নিজে মাথা পেতে নিলেও যার দিকে অভিযোগের একটা আঙুলও তুলতে দিইনি। সেই মানুষটার চরিত্র নিয়ে আজ তারই সন্তান সন্দেহপ্রকাশ করছে। এত সংঘর্ষের পর যে মানুষটা তোমাকে নিজের আদর্শ, শিক্ষায় মানুষ করে তুলল, এতটা আঘাত বোধহয় তার প্রাপ্য ছিল না। আজ যেটা তোমরা করলে সেটা ও ডিজার্ভ করতো না।"
কথাগুলো বলতে বলতে রজতাভর গলাটা হাল্কা ধরে এলেও তাতে একটা প্রচ্ছন্ন অভিমানের সুর ধরা পড়ে। সুজাতার দেহটা কান্নার দমকে কেঁপে ওঠে আবার। ঐশী সুজাতাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলেও ওর দু গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। অভীক স্থির হয়ে মেঝেতে দৃষ্টি রেখে বসে থাকে কিছুক্ষণ। তারপর উঠে ধীরপায়ে হাটতে হাটতে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর সুজাতাকে নিয়ে ঐশীও চলে যায় সুজাতার ঘরে। রজতাভ বৈঠকখানায় বসে থাকেন একা।
- আর মাত্র আধ ঘন্টা!
- সাড়ে এগারোটা বেজে গেছে?
- উহু! এগারোটা পঁচিশ।
- ডাক্তার তো বলল সাড়ে বারোটায় অপারেশন করবে!
- হুম! তবে তোকে ওটিতে নিয়ে যাবে বারোটার দিকে।
- এত আগে কেন?
- কি জানি? কি সব প্রসিডিওর আছে বলল।
- বাপি কোথায়?
- বাইরে বসে আছেন। যা হাবভাব বুঝলাম তোর চেয়ে বেশী টেনশনে তো উনি পড়ে গেছেন।
- মানে?
- মানেটা হল আমার শ্বশুরমশাই এমন প্যানিকড হয়ে আছেন যেন ওনার মেয়ের নয় ওনারই সিজার হবে।
- ধ্যাত! কিসব আলফাল বকছিস?লাথি মারবো হারামী!
- বিশ্বাস না হলে ভেতরে ডাকছি ওনাকে। নিজেই দেখে নে।
- ইস! বাপি সবসময় এরকম টেনসড ফিল করে।
- ওনার আর কি দোষ বল? মেয়ে যদি প্রেগনেন্ট হবার পরেও এরম ধিঙ্গিপনা চালিয়ে যায়। তাহলে বাবার চিন্তা বেড়েই যায়।
- বটে? একবার এখান থেকে বেরোই,তারপর তোকে দেখাব ধিঙ্গিপনা কাকে বলে?
- ঐ দেখো আবার রেগে যাচ্ছে!
- রাগব না? সালা একে টেনশন হচ্ছে কি হবে না হবে তার উপর তুই আমাকে ইরিটেট করছিস!
- আচ্ছা ঠিক আছে আর করব না।
বলে কান ধরে অভীক। অভীকের কাণ্ড দেখে ফিক করে হেসে ফেলে ঐশী। অভীক ঐশীর একটা হাত ধরে বলে,“ একটা কথা বলবি?”
ঐশী অভীকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে,“কী?”
- তুই রেডি তো? মানে ভয় করছে না তো?
- একটু যে ভয় করছে না তা নয়। তবে ওটুকু চলে। তা অভীকবাবুর কি মনে হয়? কে আসতে চলেছে? জুনিয়র অভীক না জুনিয়র ঐশ্বর্য?
- যেই আসুক। দুজনকেই স্বাগত জানানো হবে। ঐশী...
- কী?
- কিছু না। থ্যাঙ্ক ইউ ফর এভরিথিং! দাঁড়া তোর বাপিকে ভেতরে পাঠাচ্ছি। নাহলে উনি টেনশনে টেনশনে পাগল হয়ে যাবেন।
বলে ঐশীর কপালে একটা চুমু খেয়ে কেবিন থেকে বেড়িয়ে আসে অভীক। ততক্ষণে কেবিনের বাইরেও আরেক নাটকের সৃষ্টি হয়েছে। কেবিনের বাইরে বেঞ্চে বসে আছেন সুজাতা। আঁচলে মুখ চাপা দিয়ে হাসি লুকিয়ে রজতাভকে দেখছেন। আর রজতাভ কেবিনের বাইরে ক্রমাগত পায়চারী করে যাচ্ছেন। সুজাতা একসময় থাকতে না পেরে বলে ফেললেন, “একটু শান্ত হয়ে বসুন তো রজতদা। এত চিন্তা করলে হয়? এসব অভিকে মানায়। আপনাকে নয়। আপনাকে দেখে মনে হচ্ছে যেন অভি নয় আপনি বাবা হতে চলেছেন।”
রজতাভ পায়চারী করতে করতে বলে ওঠেন, “তুমি বুঝবে না সুজাতা! বাবা হবার কি জ্বালা! এত বড়ো অপারেশন হতে চলেছে মেয়েটার। না জানি কি হতে চলেছে! নির্ঘাত ভয় পাচ্ছে মেয়েটা। বাবা হয়ে চিন্তা হবে না?”
সুজাতা হেসে বলেন, “সব ঠিক হয়ে যাবে রজতদা। আমিও তো সন্তানের জন্ম দিয়েছি নাকি? আপনি শান্ত হয়ে বসুন। আপনাকে এভাবে দেখলে তো ঐশী চিন্তায় পড়ে যাবে। ওকে অপারেশনের আগে হাসিখুশি আর টেনশন ফ্রি রাখতে হবে আমাদের।”
প্রত্যুত্তরে রজতাভ কিছু একটা বলতে যাচ্ছিলেন অভীককে কেবিন থেকে বেরোতে দেখে থেমে এগিয়ে যান।
- ঐশীর কি খবর? কি করছে? নেহাত ভয় পাচ্ছে তাই না?
- ভেতরে গিয়েই দেখে নিন।
বলে নির্বিকার মুখে সরে দাঁড়ায় অভীক। রজতাভ ঢুকে যান কেবিনে আর তার সাথে সাথে অভীক ফিক করে হেসে ফেলে। সুজাতাও আঁচল নামিয়ে হাসেন। অভীক হাসতে হাসতে মায়ের পাশে বসতেই সুজাতা জিজ্ঞেস করেন, “কি বুঝলি?”
- বুঝলাম মেয়ের থেকে মেয়ের বাবার চিন্তা অনেক বেশী।
- রজতদা চিরকাল এরকমই। সিরিয়াস বিষয় নিয়ে চিন্তা করবে না অথচ সামান্য বিষয় নিয়ে টেনশনে পড়ে যাবে। আরে এখন কি আর আগের মতো চিকিৎসা ব্যবস্থা আছে? এখন কত উন্নত হয়ে গেছে সব কিছু। এত চিন্তা করলে চলে?
বলতে বলতে হাসেন সুজাতা। অভীক মায়ের কাঁধে মাথা রাখে। সুজাতা হাত বাড়িয়ে দেন অভীকের মাথায়। সেদিনের ঘটনার পর পাঁচ বছর কেটে গেছে। সেদিন রজতাভর স্বীকারোক্তি পর অভীক সারারাত ঘুমোতে পারেনি। নিজের মাকে সন্দেহ করার অপরাধবোধ তাকে কুড়ে খাচ্ছিল। পরদিন সকালে সুজাতাদেবী ছেলেকে প্রাতরাশের জন্য ডাকতেই মাকে জড়িয়ে হাউহাউ করে কেঁদেছিল অভীক। মা-ছেলের সেই মানভঞ্জনের দৃশ্য দেখে রজতাভ বুঝেছিলেন এতদিনে তার শাপমোচন ঘটেছে। তারপর বিগত পাঁচবছরে অভীক নিজের পায়ে দাঁড়িয়েছে। নিজের সাথে সাথে সুজাতা আর রজতাভর দায়িত্বও সে নিয়েছে। চাকরি থেকে অবসর নেওয়ার পর এখন ওরা চারজন একসাথেই থাকেন। সুজাতার মনে আছে তিনি যখন রজতাভকে ঐশীর মা হওয়ার খবর দিয়েছিলেন রজতাভ বাচ্চাদের মতো হাউহাউ করে কাঁদছিলেন। তারপর থেকে ঐশীর যাবতীয় যত্ন দুজনে মিলে করে এসেছেন। আজ ঐশীর ডেলিভারি ডেট পড়েছে। ডাক্তারবাবু নর্মাল এবং সিজারিয়ান দুটো অপশনই দিয়েছিলেন। ঐশীর যাতে কষ্ট না হয় তাই রজতাভরা সিজারিয়ান ডেলিভারি বেছে নিয়েছেন। আর শেষ মুহূর্তে এসে রজতাভর চিন্তা আরো বেড়ে গেছে এই ভেবে যে অপারেশন ঠিকঠাক হবে কিনা? সুজাতা যতই বোঝাবার চেষ্টা করছেন রজতাভ ততটাই অবুঝ হয়ে উঠছেন।
ঠিক বারোটার একটু আগে নার্সিংহোমের স্টাফরা ঐশীকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। রজতাভ ঐশীর পিছু পিছু কিছুদুর যাবার পর থেমে গেলেন। তারপর শুরু হল সকলের এক অনন্ত প্রতিক্ষা। ঘড়ির কাঁটা যেন কিছুতেই ঘুড়তে চায় না। রজতাভ ঠায় দাঁড়িয়ে রইলেন অপারেশন থিয়েটারের সামনে। বেশ কয়েকঘন্টা কেটে যাবার পর নার্স বেরিয়ে এসে জানালেন অপারেশন সাকসেসফুল। ঐশীর ছেলে হয়েছে। মা আর সন্তান দুজনেই সুস্থ। কিছুক্ষণ পর ঐশীকে কেবিনে নিয়ে যাওয়া হবে।
খবরটা শোনার পর অভীক একটা দীর্ঘশ্বাস ফেলে হাসে। সুজাতা দুটো হাত জড়ো করে কপালে ঠেকিয়ে ঈশ্বরের কাছে ধন্যবাদ জানান। আর রজতাভ থরথর করে কাঁপতে কাঁপতে বেঞ্চে বসে পড়েন তারপর দুহাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করেন।
(আগামী পর্বে সমাপ্য)
সাদা অর্কিডের দেশে অন্তিম পর্ব
হোটেলে ফেরার পর লাগেজ গুছিয়ে নিতে বেশিক্ষণ সময় লাগল না মধুজার। শুধুমাত্র কালকের বাড়ি ফেরার সময়ের পোশাকগুলো বাইরে রেখে চটপট অতীন আর ওর জামাকা...
-
রেস্তরাঁর ছাদ থেকে অস্তপ্রায় সুর্যর দিকে তাকিয়ে মুখে একটা বিরক্তিসূচক শব্দ করে চেয়ারে হেলান দিয়ে বসলেন রজতাভ। “কিরে? আর কতক্ষণ?” বলে ঐশ্বর্...
-
“Ladies and gentlemen, may I have your attention please? Thank you! আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আমার প্রিয় বন্ধু প্রখ্যাত চিত্রশিল্প...
-
স্টুডিও থেকে গাড়িটা বেরোনো মাত্র ব্যাকসিটে হ্যালান দিয়ে বসল মঞ্জুষা। সারাদিন আজ বড্ড ধকল গেছে। এই সোমবার ওদের সেটে একটা অনুষ্ঠান উপলক্ষে না...